ETV Bharat / state

নেট দুনিয়ায় ভাইরাল থানার আইসির গান, প্রশংসায় পঞ্চমুখ হরিশ্চন্দ্রপুরবাসী - Viral Video of IC - VIRAL VIDEO OF IC

Songs Viral of Inspector in Charge: হাতে লাঠির বদলে মাইক ৷ সুরেলা সফর ! সামাজিক অনুষ্ঠান থেকে বন্ধুদের সঙ্গে একান্তে, গান গেয়েই মন ভালো রাখেন মালদার এই পুলিশ আধিকারিক ৷ তাঁর গান এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় !

Songs Viral of Inspector in Charge
পুলিশের গান শুনে মুগ্ধ স্থানীয়রা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 10:31 AM IST

Updated : Jun 21, 2024, 10:39 AM IST

মালদা, 21 জুন: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন ৷ একইভাবে যিনি আইনশৃঙ্খলা রক্ষা করেন, তিনি গান গাইতে সকলকে মোহিতও করতে পারেন ৷ সম্প্রতি এমন এক পুলিশ আধিকারিকের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের গানের প্রশংসা এখন ঘুরছে লোকের মুখে মুখে ৷

আইসি মনোজিতবাবু বলেন, "কাজের মধ্যে থাকতে গেলে মাঝেমধ্যে বিনোদনেরও প্রয়োজন ৷ গানটাই আমাদের বিনোদন ৷ আনন্দের জন্যই গান গাওয়া ৷ প্রথাগত সঙ্গীত শিক্ষা আমার নেই ৷ আনন্দ পেতেই ফেসবুকে গান গাই ৷ সেভাবেই আমার গান ভাইরাল হয়ে গিয়েছে ৷ মানুষকে বলব, সবাই মিলেমিশে থাকুন ৷ কোনও অসুবিধে হলে পুলিশের কাছে আসুন ৷ পুলিশ সেটা দেখবে ৷ মিলেমিশে থাকাটা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"

নেট দুনিয়ায় ভাইরাল থানার আইসির গান (ইটিভি ভারত)

স্কুল শিক্ষিকা রুবু ভাদুড়ী বলেন, "রোদে, গরমে, বৃষ্টিতে তাঁরা উর্দি পরে নিজেদের দায়িত্ব পালন করেন ৷ তাঁরাও সমাজের বন্ধু ৷ অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করে সমাজকে রক্ষা করেন ৷ এই অবস্থায় গান গেয়ে ভাইরাল হরিশ্চন্দ্রপুর থানার আইসি সমাজকে একটা বার্তাও দিয়েছেন ৷ পুলিশ সম্পর্কে অনেকেরই খারাপ ধারণা রয়েছে ৷ কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার আইসি মানুষকে বার্তা দিতে পেরেছেন, পুলিশও সংস্কৃতি অনুভূতিসম্পন্ন ৷ আমরা চাই, আইসি হরিশ্চন্দ্রপুর-সহ বিভিন্ন জায়গায় মঞ্চে গান গেয়ে মানুষের মন জয় করুন ৷"

স্থানীয় ব্যবসায়ী কামনাশিস রায় জানান, শুধু গান গাওয়া নয়, হরিশ্চন্দ্রপুর থানার আইসির লেখার হাতও খুব ভালো ৷ মানুষ সাধারণত পুলিশ দেখে ভয় পায় ৷ কিন্তু পুলিশও যে মানবিক, সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন হতে পারে, তা আইসিকে দেখলে বোঝা যায় ৷ অল্প কিছুদিন হল তিনি এই থানার দায়িত্বে এসেছেন ৷ এর মধ্যেই তিনি এলাকাকে অনেক শান্ত করে দিয়েছেন ৷ তাই আইসির কাছে আর্জি, তিনি যেন এখানে মাটির মানুষ হয়ে কাজ করে যান ৷

লোকসভা নির্বাচনের মুখে হরিশ্চন্দ্রপুর থানার দায়িত্ব নিয়ে এসেছিলেন মনোজিতবাবু ৷ সমস্যায় ভারাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই এলাকায় জনপ্রিয় তিনি ৷ এহেন পুলিশকর্তার গাওয়া গান এখন নেট দুনিয়ায় ভাইরাল ৷ সেই গান শুনে মনোজিত সরকারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের মানুষজন ৷

মালদা, 21 জুন: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন ৷ একইভাবে যিনি আইনশৃঙ্খলা রক্ষা করেন, তিনি গান গাইতে সকলকে মোহিতও করতে পারেন ৷ সম্প্রতি এমন এক পুলিশ আধিকারিকের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের গানের প্রশংসা এখন ঘুরছে লোকের মুখে মুখে ৷

আইসি মনোজিতবাবু বলেন, "কাজের মধ্যে থাকতে গেলে মাঝেমধ্যে বিনোদনেরও প্রয়োজন ৷ গানটাই আমাদের বিনোদন ৷ আনন্দের জন্যই গান গাওয়া ৷ প্রথাগত সঙ্গীত শিক্ষা আমার নেই ৷ আনন্দ পেতেই ফেসবুকে গান গাই ৷ সেভাবেই আমার গান ভাইরাল হয়ে গিয়েছে ৷ মানুষকে বলব, সবাই মিলেমিশে থাকুন ৷ কোনও অসুবিধে হলে পুলিশের কাছে আসুন ৷ পুলিশ সেটা দেখবে ৷ মিলেমিশে থাকাটা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"

নেট দুনিয়ায় ভাইরাল থানার আইসির গান (ইটিভি ভারত)

স্কুল শিক্ষিকা রুবু ভাদুড়ী বলেন, "রোদে, গরমে, বৃষ্টিতে তাঁরা উর্দি পরে নিজেদের দায়িত্ব পালন করেন ৷ তাঁরাও সমাজের বন্ধু ৷ অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করে সমাজকে রক্ষা করেন ৷ এই অবস্থায় গান গেয়ে ভাইরাল হরিশ্চন্দ্রপুর থানার আইসি সমাজকে একটা বার্তাও দিয়েছেন ৷ পুলিশ সম্পর্কে অনেকেরই খারাপ ধারণা রয়েছে ৷ কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার আইসি মানুষকে বার্তা দিতে পেরেছেন, পুলিশও সংস্কৃতি অনুভূতিসম্পন্ন ৷ আমরা চাই, আইসি হরিশ্চন্দ্রপুর-সহ বিভিন্ন জায়গায় মঞ্চে গান গেয়ে মানুষের মন জয় করুন ৷"

স্থানীয় ব্যবসায়ী কামনাশিস রায় জানান, শুধু গান গাওয়া নয়, হরিশ্চন্দ্রপুর থানার আইসির লেখার হাতও খুব ভালো ৷ মানুষ সাধারণত পুলিশ দেখে ভয় পায় ৷ কিন্তু পুলিশও যে মানবিক, সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন হতে পারে, তা আইসিকে দেখলে বোঝা যায় ৷ অল্প কিছুদিন হল তিনি এই থানার দায়িত্বে এসেছেন ৷ এর মধ্যেই তিনি এলাকাকে অনেক শান্ত করে দিয়েছেন ৷ তাই আইসির কাছে আর্জি, তিনি যেন এখানে মাটির মানুষ হয়ে কাজ করে যান ৷

লোকসভা নির্বাচনের মুখে হরিশ্চন্দ্রপুর থানার দায়িত্ব নিয়ে এসেছিলেন মনোজিতবাবু ৷ সমস্যায় ভারাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই এলাকায় জনপ্রিয় তিনি ৷ এহেন পুলিশকর্তার গাওয়া গান এখন নেট দুনিয়ায় ভাইরাল ৷ সেই গান শুনে মনোজিত সরকারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের মানুষজন ৷

Last Updated : Jun 21, 2024, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.