ETV Bharat / state

কিউআর কোড ব্যবহারে লক্ষীলাভ, কলকাতা মেট্রোয় এবার চালু হল ইউপিআই পেমেন্ট - Kolkata Metro Rail - KOLKATA METRO RAIL

Kolkata Metro Rail: কিউআর কোড ব্যবহারে ব্যাপক লক্ষ্মী লাভ হলো কলকাতা মেট্রোয় ৷ এবার চালু হল ইউপিআই ব্যবস্থাও ৷

Kolkata Metro Rail
কলকাতা মেট্রো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:57 PM IST

কলকাতা, 21 মে: কলকাতা মেট্রো গ্রিন লাইনের লাইন 1-এর পরে মঙ্গলবার থেকে গ্রিন লাইনের লাইন 2-তেও চালু হয়ে গেল ইউপিআই টিকিট পরিষেবা। কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইন 2-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই চারটি স্টেশনে টিকিট কাটার সময় এবং স্মার্ট কার্ড রিচার্জ করার সময় সঙ্গে খুচরা পয়সা না থাকলে আর কোনও চিন্তা নেই, কারণ লাইন ওয়ানের মতো এই চারটি স্টেশনে এদিন থেকেই ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়ে গেল। এমনকী স্মার্ট অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও এই ইউপিআই-এর মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে।

এবার কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইনের সবকটি স্টেশনেই চালু করা হল ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থা। ইউপিআই-র মাধ্যমে এবার খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। শহরবাসীর পরিবহণ ব্যবস্থাকে আরও সুগম করে তুলতে একের পর এক সম্প্রসারণ করা হচ্ছে মেট্রো নেটওয়ার্ক। তবে সঙ্গে যদি খুচরো টাকা নাও থাকে তাহলে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না এবার কারণ, মেট্রো নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ অংশ গ্রিন লাইন- 1 করিডোরের সবকটি স্টেশনেই চালু হয়ে গেল ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার সুবিধা। শুধু টিকিট কাটার ক্ষেত্রেই নয় এই ব্যবস্থা ব্যবহার করে যাত্রীরা তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

সোমবার থেকে এই ব্যবস্থা চালু হলেও যেহেতু বহু যাত্রী এই বিষয় অবগত ছিলেন না তাই অনেকেই এই সুবিধা নিতে পারেননি। তবে মঙ্গলবার থেকে এই মাধ্যমে টিকিট কাটার চাহিদা অনেকটাই বেড়েছে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন-1 করিডোরের সবকটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে।

গ্রিন লাইন-1-এর শিয়ালদহ স্টেশনে এই ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় গত 7 মে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)-এর সহযোগিতায় এই ইউপিআই ভিত্তিক টিকিট ব্যবস্থা চালু করেছে। যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে প্রয়োজনীয় অর্থ দিতে হবে। এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিটটি সেই যাত্রী হাতে পাবেন ৷

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা যাতে দ্রুত গ্রিন লাইন-2-এর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশন, ব্লু লাইন-এর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন, পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট স্টেশন ও অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনেও চালু করা যায় সেই বিষয় কাজ চলছে। এর আগে কিউ আর কোড যুক্ত টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে গ্রিন লাইনের 1 ও 2 রুটের স্টেশনগুলিতে। কলকাতা মেট্রো সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে গত পয়লা এপ্রিল থেকে 13 মে-র মধ্যে প্রায় 13.28 লক্ষযাত্রী কিউআর কোড ব্যবহার করে টিকিট কেটেছেন।

আরও পড়ুন

কলকাতা, 21 মে: কলকাতা মেট্রো গ্রিন লাইনের লাইন 1-এর পরে মঙ্গলবার থেকে গ্রিন লাইনের লাইন 2-তেও চালু হয়ে গেল ইউপিআই টিকিট পরিষেবা। কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইন 2-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই চারটি স্টেশনে টিকিট কাটার সময় এবং স্মার্ট কার্ড রিচার্জ করার সময় সঙ্গে খুচরা পয়সা না থাকলে আর কোনও চিন্তা নেই, কারণ লাইন ওয়ানের মতো এই চারটি স্টেশনে এদিন থেকেই ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়ে গেল। এমনকী স্মার্ট অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও এই ইউপিআই-এর মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে।

এবার কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইনের সবকটি স্টেশনেই চালু করা হল ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থা। ইউপিআই-র মাধ্যমে এবার খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। শহরবাসীর পরিবহণ ব্যবস্থাকে আরও সুগম করে তুলতে একের পর এক সম্প্রসারণ করা হচ্ছে মেট্রো নেটওয়ার্ক। তবে সঙ্গে যদি খুচরো টাকা নাও থাকে তাহলে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না এবার কারণ, মেট্রো নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ অংশ গ্রিন লাইন- 1 করিডোরের সবকটি স্টেশনেই চালু হয়ে গেল ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার সুবিধা। শুধু টিকিট কাটার ক্ষেত্রেই নয় এই ব্যবস্থা ব্যবহার করে যাত্রীরা তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

সোমবার থেকে এই ব্যবস্থা চালু হলেও যেহেতু বহু যাত্রী এই বিষয় অবগত ছিলেন না তাই অনেকেই এই সুবিধা নিতে পারেননি। তবে মঙ্গলবার থেকে এই মাধ্যমে টিকিট কাটার চাহিদা অনেকটাই বেড়েছে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন-1 করিডোরের সবকটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে।

গ্রিন লাইন-1-এর শিয়ালদহ স্টেশনে এই ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় গত 7 মে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)-এর সহযোগিতায় এই ইউপিআই ভিত্তিক টিকিট ব্যবস্থা চালু করেছে। যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে প্রয়োজনীয় অর্থ দিতে হবে। এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিটটি সেই যাত্রী হাতে পাবেন ৷

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা যাতে দ্রুত গ্রিন লাইন-2-এর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশন, ব্লু লাইন-এর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন, পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট স্টেশন ও অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনেও চালু করা যায় সেই বিষয় কাজ চলছে। এর আগে কিউ আর কোড যুক্ত টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে গ্রিন লাইনের 1 ও 2 রুটের স্টেশনগুলিতে। কলকাতা মেট্রো সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে গত পয়লা এপ্রিল থেকে 13 মে-র মধ্যে প্রায় 13.28 লক্ষযাত্রী কিউআর কোড ব্যবহার করে টিকিট কেটেছেন।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.