ভাঙড়, 6 জুলাই: বাচ্চা চুরির আতঙ্ক ভাঙড়ে ৷ স্কুলে আসার পথে দুই শিশুকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ তদন্তে পুলিশ ৷ ঘটনাটি ভাঙড় প্রাইমারি স্কুলের ৷ শনিবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকে শিশু চুরির চেষ্টা হয় বলে জানা গিয়েছে ৷ ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই ভাঙ্গড় প্রাইমারি স্কুলের সামনে স্কুলের শিশু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ৷
স্থানীয় সূত্র জানা গিয়েছে, ভাঙড় প্রাইমারি স্কুলে আসছিল স্কুল পড়ুয়া দুই শিশু ৷ সেই সময় স্কুলের গেটের কাছে একটি মারুতি গাড়ি আসে ৷ গাড়িতে দুই যুবক মুখে মাক্স পরে ওই দুই শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ৷ সেই সময় চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসায় সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা দু'টি শিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ ৷
এরপর পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে খোঁজার চেষ্টা করলেও তাদের ধরা যায়নি ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে চেষ্টা করছে পুলিশ ৷ অন্যদিকে ওই শিশু স্কুল পড়ুয়া দু'জনকে উদ্ধার করে ভাঙড় থানায় নিয়ে আসে পুলিশ ৷ স্বভাবতই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, অভিভাবকরা ৷
ভাঙড় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বলেন, "আমি সকাল সাড়ে 10টার সময় স্কুলে এসে বিষয়টি জানতে পেরেছি ৷ দু'টি শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল ৷ এখানে পুলিশ রয়েছে, অভিভাবকরাও আছে ৷ আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হবে ৷"