ETV Bharat / state

নদীর জল ঢুকে ডুবল রান্নাঘর, ঘাটালের স্কুলে বন্ধ পঠনপাঠন - Waterlogging Ghatal - WATERLOGGING GHATAL

Ghatal Waterlogging Situation: দুই নদীর জলস্তর বাড়ায় জল জমেছে ঘাটালের একাধিক জায়গায় ৷ স্কুলে জল ঢুকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন ৷ স্কুলের সামনে জমা জলে স্নান করছে খুদের দল ৷

Flood Situation in Ghatal
জলমগ্ন ঘাটালের স্কুল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:46 PM IST

ঘাটাল, 30 অগস্ট: কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন পরিস্থিতি ঘাটালে । ক্রমাগত ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার জল ঢুকে পড়ল প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাইস্কুলে । যার জেরে বন্ধ পঠনপাঠন । অপরদিকে ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ডে জল ঢুকেছে ৷ যদিও বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমাশাসক ৷

দুই নদীর জলস্তর বাড়ায় জল জমেছে ঘাটালের একাধিক জায়গায় (ইটিভি ভারত)

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঘাটালের নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ তার ফলে ঘাটাল পৌরসভার একাধিক নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । জলে ডুবেছে রাস্তাঘাট ৷ ডিঙি করে চলছে যাতায়াত । জল ঢুকে যাওয়ায় এবার পঠনপাঠন বন্ধ হল ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুর জুনিয়র হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় । হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে শিক্ষকরা উপস্থিত হলেও ছাত্রছাত্রীরা কেউ না আসায় পঠনপাঠন শিকেয় উঠেছে । দুই স্কুলের মিড-ডে মিল তৈরির রান্নাঘরেও জল থৈ থৈ করছে ৷ দুই স্কুলের শিক্ষকদের কথায়,"বুধবার পর্যন্ত স্কুলে পঠনপাঠন হয়েছে ৷ বৃহস্পতিবার থেকে জল বাড়তে শুরু করেছে ৷ আরও বাড়বে বলে আশঙ্কা ৷ স্কুলে জল ঢুকে যা পরিস্থিতি হয়েছে তাতে ছাত্রছাত্রীরা কেউ আসতে পারেনি ৷ আমরা শিক্ষকরা সবাই এসেছি । তবে জল বাড়ছে তাতে করে আরও দু-তিন দিন পরিস্থিতি এমনই থাকবে বলে মনে হয় । পড়ুয়ারা আসছে না বলে আপাতত স্কুলের পঠনপাঠন বন্ধ থাকছে ৷ তবে আমরা শিক্ষকরা স্কুলে আসব ।"

তবে এই জল যন্ত্রণা নতুন কিছু নয় ৷ ঝুমি ও শিলাবতী নদীর জল বাড়লে প্রতিবছরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ৷ এমনটাই জানিয়েছেন শিক্ষকরা । অপরদিকে নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ড জলমগ্ন ৷ 1, 2, 5, 7, 9 ও 10 এই সমস্ত নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে জলমগ্ন রাস্তাঘাট ।

যদিও এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস আশ্বস্ত করে বলেন,"এটাকে বন্যা পরিস্থিতি বলা যায় না ৷ তবে ঘাটাল পৌরসভার নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে গলির রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে । নদীর জলস্তর কমছে ৷ ফলে দু-তিনের মধ্যে জল নেমে যাবে বলে আশা করা যায় ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । এই জমা জলে যাতে নতুন করে ডেঙ্গির প্রকোপ দেখা না দেয় সেই দিকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

ঘাটাল, 30 অগস্ট: কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন পরিস্থিতি ঘাটালে । ক্রমাগত ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার জল ঢুকে পড়ল প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাইস্কুলে । যার জেরে বন্ধ পঠনপাঠন । অপরদিকে ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ডে জল ঢুকেছে ৷ যদিও বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমাশাসক ৷

দুই নদীর জলস্তর বাড়ায় জল জমেছে ঘাটালের একাধিক জায়গায় (ইটিভি ভারত)

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঘাটালের নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ তার ফলে ঘাটাল পৌরসভার একাধিক নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । জলে ডুবেছে রাস্তাঘাট ৷ ডিঙি করে চলছে যাতায়াত । জল ঢুকে যাওয়ায় এবার পঠনপাঠন বন্ধ হল ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুর জুনিয়র হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় । হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে শিক্ষকরা উপস্থিত হলেও ছাত্রছাত্রীরা কেউ না আসায় পঠনপাঠন শিকেয় উঠেছে । দুই স্কুলের মিড-ডে মিল তৈরির রান্নাঘরেও জল থৈ থৈ করছে ৷ দুই স্কুলের শিক্ষকদের কথায়,"বুধবার পর্যন্ত স্কুলে পঠনপাঠন হয়েছে ৷ বৃহস্পতিবার থেকে জল বাড়তে শুরু করেছে ৷ আরও বাড়বে বলে আশঙ্কা ৷ স্কুলে জল ঢুকে যা পরিস্থিতি হয়েছে তাতে ছাত্রছাত্রীরা কেউ আসতে পারেনি ৷ আমরা শিক্ষকরা সবাই এসেছি । তবে জল বাড়ছে তাতে করে আরও দু-তিন দিন পরিস্থিতি এমনই থাকবে বলে মনে হয় । পড়ুয়ারা আসছে না বলে আপাতত স্কুলের পঠনপাঠন বন্ধ থাকছে ৷ তবে আমরা শিক্ষকরা স্কুলে আসব ।"

তবে এই জল যন্ত্রণা নতুন কিছু নয় ৷ ঝুমি ও শিলাবতী নদীর জল বাড়লে প্রতিবছরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ৷ এমনটাই জানিয়েছেন শিক্ষকরা । অপরদিকে নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ড জলমগ্ন ৷ 1, 2, 5, 7, 9 ও 10 এই সমস্ত নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে জলমগ্ন রাস্তাঘাট ।

যদিও এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস আশ্বস্ত করে বলেন,"এটাকে বন্যা পরিস্থিতি বলা যায় না ৷ তবে ঘাটাল পৌরসভার নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকে গলির রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে । নদীর জলস্তর কমছে ৷ ফলে দু-তিনের মধ্যে জল নেমে যাবে বলে আশা করা যায় ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । এই জমা জলে যাতে নতুন করে ডেঙ্গির প্রকোপ দেখা না দেয় সেই দিকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.