সাগর (দক্ষিণ 24 পরগনা), 28 ফেব্রুয়ারি: শিয়রে লোকসভা ভোট ৷ তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে প্রস্তুতিতে খামতি রাখছে না বিজেপি ৷ বুধবার দক্ষিণ 24 পরগনায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷ প্রথমে সাগর মহাবিদ্যালয় এলাকায় হ্যাম রেডিও স্টেশনের উদ্বোধন করেন ৷ পরে সাগর ধসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি স্বনিযুক্তিকরণের হ্যান্ডবিল বিলি করেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ।
মন্ত্রীকে সামনে পেয়ে অভাব-অভিযোগের কথা বলেন স্থানীয় মহিলারা । সন্দেশখালি প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন রিজিজু ৷ তিনি বলেন, "সন্দেশখালির ঘটনা প্রমাণ করে রাজ্যে আইনের শাসন নেই । সন্দেশখালির ঘটনা কোনও রাজনৈতিক দাবি নয়, এটা মানুষের দাবি । তৃণমূল কংগ্রেস যে কাজ করছে তার কোনও ক্ষমা নেই ।" শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "আদালত জানিয়ে দিয়েছে তারা অপরাধীদের রক্ষা করে না ।"
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের লজ্জা । রাজ্যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপরাধীদের আত্মগোপন করার কাজ করছে । এখন কোর্টের আদেশ চলে এসেছে ৷ মানবাধিকার কমিশন, মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । শুধু সন্দেশখালি নয়, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের গুন্ডাগিরি আর দাদাগিরির রাজত্ব চলছে । সাধারণ মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে ।
তিনি জানান, সাধারণ মানুষ তৃণমূলের পাশে নয়, মোদিজীর উন্নয়নের পাশে রয়েছে । আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ আসনেই জয়লাভ করবেন বিজেপির প্রার্থীরা । ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে বিজেপি ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা তৃণমূল সরকার নয়ছয় করছে । ফলে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ । তাঁদেরকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে আর বঞ্চিত করা যাবে না । সাধারণ মানুষ জেগে উঠেছে ৷ বিজেপি সরকার এলে মানুষ তাঁদের বিভিন্ন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে সরাসরি পেয়ে যাবেন ।
আরও পড়ুন: