বাগডোগরা, 23 এপ্রিল: সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 26 হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার আদালতের রায় ও রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেণ রিজিজু । তিনি বলেন,"পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোনও কাজ হয় না । রাজ্যের মানুষ জানে, এ রাজ্যে কত দুর্নীতি হয় । শুধু শিক্ষায় দুর্নীতি নয়, প্রত্যেকটা কাজে নোট লাগে । রাজ্যের প্রতিটা মন্ত্রী ও দফতর দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে । এ রাজ্যে যে ভাবে দুর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোনও রাজ্যে পাওয়া যায় না ।"
এ দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু । বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কার্শিয়াংয়ের উদ্দেশে রওনা দেন তিনি । সুকনার ত্রিভেনি স্পোর্টিং ক্লাব ময়দানে সভা রয়েছে তাঁর । এ দিন বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "চুরি করেছে, ভুল করেছে, দুর্নীতি করেছে, সেটা রাজ্যের সরকারে যারা রয়েছে তারা করেছে । সেটা এবার আদালত দেখবে কী করতে হয় ।"
এ দিকে রাজ্যে প্রথম দফার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"কেন অন্য রাজ্যে হিংসা হয় না? অসম, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে । সেখানে তো কোনও হিংসা হচ্ছে না । এখানে কেন হচ্ছে? যেখানে বাম ও তৃণমূল কংগ্রেস থাকবে সেখানেই হিংসা হবে । তাদের চরিত্রই এরকম । আর এবার বাংলায় বিজেপি অনেক আগে এগিয়ে যাবে । তৃণমূল কংগ্রেসের শেষে এখন শুরু হয়ে গিয়েছে ।"
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সন্ত্রাস হামলার হুমকির বিষয়েও তিনি বলেন, "এটা খুব সংবেদনশীল বিষয় । এটা নিয়ে আধিকারিকরাই যা বলার বলবেন । তবে এতে বিজেপির কোনও হাত নেই । তৃণমূল কংগ্রেসের কথায় বিশ্বাস করবেন না । তারা এমনিতেই বাংলায় উলটোপালটা বলে থাকে ।"
আরও পড়ুন: