ETV Bharat / state

নিম্নচাপের প্রভাবে পুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস - Bengal Weather Update - BENGAL WEATHER UPDATE

ঘূর্ণাবতের জেরে ফের নিম্নচাপের ভ্রূকুটি ৷ আজ থেকে পুজো পর্যন্ত কেমন থাকবে কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া ? পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস ৷

Bengal Weather Update
কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 7:21 AM IST

Updated : Oct 5, 2024, 7:44 AM IST

কলকাতা, 5 অক্টোবর: উত্তর বাংলাদেশ ও তৎপ্বার্শবর্তী হিমালয়ের পাদদেশ সংলগ্ন বাংলায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার ভারী বৃষ্টি চলবে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলাতেও ৷ 6 অক্টোবর অর্থাৎ রবিবার থেকে 9 অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 10 অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷

ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ পাশাপাশি একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী হিমালয়ের পাদদেশের বাংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহারের ওপর দিয়ে অতিক্রম করেছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে রয়েছে। বাতাসের উপরিভাগে অবস্থিত ঘূর্ণাবর্তটি যা বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী হিমালয় পাদদেশ সংলগ্ন বাংলায় অবস্থান করছে ৷ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গের উপকুলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে।

RAIN IN DURGA PUJA
পুজোর ক'দিনও বৃষ্টির সম্ভাবনা (ইটিভি ভারত)

আজ শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শনিবারের পর থেকে কলকাতায় বৃষ্টি কমতে পারে। রবিবার কলকাতা শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তমী থেকে একাদশী পর্যন্তও শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে।

আজ কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাতেও বৃষ্টিপাত হবে ৷ তবে তুলনামূলকভাবে তা কম। আগামিকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল এবং বুধবারও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এছাড়াও সপ্তমী থেকে একাদশী পর্যন্তও উত্তরবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 87 শতাংশ।

কলকাতা, 5 অক্টোবর: উত্তর বাংলাদেশ ও তৎপ্বার্শবর্তী হিমালয়ের পাদদেশ সংলগ্ন বাংলায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার ভারী বৃষ্টি চলবে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলাতেও ৷ 6 অক্টোবর অর্থাৎ রবিবার থেকে 9 অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 10 অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷

ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ পাশাপাশি একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী হিমালয়ের পাদদেশের বাংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহারের ওপর দিয়ে অতিক্রম করেছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে রয়েছে। বাতাসের উপরিভাগে অবস্থিত ঘূর্ণাবর্তটি যা বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী হিমালয় পাদদেশ সংলগ্ন বাংলায় অবস্থান করছে ৷ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গের উপকুলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে।

RAIN IN DURGA PUJA
পুজোর ক'দিনও বৃষ্টির সম্ভাবনা (ইটিভি ভারত)

আজ শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শনিবারের পর থেকে কলকাতায় বৃষ্টি কমতে পারে। রবিবার কলকাতা শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তমী থেকে একাদশী পর্যন্তও শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে।

আজ কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাতেও বৃষ্টিপাত হবে ৷ তবে তুলনামূলকভাবে তা কম। আগামিকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল এবং বুধবারও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এছাড়াও সপ্তমী থেকে একাদশী পর্যন্তও উত্তরবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 87 শতাংশ।

Last Updated : Oct 5, 2024, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.