ETV Bharat / state

চোখের সামনেই পাহাড়-জঙ্গল! নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ - Vistadome Coach

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 6:12 PM IST

Vistadome Coach in NJP Howrah Shatabdi Express: ভিস্তাডোম কোচে বসলে চোখ চলে যাবে ওই সুদূরে ৷ এবার নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে যুক্ত হচ্ছে নয়া এই কোচ ৷ তাতে ট্রেনে বসে উত্তরবঙ্গের নানা প্রাকৃতিক দৃশ্য দেখে ফেলবেন আপনি ৷

Vistadome Coach in NJP Howrah Shatabdi Express
এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে চালু হচ্ছে ভিস্তাডোম কোচ (ইটিভি ভারত)

হাওড়া, 30 জুন: ট্রেনে উত্তরবঙ্গ ভ্রমণ এবার হবে আরও সুন্দর ৷ সোমবার থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রাপথে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সেপ্রেসে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ । পূর্বরেল জানিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ভিস্তাডোম কোচ চালানো হবে । ওই ট্রেনে আপাতত 14 কামরার বদলে 15টি কামরা থাকবে ।

ভিস্তাডোম কোচ কী :

ভিস্তাডোম কোচ কাচ দিয়ে ঘেরা হয় ৷ তাছাড়া এই সমস্ত কোচের জানলাও সাধারণ ট্রেনের থেকে বড় হয় ৷ এর সাহায্যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় ৷

নিউ জলপাইগুড়ি-হাওড়া ভিস্তাডোম কোচে যা রয়েছে :

ভিস্তাডোম কোচগুলি যাত্রাকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে ৷ এগুলি অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত । এই কোচগুলিতে 360-ডিগ্রি ঘোরানো যাবে এমন বিলাসবহুল পুশব্যাক চেয়ার রয়েছে ৷ কোচগুলিতে থাকছে বড় ও স্বচ্ছ জানলা ৷ যার ফলে যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবেন ৷

দীর্ঘ যন্ত্রণার অবসান, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 12 কামরার লোকাল ট্রেন চালু

এছাড়াও ভিস্তাডোম কোচগুলি স্ব-চালিত স্লাইডিং দরজা, একটি গ্লাস ব্যাক, ওয়াইফাই এবং জিপিএস সংযোগের মতো উন্নত সুবিধা দিয়ে সজ্জিত করা হয়েছে । যাত্রীরা তাঁদের যাত্রাজুড়ে অনবোর্ড জিপিএস সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন নেভিগেশন উপভোগ করতে পারবেন । এছাড়াও একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে, যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে বিকল্প বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে ।

এই বিষয়ে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের আনা হয়েছে । এই কোচের লক্ষ্য হল বিলাসবহুল, আরাম এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের সমন্বয়ের মাধ্যমে ট্রেন ভ্রমণকে নতুন করে সংজ্ঞায়িত করা । পূর্বরেল এই ট্রেনগুলিতে যাত্রীদের ভ্রমণ পথের অতুলনীয় সৌন্দর্যকে উপভোগ এবং সত্যিকারের অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতায় লিপ্ত হওয়ার জন্য সদা প্রস্তুত ।

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

হাওড়া, 30 জুন: ট্রেনে উত্তরবঙ্গ ভ্রমণ এবার হবে আরও সুন্দর ৷ সোমবার থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রাপথে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সেপ্রেসে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ । পূর্বরেল জানিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ভিস্তাডোম কোচ চালানো হবে । ওই ট্রেনে আপাতত 14 কামরার বদলে 15টি কামরা থাকবে ।

ভিস্তাডোম কোচ কী :

ভিস্তাডোম কোচ কাচ দিয়ে ঘেরা হয় ৷ তাছাড়া এই সমস্ত কোচের জানলাও সাধারণ ট্রেনের থেকে বড় হয় ৷ এর সাহায্যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় ৷

নিউ জলপাইগুড়ি-হাওড়া ভিস্তাডোম কোচে যা রয়েছে :

ভিস্তাডোম কোচগুলি যাত্রাকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে ৷ এগুলি অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত । এই কোচগুলিতে 360-ডিগ্রি ঘোরানো যাবে এমন বিলাসবহুল পুশব্যাক চেয়ার রয়েছে ৷ কোচগুলিতে থাকছে বড় ও স্বচ্ছ জানলা ৷ যার ফলে যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবেন ৷

দীর্ঘ যন্ত্রণার অবসান, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 12 কামরার লোকাল ট্রেন চালু

এছাড়াও ভিস্তাডোম কোচগুলি স্ব-চালিত স্লাইডিং দরজা, একটি গ্লাস ব্যাক, ওয়াইফাই এবং জিপিএস সংযোগের মতো উন্নত সুবিধা দিয়ে সজ্জিত করা হয়েছে । যাত্রীরা তাঁদের যাত্রাজুড়ে অনবোর্ড জিপিএস সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন নেভিগেশন উপভোগ করতে পারবেন । এছাড়াও একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে, যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে বিকল্প বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে ।

এই বিষয়ে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের আনা হয়েছে । এই কোচের লক্ষ্য হল বিলাসবহুল, আরাম এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের সমন্বয়ের মাধ্যমে ট্রেন ভ্রমণকে নতুন করে সংজ্ঞায়িত করা । পূর্বরেল এই ট্রেনগুলিতে যাত্রীদের ভ্রমণ পথের অতুলনীয় সৌন্দর্যকে উপভোগ এবং সত্যিকারের অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতায় লিপ্ত হওয়ার জন্য সদা প্রস্তুত ।

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.