সিউড়ি, 28 এপ্রিল: ভয়াবহ দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপকের পরিবার ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক শান্তনু জানা ৷ প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে ৷ জানা গিয়েছে, গাড়ি করে ঝাড়খণ্ডের দুমকা থেকে বোলপুর ফিরছিলেন তাঁরা । সেই সময় রানিশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু জানার স্ত্রী পুষ্পলতা জানা ও মেয়ে সুপ্রীতি জানার ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্পসদন বিভাগের সহকারী অধ্যাপক শান্তনু জানা ৷ জানা গিয়েছে, তিনি পরিবারের সঙ্গে প্রতিবেশী রাজ্যের দুমকায় সম্ভবত বেড়াতে গিয়েছিলেন । সেখান থেকে বোলপুর ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি ৷ দুর্ঘটনার ভয়াবহতায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি ৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ।
ঘটনার পরেই গাড়িতে থাকা অধ্যাপক ও তাঁর স্ত্রী-মেয়েকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দা ও ঝাড়খণ্ড পুলিশ । চিকিৎসক অধ্যাপকের স্ত্রী ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন । গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন অধ্যাপক শান্তনু জানা ৷ একটি পা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁর অবস্থাও আশঙ্কাজনক ।
এই মর্মান্তিক ঘটনায় শোকাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য শান্তনু । ইতিমধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছে অধ্যাপক সংগঠন ৷
আরও পড়ুন: