ETV Bharat / state

বঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে শীত, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর - WEST BENGAL WEATHER FORECAST

আবহাওয়া দফতর জানিয়েছে, 11 ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি হ্রাস পাবে।

Weather Forecast Winter
কাঙ্খিত শীতকাল শুরু হচ্ছে বঙ্গে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 7:13 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার পূর্বদিকে তাপমাত্রা বৃদ্ধি পায় আর পশ্চিম দিকে তাপমাত্রা হ্রাস পায়। আগামীকালের পর পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমে চলে যাবে বাংলা। ফলে পারদ কমতে থাকবে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট জোড়া নিম্নচাপ ক্ষেত্র যার অবস্থান বাংলার উপকুল থেকে বহুদূরে ৷ তাই প্রভাব নেই। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকবে রাজ্যে, যার জেরে হালকা বৃষ্টির পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পরশু 11 ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি হ্রাস পাবে। ফলে কাঙ্খিত শীতকাল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে।

তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ হলেও বেলা বাড়লেই সোমবার ও মঙ্গলবার বাড়বে তাপমাত্রা। সোমবার বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় । বুধবার বা বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে । উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । সোমবার (আজ) কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা । একে শীতের আমেজে সাময়িক বিরতি বলা যেতে পারে । বুধবার বা বৃহস্পতিবার থেকে নামবে পারদ ।

রবিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 86 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ ৷ সোমবার ভোরে কুয়াশা থাকলেও দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন
হিন্দুদের বাঁচাতে ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের
'কৌন বনেগা ক্রোড়পতি'তে 25 লক্ষ টাকা জয়, গ্রামের হিরো স্কুল ড্রপ-আউট মিন্টু

কলকাতা, 9 ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার পূর্বদিকে তাপমাত্রা বৃদ্ধি পায় আর পশ্চিম দিকে তাপমাত্রা হ্রাস পায়। আগামীকালের পর পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমে চলে যাবে বাংলা। ফলে পারদ কমতে থাকবে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট জোড়া নিম্নচাপ ক্ষেত্র যার অবস্থান বাংলার উপকুল থেকে বহুদূরে ৷ তাই প্রভাব নেই। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকবে রাজ্যে, যার জেরে হালকা বৃষ্টির পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পরশু 11 ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি হ্রাস পাবে। ফলে কাঙ্খিত শীতকাল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে।

তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ হলেও বেলা বাড়লেই সোমবার ও মঙ্গলবার বাড়বে তাপমাত্রা। সোমবার বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় । বুধবার বা বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে । উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । সোমবার (আজ) কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা । একে শীতের আমেজে সাময়িক বিরতি বলা যেতে পারে । বুধবার বা বৃহস্পতিবার থেকে নামবে পারদ ।

রবিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 86 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ ৷ সোমবার ভোরে কুয়াশা থাকলেও দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন
হিন্দুদের বাঁচাতে ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের
'কৌন বনেগা ক্রোড়পতি'তে 25 লক্ষ টাকা জয়, গ্রামের হিরো স্কুল ড্রপ-আউট মিন্টু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.