ETV Bharat / state

বিচ্ছেদের পর লেখা 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র, বাংলার অনবদ্য পত্র উপন্যাস - সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র

Valentine's Day 2024: প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর আসানসোলের অনুপম ঘোষালের লেখা 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র ৷ যা বাংলার অন্যতম সেরা পত্র উপন্যাস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 4:16 PM IST

বিচ্ছেদের পর 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র !

আসানসোল, 14 ফেব্রুয়ারি: আগ্রায় শাহজাহান-মুমতাজের প্রেমের প্রতীক তাজমহল হোক কিংবা মহারাষ্ট্রের পুনেতে বাজিরাও-মস্তানির প্রেমের নিদর্শন মস্তানি মহল । এ দেশে প্রেম চিরকাল সৃষ্টির নজির গড়েছে । আসানসোলেও নিজের প্রেম হারিয়ে প্রেমিকাকে চিঠি হিসেবে সুইসাইড নোট লিখতে বসেছিলেন অনুপম ঘোষাল । কিন্তু তা হয়ে উঠল একটি আস্ত পত্র উপন্যাস । ভোজবাড়ির রোল পেপারে লেখা 327 ফুটের অনুপমের সেই দীর্ঘ প্রেমপত্র কলকাতার দুটি প্রকাশনা ইতিমধ্যেই বই হিসেবে প্রকাশ করেছে । বেস্ট সেলার হিসেবে চিহ্নিত হয়েছে বইটি ।

আসানসোলের অনুপম ঘোষাল । একসময় চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন । করেছেন বহু সংবাদমাধ্যমে খবর সম্পাদনার কাজ । বর্তমানে বয়স 50 ছুঁইছুঁই । কঠিন নার্ভের অসুখে বিপর্যস্ত তিনি । ঘরবন্দি। এই অনুপম ঘোষাল নয়ের দশকে উত্তাল প্রেমে পড়েছিলেন । কোনও এক পারমিতার প্রেমে পড়ে অনুপম তখন আত্মহারা । কিন্তু কয়েক বছর প্রেম করার পর 2000 সালে পারমিতা চলে গেল অন্য আরেকজনের হাত ধরে । আর তা মেনে নিতে পারেননি অনুপম ঘোষাল । ভেবেছিলেন, এই জীবন রাখার মানে কী । আর তাই প্রেমিকাকে চিঠি লিখেই তিনি আত্মহননের পথ বেছে নেবেন ভেবেছিলেন । শুরু হয় চিঠি লেখা ।

টানা 72 ঘণ্টা না খেয়ে, না স্নান করে, চিলেকোঠার ছাদে বসে তিনি লিখে গিয়েছিলেন চিঠি । কিন্তু নিজের লেখা সেই চিঠি যখন তিনি পড়তে শুরু করলেন তখন তিনি দেখলেন তাঁর কলম দিয়ে বেরিয়েছে অদ্ভুত সব শব্দ । যা সাহিত্যগুণে কোনও অংশে কম নয় । আর তাই লেখা থামালেন না । অনুপম ঘোষাল বিয়েবাড়ির রোল পেপার কিনে এনে তার উপরেই লিখে চললেন । টানা তিন মাস । আশি হাজার শব্দের এই চিঠিতে কখনও এসেছে কবিতা, কখনও তৈরি হয়েছে নতুন গান । পারমিতাকে লেখা সেই চিঠি 327 ফুট পর্যন্ত লিখে থামেন অনুপম । সিদ্ধান্ত নেন আত্মহনন নয়, এই সৃষ্টির আনন্দেই তিনি বেঁচে থাকবেন ।

এরপর সেই চিঠি তিনি পাঠিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দফতরেও । সেই প্রান্ত থেকে সাড়াও মিলেছিল । কিন্তু তাঁরা জানিয়েছিলেন, পুনরায় আরেকটি চিঠি লিখতে হবে যা এই চিঠির চেয়ে আরও বেশি লম্বা । তা আর করে ওঠা হয়নি অনুপমের । কিন্তু স্বীকৃতি মিলেছে । অনুপমের এই দীর্ঘতম প্রেমপত্র কলকাতার দুটি বড় প্রকাশনী বই হিসেবে বের করেছে । সেই বইয়ের নাম 'তোমাকে লেখা প্রেমের চিঠি'। এ বারের বইমেলাতেও তার নতুন সংস্করণ হয়েছে ।

অনুপম ঘোষালের দাবি, বাংলায় পত্র উপন্যাস খুব একটা দেখা যায় না । হাতে গোনা কয়েকটি রয়েছে । তাঁর এই লেখাটি একটি অন্যতম পত্র উপন্যাস । ইতিমধ্যেই বহু পাঠকপাঠিকা বইটি পড়ে তাঁকে ফোন করে প্রশংসা করেছেন ৷ কিন্তু 2000 সালে লেখা এই চিঠির পাণ্ডুলিপি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে । বাড়িতে ইঁদুরে কেটে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রেমপত্র ।

অনুপম ঘোষাল জানিয়েছেন, এই সৃষ্টি তাঁর সন্তানের মতো । তাই এই চিঠি সংরক্ষণ করার ব্যবস্থা করা হোক । যদি সরকার উদ্যোগী হয়ে এ চিঠি সংরক্ষণ করার ব্যবস্থা করে তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন ।

পাশাপাশি বর্তমান সময়ে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে নৃশংস ভাবে খুন করছেন, অ্যাসিড ছুড়ছেন, কিংবা নিজে বেছে নিচ্ছেন আত্মহননের পথ । সেই প্রেমিক-প্রেমিকাদের কাছে ভ্যালেনটাইনস ডে-তে অনুপম ঘোষালের আবেদন, প্রেম হারিয়ে গেলেও সৃষ্টির মধ্যেই সেই ভালোবাসা বাঁচিয়ে রাখতে হবে ।

আরও পড়ুন:

  1. দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের
  2. প্রেমের মরশুম থেকে সরস্বতী পুজো ও বিয়েবাড়ি, ফুলের দামে হাত পুড়ছে আমজনতার
  3. সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

বিচ্ছেদের পর 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র !

আসানসোল, 14 ফেব্রুয়ারি: আগ্রায় শাহজাহান-মুমতাজের প্রেমের প্রতীক তাজমহল হোক কিংবা মহারাষ্ট্রের পুনেতে বাজিরাও-মস্তানির প্রেমের নিদর্শন মস্তানি মহল । এ দেশে প্রেম চিরকাল সৃষ্টির নজির গড়েছে । আসানসোলেও নিজের প্রেম হারিয়ে প্রেমিকাকে চিঠি হিসেবে সুইসাইড নোট লিখতে বসেছিলেন অনুপম ঘোষাল । কিন্তু তা হয়ে উঠল একটি আস্ত পত্র উপন্যাস । ভোজবাড়ির রোল পেপারে লেখা 327 ফুটের অনুপমের সেই দীর্ঘ প্রেমপত্র কলকাতার দুটি প্রকাশনা ইতিমধ্যেই বই হিসেবে প্রকাশ করেছে । বেস্ট সেলার হিসেবে চিহ্নিত হয়েছে বইটি ।

আসানসোলের অনুপম ঘোষাল । একসময় চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন । করেছেন বহু সংবাদমাধ্যমে খবর সম্পাদনার কাজ । বর্তমানে বয়স 50 ছুঁইছুঁই । কঠিন নার্ভের অসুখে বিপর্যস্ত তিনি । ঘরবন্দি। এই অনুপম ঘোষাল নয়ের দশকে উত্তাল প্রেমে পড়েছিলেন । কোনও এক পারমিতার প্রেমে পড়ে অনুপম তখন আত্মহারা । কিন্তু কয়েক বছর প্রেম করার পর 2000 সালে পারমিতা চলে গেল অন্য আরেকজনের হাত ধরে । আর তা মেনে নিতে পারেননি অনুপম ঘোষাল । ভেবেছিলেন, এই জীবন রাখার মানে কী । আর তাই প্রেমিকাকে চিঠি লিখেই তিনি আত্মহননের পথ বেছে নেবেন ভেবেছিলেন । শুরু হয় চিঠি লেখা ।

টানা 72 ঘণ্টা না খেয়ে, না স্নান করে, চিলেকোঠার ছাদে বসে তিনি লিখে গিয়েছিলেন চিঠি । কিন্তু নিজের লেখা সেই চিঠি যখন তিনি পড়তে শুরু করলেন তখন তিনি দেখলেন তাঁর কলম দিয়ে বেরিয়েছে অদ্ভুত সব শব্দ । যা সাহিত্যগুণে কোনও অংশে কম নয় । আর তাই লেখা থামালেন না । অনুপম ঘোষাল বিয়েবাড়ির রোল পেপার কিনে এনে তার উপরেই লিখে চললেন । টানা তিন মাস । আশি হাজার শব্দের এই চিঠিতে কখনও এসেছে কবিতা, কখনও তৈরি হয়েছে নতুন গান । পারমিতাকে লেখা সেই চিঠি 327 ফুট পর্যন্ত লিখে থামেন অনুপম । সিদ্ধান্ত নেন আত্মহনন নয়, এই সৃষ্টির আনন্দেই তিনি বেঁচে থাকবেন ।

এরপর সেই চিঠি তিনি পাঠিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দফতরেও । সেই প্রান্ত থেকে সাড়াও মিলেছিল । কিন্তু তাঁরা জানিয়েছিলেন, পুনরায় আরেকটি চিঠি লিখতে হবে যা এই চিঠির চেয়ে আরও বেশি লম্বা । তা আর করে ওঠা হয়নি অনুপমের । কিন্তু স্বীকৃতি মিলেছে । অনুপমের এই দীর্ঘতম প্রেমপত্র কলকাতার দুটি বড় প্রকাশনী বই হিসেবে বের করেছে । সেই বইয়ের নাম 'তোমাকে লেখা প্রেমের চিঠি'। এ বারের বইমেলাতেও তার নতুন সংস্করণ হয়েছে ।

অনুপম ঘোষালের দাবি, বাংলায় পত্র উপন্যাস খুব একটা দেখা যায় না । হাতে গোনা কয়েকটি রয়েছে । তাঁর এই লেখাটি একটি অন্যতম পত্র উপন্যাস । ইতিমধ্যেই বহু পাঠকপাঠিকা বইটি পড়ে তাঁকে ফোন করে প্রশংসা করেছেন ৷ কিন্তু 2000 সালে লেখা এই চিঠির পাণ্ডুলিপি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে । বাড়িতে ইঁদুরে কেটে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রেমপত্র ।

অনুপম ঘোষাল জানিয়েছেন, এই সৃষ্টি তাঁর সন্তানের মতো । তাই এই চিঠি সংরক্ষণ করার ব্যবস্থা করা হোক । যদি সরকার উদ্যোগী হয়ে এ চিঠি সংরক্ষণ করার ব্যবস্থা করে তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন ।

পাশাপাশি বর্তমান সময়ে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে নৃশংস ভাবে খুন করছেন, অ্যাসিড ছুড়ছেন, কিংবা নিজে বেছে নিচ্ছেন আত্মহননের পথ । সেই প্রেমিক-প্রেমিকাদের কাছে ভ্যালেনটাইনস ডে-তে অনুপম ঘোষালের আবেদন, প্রেম হারিয়ে গেলেও সৃষ্টির মধ্যেই সেই ভালোবাসা বাঁচিয়ে রাখতে হবে ।

আরও পড়ুন:

  1. দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের
  2. প্রেমের মরশুম থেকে সরস্বতী পুজো ও বিয়েবাড়ি, ফুলের দামে হাত পুড়ছে আমজনতার
  3. সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.