ETV Bharat / state

শপথ অসাংবিধানিক! রাষ্ট্রপতিকে চিঠি রাজ্যপালের , নিরুত্তাপ স্পিকার - Governor writes to President

author img

By PTI

Published : Jul 5, 2024, 5:30 PM IST

Updated : Jul 5, 2024, 8:46 PM IST

Governor writes to President on MLA Oath Row: বিধায়কের শপথ নিয়ে জটিলতা অব্যাহত ৷ এবার দুই বিধায়কের শপথ নিয়ে আপত্তি তুললেন রাজ্যপাল আনন্দ বোস ৷ চিঠি দিলেন রাষ্ট্রপতিকে ৷

Governor writes to President
বিধায়কের শপথ অসাংবিধানিক, দাবি রাজ্যপালের (সৌ: এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 5 জুলাই: দুই বিধায়কের শপথ নিয়ে ফের সংঘাতে জড়াল রাজ্য বিধানসভা এবং রাজভবন ৷ শুক্রবার বিধানসভায় তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক শপথ নেেন । তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান অসাংবিধানিক ৷ এমন দাবি করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্ট ভাষায় বলেন, "যা করেছি আইন মেনে করেছি। আমরা রাষ্ট্রপতিকে গোটা বিষয়টা আগেই জানিয়েছি। রাজ্যপালের ক্ষমতা নেই অধ্যক্ষকে অপসারণ করার। উনি কী বললেন তা নিয়ে আমার মন্তব্য করার কোনও ইচ্ছা নেই।"

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল রাষ্ট্রপতিকে যে চিঠি লিখেছেন তাতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দুই তৃণমূল বিধায়ককে যে পদ্ধতিতে শপথ পাঠ করানো হয়েছে তাতে সংবিধান লঙ্ঘিত হয়েছে ৷ প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় শপথ বাক্য পাঠ করিয়েছেন দুই নবনির্বাচিত বিধায়ককে ৷ রাজ্যপাল উপাধ্যক্ষকে দায়িত্ব দিলেও তা নিতে নারাজ ডেপুটি স্পিকার। অগত্যা স্পিকারই শুক্রবার শপথ বাক্য পাঠ করিয়েছেন দুই বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়েই শুরু হয়েছে নয়া সংঘাতের বাতাবরণ ৷

সূত্রের খবর, দুই বিধায়কের শপথ পাঠ করানোর ক্ষেত্রে রাজ্যপাল বিধানসভার উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছিলেন ৷ কিন্তু সেই চিঠি শেষ পর্যন্ত মান্যতা পেল না রাজ্য বিধানসভায়। যেহেতু বিধানসভার অধিবেশন চলছে তাই সভার রুলস অ্যান্ড বিজনেসের দুই নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর ধারা অনুসারে অধ্যক্ষ নিজেই শপথ বাক্য পাঠ করালেন দুই বিধায়ককে। বিধানসভা সূত্রের খবর, এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যপালের কথামতোই ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয় ৷ যদিও ডেপুটি স্পিকার অধ্যক্ষকে এড়িয়ে এই শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি। আর তা নিয়েই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

দুই বিধায়ককে অধ্যক্ষ অসাংবিধানিকভাবে শপথ পাঠ করিয়েছেন বলে রাষ্ট্রপতিকে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল ৷ তা নিয়ে শুরু হয়েছে নতুন করে জলঘোলা ৷ অবশেষে রাজ্যপালের চিঠিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ নেবেন নাকি বিষয়টির ইতি এখানেই হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ কিন্তু রাজ্যপালের এই বার্তার পরই মুখ খুলেছেন বিধানসভার স্পিকার ৷

নয়াদিল্লি, 5 জুলাই: দুই বিধায়কের শপথ নিয়ে ফের সংঘাতে জড়াল রাজ্য বিধানসভা এবং রাজভবন ৷ শুক্রবার বিধানসভায় তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক শপথ নেেন । তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান অসাংবিধানিক ৷ এমন দাবি করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্ট ভাষায় বলেন, "যা করেছি আইন মেনে করেছি। আমরা রাষ্ট্রপতিকে গোটা বিষয়টা আগেই জানিয়েছি। রাজ্যপালের ক্ষমতা নেই অধ্যক্ষকে অপসারণ করার। উনি কী বললেন তা নিয়ে আমার মন্তব্য করার কোনও ইচ্ছা নেই।"

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল রাষ্ট্রপতিকে যে চিঠি লিখেছেন তাতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দুই তৃণমূল বিধায়ককে যে পদ্ধতিতে শপথ পাঠ করানো হয়েছে তাতে সংবিধান লঙ্ঘিত হয়েছে ৷ প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় শপথ বাক্য পাঠ করিয়েছেন দুই নবনির্বাচিত বিধায়ককে ৷ রাজ্যপাল উপাধ্যক্ষকে দায়িত্ব দিলেও তা নিতে নারাজ ডেপুটি স্পিকার। অগত্যা স্পিকারই শুক্রবার শপথ বাক্য পাঠ করিয়েছেন দুই বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়েই শুরু হয়েছে নয়া সংঘাতের বাতাবরণ ৷

সূত্রের খবর, দুই বিধায়কের শপথ পাঠ করানোর ক্ষেত্রে রাজ্যপাল বিধানসভার উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছিলেন ৷ কিন্তু সেই চিঠি শেষ পর্যন্ত মান্যতা পেল না রাজ্য বিধানসভায়। যেহেতু বিধানসভার অধিবেশন চলছে তাই সভার রুলস অ্যান্ড বিজনেসের দুই নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর ধারা অনুসারে অধ্যক্ষ নিজেই শপথ বাক্য পাঠ করালেন দুই বিধায়ককে। বিধানসভা সূত্রের খবর, এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যপালের কথামতোই ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয় ৷ যদিও ডেপুটি স্পিকার অধ্যক্ষকে এড়িয়ে এই শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি। আর তা নিয়েই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

দুই বিধায়ককে অধ্যক্ষ অসাংবিধানিকভাবে শপথ পাঠ করিয়েছেন বলে রাষ্ট্রপতিকে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল ৷ তা নিয়ে শুরু হয়েছে নতুন করে জলঘোলা ৷ অবশেষে রাজ্যপালের চিঠিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ নেবেন নাকি বিষয়টির ইতি এখানেই হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ কিন্তু রাজ্যপালের এই বার্তার পরই মুখ খুলেছেন বিধানসভার স্পিকার ৷

Last Updated : Jul 5, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.