ETV Bharat / state

উৎসবের মরসুমে তালা ঝুলল ভিক্টোরিয়া জুটমিলে, আতঙ্কে শ্রমিকরা - Victoria Jute Mill - VICTORIA JUTE MILL

Victoria Jute Mill: হুগলির তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে শনিবার সকালে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিল কর্তৃপক্ষ ৷ ফলে কর্মহীন হলেন প্রায় তিনহাজার শ্রমিক ৷ এর জেরে শ্রমিকদের মধ্য়ে আতঙ্ক তৈরি হয়েছে ৷

Victoria Jute Mill
Victoria Jute Mill
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 8:39 PM IST

দ্রেশ্বর, 6 এপ্রিল: সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিশ হুগলির তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে । এর ফলে সাময়িকভাবে কাজ হারালেন প্রায় তিনহাজার শ্রমিক । শনিবার সকালে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ । সকালে শ্রমিকরা কাজের জন্য এসে দেখেন জুটমিলে নোটিশ ঝুলছে । এতেই আতঙ্কিত হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক ।

জানা গিয়েছে, গতকাল মিল কর্তৃপক্ষ নোটিশ দেয় তাতঁঘরের 114 জন শ্রমিককে অন্য বিভাগে বদলি করা হবে । সেই নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল । তার মধ্যে এই নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা ৷ শ্রমিকদের অভিযোগ, চিন থেকে আনা মেশিন ও মেকানিক্যাল কাজের জন্য জোর করে জুটমিল বন্ধ করে দেওয়া হয়েছে । শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল৷ সেই নিয়ে গন্ডগোল শুরু হয় ৷ অশান্তি এড়াতে জুট মিল কর্তৃপক্ষ জুটমিল বন্ধ করে দেয় ।

শ্রমিকদের আরও দাবি, আগে থেকেই জুটমিলে 60 জন শ্রমিককে অন্য বিভাগে পাঠানো নিয়ে সমস্যা চলছে । যদিও ইউনিয়নের দাবি, এমাসের মাঝে জুটমিল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে । আশা করা যায় এই মাসের মধ্যেই জুটমিল খোলার আবেদন করছে মিলের সমস্ত ইউনিয়ন ।

জুটমিল শ্রমিক মহম্মদ শামীম ও রামসুন্দর মাহাতের অভিযোগ, ‘‘বন্ধের ফলে সমস্যা পড়েছি আমরা । স্পিনিং বিভাগের সাতজনকে বসিয়ে দিয়ে দেওয়ার জন্য সমস্যার সৃষ্টি হয় । আমরা চাই অবিলম্বে জুটমিল খোলার ব্যবস্থা করুক ইউনিয়ন ও জুটমিল কর্তৃপক্ষ ।’’

তৃণমূল ইউনিয়নের ফিরোজ খান বলেন, ‘‘সামনেই ঈদ, রামনবমী রয়েছে । তার মধ্যে জুটমিল বন্ধ এটা সমস্যা শ্রমিকদের কাছে । উৎপাদন নিয়ে সমস্যা হয়েছিল । শ্রমিক ও ইউনিয়নের সঙ্গে বসে আলোচনার মধ্যে সমাধান করতে হবে । আশাকরি এই মাসের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে ।’’

যদিও কর্তৃপক্ষের দাবি, অনিয়মিত কাজ ও মাঝে মধ্যে কর্মবিরতি করার কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছে । সেই কারণেই সাময়িক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে । ঠিক মতো উৎপাদন না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কর্তৃপক্ষ । সেই সব একাধিক কারণ দেখিয়ে বন্ধ করে দেয় । এর ফলে সমস্যায় শ্রমিকরা। কোনোরকম ঝামেলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ । ভদ্রেশ্বর থানার পুলিশ যাতে কোনও গন্ডগোল না হয়, তার দিকে নজর রাখছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগে ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল । শ্রমিকরা মিলের গেটে আন্দোলনে সামিল হন । পরে ত্রিপাক্ষিক আলোচনায় মিল খোলে ।

আরও পড়ুন:

  1. বাঁশবেড়িয়া জুটমিলের শ্রমিক অসন্তোষ, প্রতিবাদের জেরে বন্ধ কাজ
  2. Howrah Jute Mill Roof Collapse: হাওড়ায় জুটমিলের ছাদ ভেঙে আহত 6

দ্রেশ্বর, 6 এপ্রিল: সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিশ হুগলির তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে । এর ফলে সাময়িকভাবে কাজ হারালেন প্রায় তিনহাজার শ্রমিক । শনিবার সকালে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ । সকালে শ্রমিকরা কাজের জন্য এসে দেখেন জুটমিলে নোটিশ ঝুলছে । এতেই আতঙ্কিত হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক ।

জানা গিয়েছে, গতকাল মিল কর্তৃপক্ষ নোটিশ দেয় তাতঁঘরের 114 জন শ্রমিককে অন্য বিভাগে বদলি করা হবে । সেই নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল । তার মধ্যে এই নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা ৷ শ্রমিকদের অভিযোগ, চিন থেকে আনা মেশিন ও মেকানিক্যাল কাজের জন্য জোর করে জুটমিল বন্ধ করে দেওয়া হয়েছে । শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল৷ সেই নিয়ে গন্ডগোল শুরু হয় ৷ অশান্তি এড়াতে জুট মিল কর্তৃপক্ষ জুটমিল বন্ধ করে দেয় ।

শ্রমিকদের আরও দাবি, আগে থেকেই জুটমিলে 60 জন শ্রমিককে অন্য বিভাগে পাঠানো নিয়ে সমস্যা চলছে । যদিও ইউনিয়নের দাবি, এমাসের মাঝে জুটমিল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে । আশা করা যায় এই মাসের মধ্যেই জুটমিল খোলার আবেদন করছে মিলের সমস্ত ইউনিয়ন ।

জুটমিল শ্রমিক মহম্মদ শামীম ও রামসুন্দর মাহাতের অভিযোগ, ‘‘বন্ধের ফলে সমস্যা পড়েছি আমরা । স্পিনিং বিভাগের সাতজনকে বসিয়ে দিয়ে দেওয়ার জন্য সমস্যার সৃষ্টি হয় । আমরা চাই অবিলম্বে জুটমিল খোলার ব্যবস্থা করুক ইউনিয়ন ও জুটমিল কর্তৃপক্ষ ।’’

তৃণমূল ইউনিয়নের ফিরোজ খান বলেন, ‘‘সামনেই ঈদ, রামনবমী রয়েছে । তার মধ্যে জুটমিল বন্ধ এটা সমস্যা শ্রমিকদের কাছে । উৎপাদন নিয়ে সমস্যা হয়েছিল । শ্রমিক ও ইউনিয়নের সঙ্গে বসে আলোচনার মধ্যে সমাধান করতে হবে । আশাকরি এই মাসের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে ।’’

যদিও কর্তৃপক্ষের দাবি, অনিয়মিত কাজ ও মাঝে মধ্যে কর্মবিরতি করার কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছে । সেই কারণেই সাময়িক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে । ঠিক মতো উৎপাদন না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কর্তৃপক্ষ । সেই সব একাধিক কারণ দেখিয়ে বন্ধ করে দেয় । এর ফলে সমস্যায় শ্রমিকরা। কোনোরকম ঝামেলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ । ভদ্রেশ্বর থানার পুলিশ যাতে কোনও গন্ডগোল না হয়, তার দিকে নজর রাখছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগে ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল । শ্রমিকরা মিলের গেটে আন্দোলনে সামিল হন । পরে ত্রিপাক্ষিক আলোচনায় মিল খোলে ।

আরও পড়ুন:

  1. বাঁশবেড়িয়া জুটমিলের শ্রমিক অসন্তোষ, প্রতিবাদের জেরে বন্ধ কাজ
  2. Howrah Jute Mill Roof Collapse: হাওড়ায় জুটমিলের ছাদ ভেঙে আহত 6
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.