ETV Bharat / state

শপথ বিভ্রাট মেটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন বিধানসভার স্পিকার - TMC MLA Oath Controversy

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 11:03 PM IST

TMC MLA Oath Controversy in WB: শপথ নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা ! মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজভবনে যেতে ভয় পাচ্ছে মেয়েরা’ ৷ এবার সুরাহা চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

TMC MLA Oath Controversy
রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 27 জুন: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে ৷ তাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় আম্বেদকর মুক্তির পাদদেশের ধরনায় বসেছেন দুই ভাবী বিধায়ক। এখনও তাঁরা নিশ্চিত নন শেষমেশ কবে শপথ অনুষ্ঠান হবে ।

শপথ বিভ্রাট নিয়ে তরজা (ইটিভি ভারত)

গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করছিলেন অধ্যক্ষ । বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন তিনি । চিঠিতে এই নবনির্বাচিত দুই সদস্যের শপথের বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন । একই সঙ্গে ওই চিঠিতে বিধানসভার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলেও আখ্যা দিয়েছেন। এই ঘটনা সংবিধান ও পরিষদীয় রীতিনীতির পরিপন্থী বলেও দাবি করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বর্তমান যে পরিস্থিতি তাতে আমি রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছি ৷ তাঁর কাছে আবেদন করেছি, তিনি যেন রাজ্যপালকে সদবুদ্ধি দেন যাতে তিনি এই দুই বিধায়কের শপথের জন্য উদ্যোগী হন।" একই সঙ্গে এই বিষয়টি নিয়ে উপ-রাষ্ট্রপতিকে জগদীপ ধনকরকেও ফোন করেছিলেন বলে জানান অধ্যক্ষ । যদিও মিটিংয়ে ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি তিনি। অধ্যক্ষের দাবি, তাঁর সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলবেন ।

অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যদি রাজ্যপাল দায়িত্ব দেন, তিনি দুই বিধায়কের শপথবাক্য পাঠ করিয়ে দেবেন । এই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অধ্যক্ষ । বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভার স্পিকারকে ছেড়ে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকে শপথের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার অর্থ, তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করতে চাইছেন । এটা মোটেই কাম্য নয় ।"

কলকাতা, 27 জুন: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে ৷ তাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় আম্বেদকর মুক্তির পাদদেশের ধরনায় বসেছেন দুই ভাবী বিধায়ক। এখনও তাঁরা নিশ্চিত নন শেষমেশ কবে শপথ অনুষ্ঠান হবে ।

শপথ বিভ্রাট নিয়ে তরজা (ইটিভি ভারত)

গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করছিলেন অধ্যক্ষ । বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন তিনি । চিঠিতে এই নবনির্বাচিত দুই সদস্যের শপথের বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন । একই সঙ্গে ওই চিঠিতে বিধানসভার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলেও আখ্যা দিয়েছেন। এই ঘটনা সংবিধান ও পরিষদীয় রীতিনীতির পরিপন্থী বলেও দাবি করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বর্তমান যে পরিস্থিতি তাতে আমি রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছি ৷ তাঁর কাছে আবেদন করেছি, তিনি যেন রাজ্যপালকে সদবুদ্ধি দেন যাতে তিনি এই দুই বিধায়কের শপথের জন্য উদ্যোগী হন।" একই সঙ্গে এই বিষয়টি নিয়ে উপ-রাষ্ট্রপতিকে জগদীপ ধনকরকেও ফোন করেছিলেন বলে জানান অধ্যক্ষ । যদিও মিটিংয়ে ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি তিনি। অধ্যক্ষের দাবি, তাঁর সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলবেন ।

অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যদি রাজ্যপাল দায়িত্ব দেন, তিনি দুই বিধায়কের শপথবাক্য পাঠ করিয়ে দেবেন । এই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অধ্যক্ষ । বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভার স্পিকারকে ছেড়ে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকে শপথের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার অর্থ, তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করতে চাইছেন । এটা মোটেই কাম্য নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.