ETV Bharat / state

সক্রিয় নিম্নচাপ, বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা; চলবে আরও কতদিন ? - Deep depression in Bengal - DEEP DEPRESSION IN BENGAL

Depression moving from the Bay of Bengal will bring rainfall: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে সরে গেলেও এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই বঙ্গবাসীর ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

Weather Forecast in kolkata
বঙ্গে বৃষ্টি চলবে আরও কতদিন ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 7:08 AM IST

Updated : Sep 26, 2024, 9:37 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ জেলাগুলোতে দফায় দফায় চলছে বৃষ্টি । কখনও মাঝারি কখনও আবার ঝিরঝিরে। আশ্বিনের নীল আকাশে সাদা মেঘের সারিতে শরতের আগমনীর ছবি স্বাভাবিক ৷ তবে বঙ্গে বর্ষা এখনও সক্রিয়। জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা ৷ কলকাতা ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ৷

বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ কলকাতার আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মত বৃষ্টি চলবে পাহাড় ও সমতলে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে ৷ যার ফলে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

কেন এই বৃষ্টিস্নাত বঙ্গ ? নিম্নচাপ কি ফের বৃষ্টি পরিস্থিতির কারণ ?

বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা এখন পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে রয়েছে। নিম্নচাপের সঙ্গে সংশ্লিষ্ট ঘূর্ণায়মান ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ ছত্তিশগড় এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে রয়েছে ৷ এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার ওপরে রয়েছে ৷

দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখা উত্তর কোঙ্কন পর্যন্ত বিস্তৃত এবং তা দক্ষিণ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে ৷ এই ঘূর্ণাবর্তে বর্তের ফলেই বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ুর প্রবাহ পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এর ফলে রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত, দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 4.4 ডিগ্রি কম ৷ বৃষ্টির কারণে শহরে ভ্যাপসা গরমের থেকে সাময়িক স্বস্তি মিলেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 88 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 17.8 মিলিমিটার।

  • পড়ুন: আজ বঙ্গের বাজারে বাংলাদেশি ইলিশ, কত দামে পাতে উঠবে রুপোলি শস্য ?

কলকাতা, 26 সেপ্টেম্বর: সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ জেলাগুলোতে দফায় দফায় চলছে বৃষ্টি । কখনও মাঝারি কখনও আবার ঝিরঝিরে। আশ্বিনের নীল আকাশে সাদা মেঘের সারিতে শরতের আগমনীর ছবি স্বাভাবিক ৷ তবে বঙ্গে বর্ষা এখনও সক্রিয়। জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা ৷ কলকাতা ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ৷

বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ কলকাতার আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মত বৃষ্টি চলবে পাহাড় ও সমতলে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে ৷ যার ফলে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

কেন এই বৃষ্টিস্নাত বঙ্গ ? নিম্নচাপ কি ফের বৃষ্টি পরিস্থিতির কারণ ?

বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা এখন পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে রয়েছে। নিম্নচাপের সঙ্গে সংশ্লিষ্ট ঘূর্ণায়মান ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ ছত্তিশগড় এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে রয়েছে ৷ এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার ওপরে রয়েছে ৷

দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখা উত্তর কোঙ্কন পর্যন্ত বিস্তৃত এবং তা দক্ষিণ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে ৷ এই ঘূর্ণাবর্তে বর্তের ফলেই বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ুর প্রবাহ পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এর ফলে রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত, দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 4.4 ডিগ্রি কম ৷ বৃষ্টির কারণে শহরে ভ্যাপসা গরমের থেকে সাময়িক স্বস্তি মিলেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 88 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 17.8 মিলিমিটার।

  • পড়ুন: আজ বঙ্গের বাজারে বাংলাদেশি ইলিশ, কত দামে পাতে উঠবে রুপোলি শস্য ?
Last Updated : Sep 26, 2024, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.