ETV Bharat / state

খনি বিস্ফোরণে পাথর ছিটকে ঘরে, নিত্য সমস্যার প্রতিবাদে খনিতে ভাঙচুর গ্রামবাসীদের - COAL MINE EXPLOSION PROBLEM

প্রায়দিনই খনিতে বিস্ফোরণের জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের ৷ ঘরের জিনিসপত্র নষ্টে বিক্ষুব্ধ গ্রামবাসীর দল ভাঙচুর চালাল কারখানায় ৷

Raniganj News
কারখানার সামনে গাড়ি ভাঙচুর গ্রামবাসীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 10:19 PM IST

রানিগঞ্জ, 23 নভেম্বর: খনিতে বিস্ফোরণের কারণে পাথর ছিটকে আসছে গ্রামে । ভাঙছে বাড়ি, ঘর । নষ্ট হচ্ছে জিনিসপত্র । এর প্রতিবাদে খনিতে ভাঙচুর চালাল গ্রামবাসীরা । রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনির ঘটনা । শনিবার উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালায় নারায়ণকুড়ি খনি দফতরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মেশিনে । প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে খনিকর্মীরা ।

প্রায়শই রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে সেখান থেকে পাথর ছিটকে আসে ৷ ক্ষতিগ্রস্ত হয় খনি চত্বরের পাশের গ্রাম নতুন এগারার সিং পাড়া এলাকার একাধিক বাড়ি । গ্রামবাসীদের বক্তব্য, এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা ঘর । বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ফুটো হয়ে পাথর ঢুকে যায় ঘরে । নষ্ট হয় ঘরে থাকা আসবাব ও বাসনপত্র । অনেকেই এই ছিটকে আসা পাথরে আহত হয়েছে । বারবার খনি কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

শনিবার দুপুরে পুনরায় এই ঘটনা ঘটে । পাথর ছিটকে ভেঙে যায় বাড়ির টালি ৷ আবার কারও বাড়ির অ্যাসবেস্টসের চাল ফুটো হয়ে ঘরের ভিতরে ঢোকে বড় বড় পাথরের চাঁই । তাতেই বিকেলে উত্তেজিত গ্রামবাসীরা খনিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় । ম্যানেজারের দফতর-সহ অন্যান্য দফতরেও ভাঙচুর চালায় ৷ এমনকী খনি চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মেশিনও ভেঙে দেওয়া হয় ৷ ভয়ে খনি ছেড়ে পালিয়ে যায় আধিকারিক ও কর্মীরা । খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রানিগঞ্জে খনিতে বিস্ফোরণের নিত্য সমস্যায় জেরবার গ্রামবাসীরা (ইটিভি ভারত)

রানিগঞ্জ, 23 নভেম্বর: খনিতে বিস্ফোরণের কারণে পাথর ছিটকে আসছে গ্রামে । ভাঙছে বাড়ি, ঘর । নষ্ট হচ্ছে জিনিসপত্র । এর প্রতিবাদে খনিতে ভাঙচুর চালাল গ্রামবাসীরা । রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনির ঘটনা । শনিবার উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালায় নারায়ণকুড়ি খনি দফতরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মেশিনে । প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে খনিকর্মীরা ।

প্রায়শই রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে সেখান থেকে পাথর ছিটকে আসে ৷ ক্ষতিগ্রস্ত হয় খনি চত্বরের পাশের গ্রাম নতুন এগারার সিং পাড়া এলাকার একাধিক বাড়ি । গ্রামবাসীদের বক্তব্য, এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা ঘর । বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ফুটো হয়ে পাথর ঢুকে যায় ঘরে । নষ্ট হয় ঘরে থাকা আসবাব ও বাসনপত্র । অনেকেই এই ছিটকে আসা পাথরে আহত হয়েছে । বারবার খনি কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

শনিবার দুপুরে পুনরায় এই ঘটনা ঘটে । পাথর ছিটকে ভেঙে যায় বাড়ির টালি ৷ আবার কারও বাড়ির অ্যাসবেস্টসের চাল ফুটো হয়ে ঘরের ভিতরে ঢোকে বড় বড় পাথরের চাঁই । তাতেই বিকেলে উত্তেজিত গ্রামবাসীরা খনিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় । ম্যানেজারের দফতর-সহ অন্যান্য দফতরেও ভাঙচুর চালায় ৷ এমনকী খনি চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মেশিনও ভেঙে দেওয়া হয় ৷ ভয়ে খনি ছেড়ে পালিয়ে যায় আধিকারিক ও কর্মীরা । খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রানিগঞ্জে খনিতে বিস্ফোরণের নিত্য সমস্যায় জেরবার গ্রামবাসীরা (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.