কলকাতা, 8 ডিসেম্বর: বেলাশেষের হেমন্তে হঠাৎ করে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি। সাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপ এই রাজ্য এমনকি এই অঞ্চল থেকে বহু দূরে অবস্থান করছে। ফলে প্রভাব নেই। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে, যা শীতের আগমনে বাধার সৃষ্টি করবে।
তবে, আগের নিম্নচাপের বাধা কাটিয়ে ফের পারদ পতন শুরু হয়েছে বঙ্গে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তাপমাত্রা 16 ডিগ্রির নিচে নেমে গিয়েছে ৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম ৷
তবে বুধবার থেকে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে বঙ্গে শীতের আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে এ রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে । দার্জিলিংয়ে তুষারপাত, হালকা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে । পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “এই মুহূর্তে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এটি ইণ্ডিয়ান-ইকুয়েডর সাগরের কাছাকাছি রয়েছে। এই নিম্নচাপ ক্ষেত্রটির ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠের ওপরে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই নিম্নচাপ ক্ষেত্রটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে রয়েছে। এই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী 24 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হতে পারে। এরপর 11 তারিখ এই নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পৌঁছতে পারে। এর সঙ্গে পশ্চিম হিমালয়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দুইয়ের যাতায়াতের কারণে বায়ুপ্রবাহে একটা বদল এসেছে। আজ 8 ডিসেম্বর, আগামিকাল 9 ডিসেম্বর এবং পরশু 10 ডিসেম্বরের কিছুটা সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাস ঢুকবে। তবে, 11 ডিসেম্বর থেকে ফের পারদ নামতে থাকবে।”
আজ রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ; আগামীকাল সোমবার তাপমাত্রা আরও একটু বাড়বে৷ মঙ্গলবার একই রকম থাকবে তাপমাত্রা। বুধবার থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা৷
আজ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে । সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত । দার্জিলিং ছাড়াও কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
শনিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 40 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে ।