ETV Bharat / state

দুটি নতুন থানা, দুটি আউটপোস্ট হচ্ছে নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নবান্নের - NANDIGRAM POLICE STATION - NANDIGRAM POLICE STATION

Nandigram Police Station: নন্দীগ্রামের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ নবান্নের ৷ প্রধান থানা ভেঙে 3টি নতুন থানা এবং 2টি আউটপোস্ট নির্মাণের কথা ভাবছে নবান্ন ৷ এমনই খবর সূত্রের ৷

NABANNA
নবান্ন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:16 AM IST

কলকাতা, 3 জুলাই: লোকসভা নির্বাচনের সময়ে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে নন্দীগ্রামকে ৷ নির্বাচন-পরবর্তী সময়ে নন্দীগ্রাম থেকে ভোট পরবর্তী হিংসার খবরও এসেছে একাধিকবার । পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ নন্দীগ্রাম থানাকে ভেঙে 3টি পৃথক থানা তৈরি করা হচ্ছে । নবান্ন সূত্রে এমনটাই খবর ।

সূত্রের খবর, নন্দীগ্রাম মূল থানা ছাড়াও রেয়াপাড়া এবং তেখালি, দুটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । এছাড়াও তৈরি হচ্ছে দুটি আউটপোস্টও । রামচক এবং সোনাচূড়া, এই দুই জায়গায় রাজ্য পুলিশের নতুন আউটপোস্ট তৈরি হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর । ফলে শুধু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেই থাকছে তিনটি থানা এবং দুটি আউটপোস্ট । রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, নন্দীগ্রামে শান্তি স্থাপনের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের লোকসভা নির্বাচনেও এই নন্দীগ্রাম থেকে তমলুক লোকসভায় বিজেপির জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় লিড পেয়েছেন । কিন্তু, তাৎপর্যপূর্ণ ঘটনা নির্বাচনের আগে বা পরবর্তী সময় বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে এই নন্দীগ্রামকে । যদিও সামগ্রিকভাবে নবান্ন সূত্রে খবর, এই সিদ্ধান্ত নন্দীগ্রামের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যে । কিন্তু রাজনৈতিক মহলের একাংশ অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে । এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা শাসকদলের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷

কলকাতা, 3 জুলাই: লোকসভা নির্বাচনের সময়ে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে নন্দীগ্রামকে ৷ নির্বাচন-পরবর্তী সময়ে নন্দীগ্রাম থেকে ভোট পরবর্তী হিংসার খবরও এসেছে একাধিকবার । পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ নন্দীগ্রাম থানাকে ভেঙে 3টি পৃথক থানা তৈরি করা হচ্ছে । নবান্ন সূত্রে এমনটাই খবর ।

সূত্রের খবর, নন্দীগ্রাম মূল থানা ছাড়াও রেয়াপাড়া এবং তেখালি, দুটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । এছাড়াও তৈরি হচ্ছে দুটি আউটপোস্টও । রামচক এবং সোনাচূড়া, এই দুই জায়গায় রাজ্য পুলিশের নতুন আউটপোস্ট তৈরি হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর । ফলে শুধু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেই থাকছে তিনটি থানা এবং দুটি আউটপোস্ট । রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, নন্দীগ্রামে শান্তি স্থাপনের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের লোকসভা নির্বাচনেও এই নন্দীগ্রাম থেকে তমলুক লোকসভায় বিজেপির জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় লিড পেয়েছেন । কিন্তু, তাৎপর্যপূর্ণ ঘটনা নির্বাচনের আগে বা পরবর্তী সময় বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে এই নন্দীগ্রামকে । যদিও সামগ্রিকভাবে নবান্ন সূত্রে খবর, এই সিদ্ধান্ত নন্দীগ্রামের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যে । কিন্তু রাজনৈতিক মহলের একাংশ অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে । এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা শাসকদলের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.