ETV Bharat / state

'আমিই জিতব, আর সেটাই হবে মোক্ষম জবাব' - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Mahua Moitra on Lok Sabha Election: 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলায় লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে ৷ এর পরেও আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকেই তাঁকে প্রার্থী করেছে তৃণমূল ৷ এদিকে ভোটের প্রচার চলার সময় মহুয়ার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে ৷ ইডি তাঁকে ডেকে পাঠাচ্ছে ৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সব কিছু নিয়ে খোলাখুলি বললেন বহিষ্কৃত সাংসদ ৷

ETV Bharat
মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:28 PM IST

Updated : Apr 2, 2024, 5:34 PM IST

কলকাতা, 2 এপ্রিল: জিতবেন, তিনি জিতবেন ৷ এতে কোনও সন্দেহ নেই ৷ তবে প্রশ্নটা, গত লোকসভা নির্বাচনের থেকে এবার মার্জিন আরও কতটা বেশি হবে, জানালেন মহুয়া ৷ গত বছর মহুয়া মৈত্রকে ষড়যন্ত্র করে লোকসভা থেকে বের করে দেওয়া হয়েছে ৷ সিবিআই সমন পাঠিয়েছে, তাঁর অফিসে-বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ এবার বিপুল ভোটে জয়ী হয়ে মুখের উপর জবাব দেবেন বহিষ্কৃত লোকসভা সাংসদ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷

2023 সালের 8 ডিসেম্বর মহুয়া মৈত্রকে অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সংসদ থেকে বহিষ্কার করা হয় ৷ তারপরেও 2024 সালের লোকসভা নির্বাচনে তাঁকে ফের কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ আসন্ন লোকসভা ভোটে তাঁর জয় প্রসঙ্গে মহুয়া বলেন, "আমার জয় নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে জয়ের মার্জিন কতটা হবে ? 4 জুন দেখা যাক ৷ আমি এখানেই (কৃষ্ণনগরে) থাকি ৷ গত পাঁচ বছর ধরে এখানকার মানুষের মধ্যে রয়েছি ৷ এমনকী যখন বিধায়ক ছিলাম, তখনও ৷ এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এতটাই গভীর যে, সে অর্থে এখানে কোনও ভোটই হবে না ৷"

2019 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র মোট ভোটের 45 শতাংশ ঝুলিতে ভরেছিলেন ৷ প্রতিপক্ষকে 60 হাজার ভোটে পরাজিত করেছিলেন ৷ এবারের নির্বাচন প্রসঙ্গে মহুয়া বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমায় বহিষ্কার করা হয়েছে ৷ আমার খ্যাতি, মর্যাদা নষ্ট করে দিয়েছে ৷ এই জয় একেবারে যোগ্য় জবাব হবে ৷"

লোকসভা কক্ষে তাঁর তীক্ষ্ণ ভাষণের জন্য সাংসদ হিসেবে খ্যাতি পেয়েছিলেন তৃণমূলের মহুয়া ৷ যুক্তি-তক্কেও তিনি সমানে সমানে টক্কর দিয়েছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি জেপি মরগ্যান চেস-এ অন্যতম শীর্ষকর্তা ছিলেন ৷ তাই রাজনীতি-পূর্ববর্তী জীবনেও তিনি সফল, তা বলাই যায় ৷

এদিকে গত বছর মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তৎকালীন তৃণমূল সাংসদ সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ৷ কিন্তু বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এথিক্স কমিটি ৷ আর শীতকালীন অধিবেশনে এথিক্স কমিটি রিপোর্ট পেশ করে ৷ সেই রিপোর্টের জেরে 2023 সালের 8 ডিসেম্বর মহুয়াকে বহিষ্কার করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

সম্প্রতি সিবিআই তাঁর কৃষ্ণনগরের কার্যালয়, কলকাতার বাসস্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ৷ ইডি তাঁকে দিল্লিতে সমন পাঠিয়েছে ৷ মহুয়ার অভিযোগ, এরা গেরুয়া শিবিরের রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করছে ৷ আর নির্বাচন কমিশন তো তার স্বাধীনতাই হারিয়ে ফেলেছে, আক্ষেপ করেছেন প্রার্থী মহুয়া ৷

লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের ঘটনায় তিনি 'এথিক্স কমিটি'কে ক্যাঙ্গারু কোর্ট বলে উল্লেখ করেছেন ৷ আর সেই ক্যাঙ্গারু আদালত তাঁকে সুপরিকল্পিতভাবে বহিষ্কার করেছে বলে অভিযোগ মহুয়ার ৷ তাঁর কথায়, "বিজেপি দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ৷ সংসদে দাঁড়িয়ে আমার প্রথম বক্তৃতার সময় থেকে এই কথা বলে আসছি ৷ বিজেপি গণতান্ত্রিক ভারতে শেষ পেরেকটা পোঁতার কাজ চালিয়ে যাচ্ছে ৷ তবে ভারত এতটাই বড় একটা দেশ যে, এই ফ্যাসিস্ট ঠগরা তা করে উঠতে পারবে না ৷ "

এখানে একটা প্রশ্ন উঠে আসে, ক্যাশ-ফর-কোয়েরি বা অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে হঠাৎ যেন মহুয়ার রাজনৈতিক কেরিয়ার থেমে গিয়েছে ৷ কৃষ্ণনগরের মানুষ বিজেপির কথা না-শুনে তাঁর কথায় কান দেবে কেন ? এই বিষয়ে মহুয়া কিন্তু আত্মবিশ্বাসী ৷ তাঁর সাফ জবাব, "এটা আমার কর্মভূমি এবং আমার ধর্মভূমি ৷ আমার মানুষ আমাকে 100 শতাংশ সমর্থন করবে ৷"

তবে সংসদ থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি বিজেপি সরকার ৷ লোকপালের নির্দেশে সিবিআই মহুয়ার বাড়ি-কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ৷ নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, সেই সময় ইডি তাঁকে ডেকে পাঠিয়েছে ৷ অর্থের বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তে মহুয়া ছাড়াও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্র ৷ এই কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন কমিশন নিজেই তো এখন স্বাধীন নয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত বাছাই কমিটির দুই-তৃতীয়াংশই তো সংখ্যাগরিষ্ঠ বিজেপি ৷ তারা 30 মিনিটে 200টি নামের মধ্যে থেকে কমিশনার বাছাই করছে ৷"

যদি তিনি ফের সাংসদ নির্বাচিত হন ? তাহলে কি আগের মতোই বিজেপিকে কড়া আক্রমণ করবেন ? এর উত্তরে করিমপুরের প্রাক্তন বিধায়ক পালটা প্রশ্ন তোলেন, "আপনার কী মনে হয় ? বিজেপির জয়গান গাইব ?" গত বছর বিজেপিকে পরাস্ত করতে দেশে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছিল ৷ তবে বেশির ভাগ রাজ্যেই আসন বণ্টন নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটকে হারানো সম্ভব ? এর উত্তরে অবশ্য মানুষেই ভরসা রেখেছেন মহুয়া ৷ তিনি বলেন, "মানুষই শেষ জবাব দেবে ৷ আমার বিশ্বাস আছে ৷ হয়তো দেরি হতে পারে, কিন্তু দেবে ৷"

গত 11 মার্চ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছে বিজেপি সরকার ৷ এই আইনে মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ মহুয়া মৈত্রের নিজের কেন্দ্রটিই মতুয়া অধ্যুষিত ৷ তবে মহুয়ার দাবি, সিএএ খুব বেশি প্রভাব ফেলবে না ৷ তাঁর কথায়, "তাঁর প্রতিবেশী লোকসভা কেন্দ্র রানাঘাটে অনেক বেশি সংখ্যায় মতুয়ার বসবাস ৷ এখানে খুব কম ৷ তবে হ্যাঁ, মতুয়া সংগঠন তাদের সদস্যদের সিএএ আবেদন জানাতে নিষেধ করছে ৷ বিগত কয়েক বছরে তারা রাজ্যবাসী হিসেবে সব সুযোগ-সুবিধেই পেয়েছেন ৷"

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রার্থী হিসেবে একেবারে আনকোরা কয়েকজনকে বেছে নিয়েছে ৷ তার মধ্যে অন্যতম কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় ৷ তাই মহুয়া তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কী ভাবছেন ? না, রাজপরিবারের অমৃতা রায়কে তিনি কোনও গুরুত্বই দিচ্ছেন না ৷ মহুয়া বলেন, "আমার লড়াই বিজেপি প্রতীকের বিরুদ্ধে ৷ তারা (বিজেপি) কাকে দাঁড় করালো, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই ৷ 4 জুন ফলাফলে সব দেখা যাবে ৷"

আরও পড়ুন:

  1. রাজা কৃষ্ণচন্দ্রের বংশ নিয়ে অবমাননাকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি
  2. 'সিবিআই খুঁজে কিছুই পায়নি, আমি আর সায়নী এখনও খুঁজছি'; সোশাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক মহুয়া
  3. মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে চাপে তৃণমূল প্রার্থী

কলকাতা, 2 এপ্রিল: জিতবেন, তিনি জিতবেন ৷ এতে কোনও সন্দেহ নেই ৷ তবে প্রশ্নটা, গত লোকসভা নির্বাচনের থেকে এবার মার্জিন আরও কতটা বেশি হবে, জানালেন মহুয়া ৷ গত বছর মহুয়া মৈত্রকে ষড়যন্ত্র করে লোকসভা থেকে বের করে দেওয়া হয়েছে ৷ সিবিআই সমন পাঠিয়েছে, তাঁর অফিসে-বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ এবার বিপুল ভোটে জয়ী হয়ে মুখের উপর জবাব দেবেন বহিষ্কৃত লোকসভা সাংসদ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷

2023 সালের 8 ডিসেম্বর মহুয়া মৈত্রকে অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সংসদ থেকে বহিষ্কার করা হয় ৷ তারপরেও 2024 সালের লোকসভা নির্বাচনে তাঁকে ফের কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ আসন্ন লোকসভা ভোটে তাঁর জয় প্রসঙ্গে মহুয়া বলেন, "আমার জয় নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে জয়ের মার্জিন কতটা হবে ? 4 জুন দেখা যাক ৷ আমি এখানেই (কৃষ্ণনগরে) থাকি ৷ গত পাঁচ বছর ধরে এখানকার মানুষের মধ্যে রয়েছি ৷ এমনকী যখন বিধায়ক ছিলাম, তখনও ৷ এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এতটাই গভীর যে, সে অর্থে এখানে কোনও ভোটই হবে না ৷"

2019 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র মোট ভোটের 45 শতাংশ ঝুলিতে ভরেছিলেন ৷ প্রতিপক্ষকে 60 হাজার ভোটে পরাজিত করেছিলেন ৷ এবারের নির্বাচন প্রসঙ্গে মহুয়া বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমায় বহিষ্কার করা হয়েছে ৷ আমার খ্যাতি, মর্যাদা নষ্ট করে দিয়েছে ৷ এই জয় একেবারে যোগ্য় জবাব হবে ৷"

লোকসভা কক্ষে তাঁর তীক্ষ্ণ ভাষণের জন্য সাংসদ হিসেবে খ্যাতি পেয়েছিলেন তৃণমূলের মহুয়া ৷ যুক্তি-তক্কেও তিনি সমানে সমানে টক্কর দিয়েছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি জেপি মরগ্যান চেস-এ অন্যতম শীর্ষকর্তা ছিলেন ৷ তাই রাজনীতি-পূর্ববর্তী জীবনেও তিনি সফল, তা বলাই যায় ৷

এদিকে গত বছর মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তৎকালীন তৃণমূল সাংসদ সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ৷ কিন্তু বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এথিক্স কমিটি ৷ আর শীতকালীন অধিবেশনে এথিক্স কমিটি রিপোর্ট পেশ করে ৷ সেই রিপোর্টের জেরে 2023 সালের 8 ডিসেম্বর মহুয়াকে বহিষ্কার করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

সম্প্রতি সিবিআই তাঁর কৃষ্ণনগরের কার্যালয়, কলকাতার বাসস্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ৷ ইডি তাঁকে দিল্লিতে সমন পাঠিয়েছে ৷ মহুয়ার অভিযোগ, এরা গেরুয়া শিবিরের রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করছে ৷ আর নির্বাচন কমিশন তো তার স্বাধীনতাই হারিয়ে ফেলেছে, আক্ষেপ করেছেন প্রার্থী মহুয়া ৷

লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের ঘটনায় তিনি 'এথিক্স কমিটি'কে ক্যাঙ্গারু কোর্ট বলে উল্লেখ করেছেন ৷ আর সেই ক্যাঙ্গারু আদালত তাঁকে সুপরিকল্পিতভাবে বহিষ্কার করেছে বলে অভিযোগ মহুয়ার ৷ তাঁর কথায়, "বিজেপি দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ৷ সংসদে দাঁড়িয়ে আমার প্রথম বক্তৃতার সময় থেকে এই কথা বলে আসছি ৷ বিজেপি গণতান্ত্রিক ভারতে শেষ পেরেকটা পোঁতার কাজ চালিয়ে যাচ্ছে ৷ তবে ভারত এতটাই বড় একটা দেশ যে, এই ফ্যাসিস্ট ঠগরা তা করে উঠতে পারবে না ৷ "

এখানে একটা প্রশ্ন উঠে আসে, ক্যাশ-ফর-কোয়েরি বা অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে হঠাৎ যেন মহুয়ার রাজনৈতিক কেরিয়ার থেমে গিয়েছে ৷ কৃষ্ণনগরের মানুষ বিজেপির কথা না-শুনে তাঁর কথায় কান দেবে কেন ? এই বিষয়ে মহুয়া কিন্তু আত্মবিশ্বাসী ৷ তাঁর সাফ জবাব, "এটা আমার কর্মভূমি এবং আমার ধর্মভূমি ৷ আমার মানুষ আমাকে 100 শতাংশ সমর্থন করবে ৷"

তবে সংসদ থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি বিজেপি সরকার ৷ লোকপালের নির্দেশে সিবিআই মহুয়ার বাড়ি-কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ৷ নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, সেই সময় ইডি তাঁকে ডেকে পাঠিয়েছে ৷ অর্থের বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তে মহুয়া ছাড়াও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্র ৷ এই কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন কমিশন নিজেই তো এখন স্বাধীন নয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত বাছাই কমিটির দুই-তৃতীয়াংশই তো সংখ্যাগরিষ্ঠ বিজেপি ৷ তারা 30 মিনিটে 200টি নামের মধ্যে থেকে কমিশনার বাছাই করছে ৷"

যদি তিনি ফের সাংসদ নির্বাচিত হন ? তাহলে কি আগের মতোই বিজেপিকে কড়া আক্রমণ করবেন ? এর উত্তরে করিমপুরের প্রাক্তন বিধায়ক পালটা প্রশ্ন তোলেন, "আপনার কী মনে হয় ? বিজেপির জয়গান গাইব ?" গত বছর বিজেপিকে পরাস্ত করতে দেশে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছিল ৷ তবে বেশির ভাগ রাজ্যেই আসন বণ্টন নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটকে হারানো সম্ভব ? এর উত্তরে অবশ্য মানুষেই ভরসা রেখেছেন মহুয়া ৷ তিনি বলেন, "মানুষই শেষ জবাব দেবে ৷ আমার বিশ্বাস আছে ৷ হয়তো দেরি হতে পারে, কিন্তু দেবে ৷"

গত 11 মার্চ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছে বিজেপি সরকার ৷ এই আইনে মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ মহুয়া মৈত্রের নিজের কেন্দ্রটিই মতুয়া অধ্যুষিত ৷ তবে মহুয়ার দাবি, সিএএ খুব বেশি প্রভাব ফেলবে না ৷ তাঁর কথায়, "তাঁর প্রতিবেশী লোকসভা কেন্দ্র রানাঘাটে অনেক বেশি সংখ্যায় মতুয়ার বসবাস ৷ এখানে খুব কম ৷ তবে হ্যাঁ, মতুয়া সংগঠন তাদের সদস্যদের সিএএ আবেদন জানাতে নিষেধ করছে ৷ বিগত কয়েক বছরে তারা রাজ্যবাসী হিসেবে সব সুযোগ-সুবিধেই পেয়েছেন ৷"

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রার্থী হিসেবে একেবারে আনকোরা কয়েকজনকে বেছে নিয়েছে ৷ তার মধ্যে অন্যতম কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় ৷ তাই মহুয়া তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কী ভাবছেন ? না, রাজপরিবারের অমৃতা রায়কে তিনি কোনও গুরুত্বই দিচ্ছেন না ৷ মহুয়া বলেন, "আমার লড়াই বিজেপি প্রতীকের বিরুদ্ধে ৷ তারা (বিজেপি) কাকে দাঁড় করালো, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই ৷ 4 জুন ফলাফলে সব দেখা যাবে ৷"

আরও পড়ুন:

  1. রাজা কৃষ্ণচন্দ্রের বংশ নিয়ে অবমাননাকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি
  2. 'সিবিআই খুঁজে কিছুই পায়নি, আমি আর সায়নী এখনও খুঁজছি'; সোশাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক মহুয়া
  3. মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে চাপে তৃণমূল প্রার্থী
Last Updated : Apr 2, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.