ETV Bharat / state

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ির পথে রাজ্যপাল - Storm in Bengal - STORM IN BENGAL

Storm in Bengal: রবিবার দুপুরে কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি ৷ মুখ্যমন্ত্রী মধ্য রাতেই সেখানে পৌঁছেছেন ৷ আজ সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 8:17 AM IST

Updated : Apr 1, 2024, 10:08 AM IST

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 1 এপ্রিল: আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি ৷ নিজের চোখে পরিস্থিতি দেখতে রাতে 2টোয় জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সাংবাদিকদের বলেন, "আমি সেখানে যাব ৷ ঘটনাস্থল ঘুরে দেখব ৷ সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলব ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গতকালই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

রবিবার দুপুরে কয়েক মিনিটের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ এই ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের ৷ তাদের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা ৷ এই ঝড়ের তাণ্ডবে আহত হয়েছেন কয়েকশো মানুষ ৷ তাদের চিকিৎসা চলছে শিলিগুড়িতে ৷ প্রায় 700টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

সোমবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আপনারা সবাই জানেন, গতকাল প্রবল ঝড়ে জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাতে মানুষের মৃত্যু হয়েছে ৷ বাড়িঘর ভেঙে গিয়েছে ৷ আমরা সবাই এনিয়ে দুশ্চিন্তায় আছি ৷ এমনকী গতকালই আমি ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্ট অথরিটির সদস্য এবং সচিবের সঙ্গে এনিয়ে বিস্তারিত আলোচনা করেছি ৷ প্রয়োজনে তারা যেন সামগ্রী পাঠায়, তার অনুরোধ করেছি ৷ সব এজেন্সিগুলি একসঙ্গে কাজ করছে ৷"

মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে পৌঁছনোর কথাও উল্লেখ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন ৷ আমিও যাব ৷ আমি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখব ৷ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলব এবং কী ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানার চেষ্টা করব ৷ এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব ৷ তাদের আইনি সাহায্য লাগলে তাও দেওয়া হবে ৷ ত্রাণসামগ্রীও বিলি করা হবে ৷ এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ৷ হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন, তাঁদের জন্য কী করা যায়, তাও খতিয়ে দেখা হবে ৷ যা যা সম্ভব, সেই সবকিছুই করা হবে ৷"

আরও পড়ুন:

  1. ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলে আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. জলপাইগুড়ি ঝড়ে উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রীর, বিজেপি নেতৃত্বকে দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশ

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 1 এপ্রিল: আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি ৷ নিজের চোখে পরিস্থিতি দেখতে রাতে 2টোয় জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সাংবাদিকদের বলেন, "আমি সেখানে যাব ৷ ঘটনাস্থল ঘুরে দেখব ৷ সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলব ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গতকালই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

রবিবার দুপুরে কয়েক মিনিটের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ এই ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের ৷ তাদের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা ৷ এই ঝড়ের তাণ্ডবে আহত হয়েছেন কয়েকশো মানুষ ৷ তাদের চিকিৎসা চলছে শিলিগুড়িতে ৷ প্রায় 700টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

সোমবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আপনারা সবাই জানেন, গতকাল প্রবল ঝড়ে জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাতে মানুষের মৃত্যু হয়েছে ৷ বাড়িঘর ভেঙে গিয়েছে ৷ আমরা সবাই এনিয়ে দুশ্চিন্তায় আছি ৷ এমনকী গতকালই আমি ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্ট অথরিটির সদস্য এবং সচিবের সঙ্গে এনিয়ে বিস্তারিত আলোচনা করেছি ৷ প্রয়োজনে তারা যেন সামগ্রী পাঠায়, তার অনুরোধ করেছি ৷ সব এজেন্সিগুলি একসঙ্গে কাজ করছে ৷"

মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে পৌঁছনোর কথাও উল্লেখ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন ৷ আমিও যাব ৷ আমি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখব ৷ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলব এবং কী ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানার চেষ্টা করব ৷ এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব ৷ তাদের আইনি সাহায্য লাগলে তাও দেওয়া হবে ৷ ত্রাণসামগ্রীও বিলি করা হবে ৷ এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ৷ হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন, তাঁদের জন্য কী করা যায়, তাও খতিয়ে দেখা হবে ৷ যা যা সম্ভব, সেই সবকিছুই করা হবে ৷"

আরও পড়ুন:

  1. ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলে আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. জলপাইগুড়ি ঝড়ে উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রীর, বিজেপি নেতৃত্বকে দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশ
Last Updated : Apr 1, 2024, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.