কলকাতা, 1 জুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ সময়ের অপেক্ষা। সেই কারণেই বৃষ্টি হচ্ছে। কেরলে বর্ষার প্রবেশ এবং তা দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোর দিকে অগ্রসর হতে শুরু করেছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। শুক্রবার মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার খবর বলছেন আবহাওয়াবিদরা। ফলে আগামী সাতদিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফলে আজ ভোটের শেষ দফা এবং 4 তারিখ, মঙ্গলবার গণনার দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃষ্টি হলেও তা নির্বাচনের কাজে ব্যাঘাত ঘটাবে না। আগামী চার দিন ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। উপকূলের কয়েকটি জেলায় দমকা থেকে ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে হতে পারে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় জনগণকে নিরাপদস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর।
উত্তরবঙ্গে বৃষ্টি গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে, আর তা বাড়ছে। মৌসুমী বায়ু প্রবেশের পরিস্থিতি সেই আবহে বাড়তি হাওয়া যোগ করেছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। এই ভারী বৃষ্টি চার দিন চলবে। আজ থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। আগামিকাল রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.3 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় 68.7 মিলিমিটার বৃষ্টি হওয়াতেই সর্বোচ্চ তাপমাত্রার 8 ডিগ্রির বেশি পতন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 81 শতাংশ। আজ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷