ETV Bharat / state

স্ক্রুটিনির পর নতুন করে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় আরও 12 জন - WB HS RESULT 2024 - WB HS RESULT 2024

West Bengal HS Result Merit List: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে বদলে গেল মেধাতালিকা ৷ শুধু তাই নয়, নতুন করে প্রথম দশে জায়গা পেয়েছে আরও 12 জন ছাত্রছাত্রী । ফলে এবারের মেরিট লিস্টে পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল 70 ।

West Bengal HS Result Merit List
উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় আরও 12 জন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 10:40 PM IST

কলকাতা, 16 মে: উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশের আটদিনের মাথায় বদলে গেল মেধাতালিকা ৷ রিভিউ স্ক্রুটিনির পর মেধাতালিকায় 12 জন পড়ুয়া । এছাড়াও মেধাতালিকায় তিনজনের স্থান বদলে গেল । পঞ্চম স্থানাধিকারী অঙ্কিতা পাল উঠে এলেন তৃতীয়তে, ষষ্ঠ স্থানাধিকারী অভ্রকিশোর ভট্টাচার্য স্থান পেলেন পঞ্চমে এবং বৃষ্টি পাল নবম স্থানাধিকারী উঠে এলেন সপ্তমে । তাঁদের সঙ্গে রয়েছে আরও নতুন 12 জনের নাম । সব মিলিয়ে বর্তমানে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পড়ুয়ার সংখ্যা 58 থেকে বেড়ে দাঁড়াল 70। স্ক্রুটিনি ও রিভিউয়ের ভিত্তিতে এই ফলাফল হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন অষ্টম স্থানাধিকারী সাগ্নিক চক্রবর্তী । নবম স্থানে এসেছেন তিনজন । তাঁরা হলেন সাগ্নিক কুমার দে, তৃষা কুণ্ডু এবং শ্রেয়াশ্রী ঘোষ । সঙ্গে নতুন করে দশম স্থান অধিকার করেছেন 8 জন । তাঁদের সকলের প্রাপ্ত নম্বর 487 । তবে এটা শুধুমাত্র তৎকালের ফলাফল প্রকাশ পেল ৷ এই বছর উচ্চমাধ্যমিকের অন্যতম বিষয় ছিল 'তৎকাল' পরিষেবা । স্ক্রুটিনি এবং রিভিউতে নতুন পরিষেবা চালু করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই তৎকাল ব্যবস্থায় এই বছর 22 হাজার 836টি বিষয়ভিত্তিক আবেদন জমা পড়ে ।

বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ হল । তাতেই তিনজনের স্থান পরিবর্তন হয়েছে । এঁদের মধ্যে একজন রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে । 5 হাজার 469 জনের ফলে বদল এল । মূলতই তৎকাল প্রক্রিয়ার ফলে আবেদনের সাত দিনের মধ্যে ফলাফল হাতে পাবে বলে জানানো হয়েছিল ৷ এই প্রক্রিয়ার আবেদনের সময়সীমা ছিল গত 10 তারিখ দুপুর 2টো থেকে 13 তারিখ মধ্যরাত পর্যন্ত ।

আরও পড়ুন:

  1. রিভিউতে সাফল্য ! উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়দীপ সামন্ত
  2. শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ! স্বপ্নপূরণে আর্জি সরকারি সাহায্যের
  3. উচ্চমাধ্যমিকে সফল চা শ্রমিকের মেয়ে, স্বপ্ন সরকারি আমলা হওয়ার

কলকাতা, 16 মে: উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশের আটদিনের মাথায় বদলে গেল মেধাতালিকা ৷ রিভিউ স্ক্রুটিনির পর মেধাতালিকায় 12 জন পড়ুয়া । এছাড়াও মেধাতালিকায় তিনজনের স্থান বদলে গেল । পঞ্চম স্থানাধিকারী অঙ্কিতা পাল উঠে এলেন তৃতীয়তে, ষষ্ঠ স্থানাধিকারী অভ্রকিশোর ভট্টাচার্য স্থান পেলেন পঞ্চমে এবং বৃষ্টি পাল নবম স্থানাধিকারী উঠে এলেন সপ্তমে । তাঁদের সঙ্গে রয়েছে আরও নতুন 12 জনের নাম । সব মিলিয়ে বর্তমানে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পড়ুয়ার সংখ্যা 58 থেকে বেড়ে দাঁড়াল 70। স্ক্রুটিনি ও রিভিউয়ের ভিত্তিতে এই ফলাফল হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন অষ্টম স্থানাধিকারী সাগ্নিক চক্রবর্তী । নবম স্থানে এসেছেন তিনজন । তাঁরা হলেন সাগ্নিক কুমার দে, তৃষা কুণ্ডু এবং শ্রেয়াশ্রী ঘোষ । সঙ্গে নতুন করে দশম স্থান অধিকার করেছেন 8 জন । তাঁদের সকলের প্রাপ্ত নম্বর 487 । তবে এটা শুধুমাত্র তৎকালের ফলাফল প্রকাশ পেল ৷ এই বছর উচ্চমাধ্যমিকের অন্যতম বিষয় ছিল 'তৎকাল' পরিষেবা । স্ক্রুটিনি এবং রিভিউতে নতুন পরিষেবা চালু করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই তৎকাল ব্যবস্থায় এই বছর 22 হাজার 836টি বিষয়ভিত্তিক আবেদন জমা পড়ে ।

বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ হল । তাতেই তিনজনের স্থান পরিবর্তন হয়েছে । এঁদের মধ্যে একজন রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে । 5 হাজার 469 জনের ফলে বদল এল । মূলতই তৎকাল প্রক্রিয়ার ফলে আবেদনের সাত দিনের মধ্যে ফলাফল হাতে পাবে বলে জানানো হয়েছিল ৷ এই প্রক্রিয়ার আবেদনের সময়সীমা ছিল গত 10 তারিখ দুপুর 2টো থেকে 13 তারিখ মধ্যরাত পর্যন্ত ।

আরও পড়ুন:

  1. রিভিউতে সাফল্য ! উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়দীপ সামন্ত
  2. শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ! স্বপ্নপূরণে আর্জি সরকারি সাহায্যের
  3. উচ্চমাধ্যমিকে সফল চা শ্রমিকের মেয়ে, স্বপ্ন সরকারি আমলা হওয়ার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.