ETV Bharat / state

দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা ! - Mamata Banerjee

Mamata Banerjee may appear in reality show: ভাষা দিবসে মুখোমুখি হতে পারেন বাংলার দুই দিদি। রচনা বন্দোপ্যায়ের শো-তে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 11:07 PM IST

Updated : Feb 18, 2024, 2:43 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: বিনোদন দুনিয়ায় তিনি পয়লা নম্বর দিদি। রাজনীতিতেও দিদি হিসেবে ইনি পয়লা। শুধু বাংলা নয়, গোটা ভারত তাঁকে দিদি নামেই চেনে। এবার ভাষা দিবসে মুখোমুখি হচ্ছেন দুই দিদি। একজন বিনোদন দুনিয়ার 'দিদি' রচনা। অন্যজন রাজনীতির সর্বজন পরিচিত দিদি মমতা। সূত্রের খবর এবার রচনা দিদির জনপ্রিয় রিয়ালিটি শোতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মানে আরেক দিদি মমতা।

আগামী একুশে ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে এই রিয়ালিটি শোয়ের সেটে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে দর্শক হিসেবে নয় বরং তিনি থাকবেন অংশগ্রহণকারী হিসেবেই। এখনও পর্যন্ত যা খবর আগামিকাল অর্থাৎ রবিবার এই রিয়ালিটি শো তে অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডেকেছেন ডিরেক্টর সিকিউরিটি।

রাজনীতিতে মিছিল- মিটিং -জনসভায় মমতা বন্দোপাধ্যায় পরিচিত মুখ হলেও রিয়েলিটি শোর মঞ্চে মমতার আগমন এই প্রথম। খুব স্বাভাবিকভাবেই তাঁকে দেখার জন্য সাধারণ মানুষের আগ্রহ তো থাকবেই। আর সে কারণেই ওই নির্দিষ্ট রিয়েলিটি শো-এর সেটে নিরাপত্তা নিশ্চিদ্র করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে মমতা বন্দোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের খবর কারও অজানা নয়।

মনে করা হয়েছিল রচনার এই সাক্ষাৎ মূলত রাজনীতিতে তাঁর অংশগ্রহণকে সামনে রেখেই হয়তো হয়েছে। কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহালমহল মনে করছে ওই সাক্ষাতেই এই রিয়েলিটি শোয়ে মমতার অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের শো'য়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

দিন ঘোষণা না হলেও, এই মুহূর্তে রাজ্য তথা দেশের লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় বাংলা সব থেকে বেশি মানুষ তাঁদের বসার ঘরে যে রিয়েলিটি শোটিতে নজর রাখেন সেখানেই দিদি মমতা প্রতিযোগী হিসাবে আসায়, তা জনসংযোগের বড় মাধ্যম হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শোতে তৃণমূল কংগ্রেসের অন্য কোনও অভিনেতা-অভিনেত্রী যোগ দেন, নাকি একা মমতাই প্রধান অতিথি হবেন।

আরও পড়ুন:

  1. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
  2. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: বিনোদন দুনিয়ায় তিনি পয়লা নম্বর দিদি। রাজনীতিতেও দিদি হিসেবে ইনি পয়লা। শুধু বাংলা নয়, গোটা ভারত তাঁকে দিদি নামেই চেনে। এবার ভাষা দিবসে মুখোমুখি হচ্ছেন দুই দিদি। একজন বিনোদন দুনিয়ার 'দিদি' রচনা। অন্যজন রাজনীতির সর্বজন পরিচিত দিদি মমতা। সূত্রের খবর এবার রচনা দিদির জনপ্রিয় রিয়ালিটি শোতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মানে আরেক দিদি মমতা।

আগামী একুশে ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে এই রিয়ালিটি শোয়ের সেটে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে দর্শক হিসেবে নয় বরং তিনি থাকবেন অংশগ্রহণকারী হিসেবেই। এখনও পর্যন্ত যা খবর আগামিকাল অর্থাৎ রবিবার এই রিয়ালিটি শো তে অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডেকেছেন ডিরেক্টর সিকিউরিটি।

রাজনীতিতে মিছিল- মিটিং -জনসভায় মমতা বন্দোপাধ্যায় পরিচিত মুখ হলেও রিয়েলিটি শোর মঞ্চে মমতার আগমন এই প্রথম। খুব স্বাভাবিকভাবেই তাঁকে দেখার জন্য সাধারণ মানুষের আগ্রহ তো থাকবেই। আর সে কারণেই ওই নির্দিষ্ট রিয়েলিটি শো-এর সেটে নিরাপত্তা নিশ্চিদ্র করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে মমতা বন্দোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের খবর কারও অজানা নয়।

মনে করা হয়েছিল রচনার এই সাক্ষাৎ মূলত রাজনীতিতে তাঁর অংশগ্রহণকে সামনে রেখেই হয়তো হয়েছে। কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহালমহল মনে করছে ওই সাক্ষাতেই এই রিয়েলিটি শোয়ে মমতার অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের শো'য়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

দিন ঘোষণা না হলেও, এই মুহূর্তে রাজ্য তথা দেশের লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় বাংলা সব থেকে বেশি মানুষ তাঁদের বসার ঘরে যে রিয়েলিটি শোটিতে নজর রাখেন সেখানেই দিদি মমতা প্রতিযোগী হিসাবে আসায়, তা জনসংযোগের বড় মাধ্যম হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শোতে তৃণমূল কংগ্রেসের অন্য কোনও অভিনেতা-অভিনেত্রী যোগ দেন, নাকি একা মমতাই প্রধান অতিথি হবেন।

আরও পড়ুন:

  1. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
  2. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার
Last Updated : Feb 18, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.