ETV Bharat / state

লক্ষাধিক টাকা বাড়ল অবসরকালীন ভাতা ! পুজোর মুখে সিভিকদের ‘পুরস্কার’ রাজ্যের - WB Civic Volunteer - WB CIVIC VOLUNTEER

WB Civic Volunteer and Village Police: অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, সিভিক পুলিশদের অবসরের সময় এককালীন ভাতা একেবারে 2 লক্ষ টাকা বাড়ানো হয়েছে ৷

Retirement Allowance of Civic Volunteer and Village Police
পুজোর মুখে সিভিকদের ‘পুরস্কার’ রাজ্যের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 7:51 PM IST

কলকাতা, 29 অগস্ট: পুজোর আগেই এবার অবসরকালীন ভাতা বাড়ল সিভিক পুলিশ ও ভিলেজে পুলিশের । 60 বছর পেরলে এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন এই সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা ৷ এবার সেই ভাতাই একধাক্কায় বেড়ে হল 5 লক্ষ টাকা । সিভিকদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ ফলে পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার ৷

শহর হোক বা জেলা, ট্র্যাফিক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতার জন্য এই মুহুর্তে রাজ্যে দু’লক্ষ সিভিক ভলান্টিয়ার কাজ করেন ৷ স্বল্প বেতনে প্রতিদিনই তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয় ৷ স্বাভাবিকভাবেই তাঁদের এই অবস্থার খবর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ছিল ৷ প্রশাসন সূত্রে খবর, মানবিক কারণেই তাই এবার সিভিক ও ভিলেজ পুলিশকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ৷

চলতি বছরের বাজেটেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের মাসিক বেতন এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এর জন্য সে সময় 180 কোটি টাকা বরাদ্দ হয় ৷ কয়েকদিন আগেই এদের উৎসবকালীন ভাতা বৃদ্ধির কথাও জানায় রাজ্য ৷ সেক্ষেত্রে 5300 থেকে সেই টাকা বাড়িয়ে 6000 করা হয় । এবার অবসরকালীন এককালীন ভাতা বাড়াল রাজ্য সরকার ।

এতদিন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন । এবার থেকে তারা 5 লক্ষ টাকা করে পাবেন ৷ 28 তারিখ জারি হওয়া দু’পাতার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের 1 এপ্রিল 2024 থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরাই এই বর্ধিত ভাতা পাবেন ।

কলকাতা, 29 অগস্ট: পুজোর আগেই এবার অবসরকালীন ভাতা বাড়ল সিভিক পুলিশ ও ভিলেজে পুলিশের । 60 বছর পেরলে এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন এই সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা ৷ এবার সেই ভাতাই একধাক্কায় বেড়ে হল 5 লক্ষ টাকা । সিভিকদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ ফলে পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার ৷

শহর হোক বা জেলা, ট্র্যাফিক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতার জন্য এই মুহুর্তে রাজ্যে দু’লক্ষ সিভিক ভলান্টিয়ার কাজ করেন ৷ স্বল্প বেতনে প্রতিদিনই তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয় ৷ স্বাভাবিকভাবেই তাঁদের এই অবস্থার খবর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ছিল ৷ প্রশাসন সূত্রে খবর, মানবিক কারণেই তাই এবার সিভিক ও ভিলেজ পুলিশকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ৷

চলতি বছরের বাজেটেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের মাসিক বেতন এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এর জন্য সে সময় 180 কোটি টাকা বরাদ্দ হয় ৷ কয়েকদিন আগেই এদের উৎসবকালীন ভাতা বৃদ্ধির কথাও জানায় রাজ্য ৷ সেক্ষেত্রে 5300 থেকে সেই টাকা বাড়িয়ে 6000 করা হয় । এবার অবসরকালীন এককালীন ভাতা বাড়াল রাজ্য সরকার ।

এতদিন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন । এবার থেকে তারা 5 লক্ষ টাকা করে পাবেন ৷ 28 তারিখ জারি হওয়া দু’পাতার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের 1 এপ্রিল 2024 থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরাই এই বর্ধিত ভাতা পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.