ETV Bharat / state

আদালত অবমাননার অভিযোগ! উপাচার্য ইস্যুতে রাজ্যের চিঠি রাজভবনকে - VC Recruitment Controversy

VC Recruitment Controversy: রাজভবনের এক্স হ্যান্ডেলে উপাচার্য নিয়োগ নিয়ে একটি পোস্ট করেছিলেন রাজ্যপাল ৷ পরে সেই পোস্টটি মুছে দেওয়া হয় ৷ এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল উপাচার্য নিয়োগ করতে পারেন না ৷ এই কথা জানিয়ে রাজভবনে চিঠি পাঠাল উচ্চশিক্ষা দফতর ৷

ETV Bharat
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য বনাম রাজ্যপাল সংঘর্ষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 11:24 AM IST

কলকাতা, 11 এপ্রিল: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর ৷ রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত চারটি বিশ্ববিদ্যালয়ে 4 জন উপাচার্য নিয়োগ নিয়ে 8 এপ্রিল এই চিঠি পাঠায় শিক্ষা দফতর ৷ চিঠিতে দফতর জানিয়েছে, এই চারজনকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর আচার্য পদমর্যাদার বলে একাই উপাচার্য পদে নিয়োগ করেছেন ৷ এর জন্য রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি ৷ বর্তমান আচার্যের তরফে নিয়োগ-আদেশ প্রত্যাহার না করলে, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে অবমাননার মামলা দায়ের করতে পারে রাজ্য ৷

5 এপ্রিল রাজভবনের তরফে এস্ক হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, রাজ্যপাল বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ যদিও সেই পোস্টটি এখন রাজভবনের এস্ক হ্যান্ডেলে আর নেই ৷ এই পোস্টের প্রেক্ষিতেই রাজ্য সরকার 8 তারিখে রাজভবনকে চিঠি দেয় ৷ সেখানে বলা হয়েছে, ওইদিন রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল-আচার্য চারটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে চারজন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন ৷

আচার্যের এই পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে শিক্ষা দফতর তার চিঠিতে ৷ সুপ্রিম কোর্টের 2013 সালের 6 অক্টোবরের একটি আদেশের উল্লেখ করে জানানো হয়েছে, এভাবে অ্যাড-হক নিয়োগে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে ৷ তা সত্ত্বেও আচার্যের এভাবে উপাচার্য নিয়োগ আদালত অবমাননা হিসাবে গণ্য করা হতে পারে ৷ রাজ্যপাল, রাজ্য সরকার-দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চেয়েছিল শীর্ষ আদালত ৷ তার প্রেক্ষিতে রাজ্যপাল- শিক্ষামন্ত্রী বৈঠকও হয়েছিল ৷

এর সঙ্গে ওই চিঠিতে আরও বলা হয়েছে, এই বৈঠকের পরে দু'পক্ষ সহমত হতে পারেনি ৷ তা সত্ত্বেও এককভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য ৷ যা বেআইনি ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী ৷ এর প্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করার কথা জানিয়েছে রাজ্য ৷ চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আচার্য যেন 31টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যথোপযুক্ত পরামর্শ নেন ৷ সুপ্রিম কোর্টের অনুমতি না-নিয়ে যেন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ না করেন ৷

আরও পড়ুন:

  1. উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছেই, ফের রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্যপাল
  2. আরও কড়া রাজ্যপাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বার সিলের নির্দেশ

কলকাতা, 11 এপ্রিল: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর ৷ রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত চারটি বিশ্ববিদ্যালয়ে 4 জন উপাচার্য নিয়োগ নিয়ে 8 এপ্রিল এই চিঠি পাঠায় শিক্ষা দফতর ৷ চিঠিতে দফতর জানিয়েছে, এই চারজনকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর আচার্য পদমর্যাদার বলে একাই উপাচার্য পদে নিয়োগ করেছেন ৷ এর জন্য রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি ৷ বর্তমান আচার্যের তরফে নিয়োগ-আদেশ প্রত্যাহার না করলে, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে অবমাননার মামলা দায়ের করতে পারে রাজ্য ৷

5 এপ্রিল রাজভবনের তরফে এস্ক হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, রাজ্যপাল বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ যদিও সেই পোস্টটি এখন রাজভবনের এস্ক হ্যান্ডেলে আর নেই ৷ এই পোস্টের প্রেক্ষিতেই রাজ্য সরকার 8 তারিখে রাজভবনকে চিঠি দেয় ৷ সেখানে বলা হয়েছে, ওইদিন রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল-আচার্য চারটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে চারজন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন ৷

আচার্যের এই পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে শিক্ষা দফতর তার চিঠিতে ৷ সুপ্রিম কোর্টের 2013 সালের 6 অক্টোবরের একটি আদেশের উল্লেখ করে জানানো হয়েছে, এভাবে অ্যাড-হক নিয়োগে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে ৷ তা সত্ত্বেও আচার্যের এভাবে উপাচার্য নিয়োগ আদালত অবমাননা হিসাবে গণ্য করা হতে পারে ৷ রাজ্যপাল, রাজ্য সরকার-দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চেয়েছিল শীর্ষ আদালত ৷ তার প্রেক্ষিতে রাজ্যপাল- শিক্ষামন্ত্রী বৈঠকও হয়েছিল ৷

এর সঙ্গে ওই চিঠিতে আরও বলা হয়েছে, এই বৈঠকের পরে দু'পক্ষ সহমত হতে পারেনি ৷ তা সত্ত্বেও এককভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য ৷ যা বেআইনি ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী ৷ এর প্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করার কথা জানিয়েছে রাজ্য ৷ চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আচার্য যেন 31টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যথোপযুক্ত পরামর্শ নেন ৷ সুপ্রিম কোর্টের অনুমতি না-নিয়ে যেন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ না করেন ৷

আরও পড়ুন:

  1. উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছেই, ফের রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্যপাল
  2. আরও কড়া রাজ্যপাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বার সিলের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.