ETV Bharat / state

বাংলায় নোট ছাড়া কোনও কাজ হয় না, মমতা সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর - Kiren Rijiju - KIREN RIJIJU

Kiren Rijiju Slams TMC Govt: লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তাঁর নিশানায় ছিল বাংলার মন্ত্রীরাও ৷

Kiren Rijiju
Kiren Rijiju
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 3:38 PM IST

মমতা সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর

বাগডোগরা, 23 এপ্রিল: সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 26 হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার আদালতের রায় ও রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেণ রিজিজু । তিনি বলেন,"পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোনও কাজ হয় না । রাজ্যের মানুষ জানে, এ রাজ্যে কত দুর্নীতি হয় । শুধু শিক্ষায় দুর্নীতি নয়, প্রত্যেকটা কাজে নোট লাগে । রাজ্যের প্রতিটা মন্ত্রী ও দফতর দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে । এ রাজ্যে যে ভাবে দুর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোনও রাজ্যে পাওয়া যায় না ।"

এ দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু । বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কার্শিয়াংয়ের উদ্দেশে রওনা দেন তিনি । সুকনার ত্রিভেনি স্পোর্টিং ক্লাব ময়দানে সভা রয়েছে তাঁর । এ দিন বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "চুরি করেছে, ভুল করেছে, দুর্নীতি করেছে, সেটা রাজ্যের সরকারে যারা রয়েছে তারা করেছে । সেটা এবার আদালত দেখবে কী করতে হয় ।"

এ দিকে রাজ্যে প্রথম দফার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"কেন অন্য রাজ্যে হিংসা হয় না? অসম, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে । সেখানে তো কোনও হিংসা হচ্ছে না । এখানে কেন হচ্ছে? যেখানে বাম ও তৃণমূল কংগ্রেস থাকবে সেখানেই হিংসা হবে । তাদের চরিত্রই এরকম । আর এবার বাংলায় বিজেপি অনেক আগে এগিয়ে যাবে । তৃণমূল কংগ্রেসের শেষে এখন শুরু হয়ে গিয়েছে ।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সন্ত্রাস হামলার হুমকির বিষয়েও তিনি বলেন, "এটা খুব সংবেদনশীল বিষয় । এটা নিয়ে আধিকারিকরাই যা বলার বলবেন । তবে এতে বিজেপির কোনও হাত নেই । তৃণমূল কংগ্রেসের কথায় বিশ্বাস করবেন না । তারা এমনিতেই বাংলায় উলটোপালটা বলে থাকে ।"

আরও পড়ুন:

  1. শিক্ষা দুর্নীতিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা, মন্ত্রীসভার সকলকে গ্রেফতারির দাবি শুভেন্দুর
  2. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  3. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট

মমতা সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর

বাগডোগরা, 23 এপ্রিল: সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 26 হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার আদালতের রায় ও রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেণ রিজিজু । তিনি বলেন,"পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোনও কাজ হয় না । রাজ্যের মানুষ জানে, এ রাজ্যে কত দুর্নীতি হয় । শুধু শিক্ষায় দুর্নীতি নয়, প্রত্যেকটা কাজে নোট লাগে । রাজ্যের প্রতিটা মন্ত্রী ও দফতর দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে । এ রাজ্যে যে ভাবে দুর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোনও রাজ্যে পাওয়া যায় না ।"

এ দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু । বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কার্শিয়াংয়ের উদ্দেশে রওনা দেন তিনি । সুকনার ত্রিভেনি স্পোর্টিং ক্লাব ময়দানে সভা রয়েছে তাঁর । এ দিন বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "চুরি করেছে, ভুল করেছে, দুর্নীতি করেছে, সেটা রাজ্যের সরকারে যারা রয়েছে তারা করেছে । সেটা এবার আদালত দেখবে কী করতে হয় ।"

এ দিকে রাজ্যে প্রথম দফার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"কেন অন্য রাজ্যে হিংসা হয় না? অসম, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে । সেখানে তো কোনও হিংসা হচ্ছে না । এখানে কেন হচ্ছে? যেখানে বাম ও তৃণমূল কংগ্রেস থাকবে সেখানেই হিংসা হবে । তাদের চরিত্রই এরকম । আর এবার বাংলায় বিজেপি অনেক আগে এগিয়ে যাবে । তৃণমূল কংগ্রেসের শেষে এখন শুরু হয়ে গিয়েছে ।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সন্ত্রাস হামলার হুমকির বিষয়েও তিনি বলেন, "এটা খুব সংবেদনশীল বিষয় । এটা নিয়ে আধিকারিকরাই যা বলার বলবেন । তবে এতে বিজেপির কোনও হাত নেই । তৃণমূল কংগ্রেসের কথায় বিশ্বাস করবেন না । তারা এমনিতেই বাংলায় উলটোপালটা বলে থাকে ।"

আরও পড়ুন:

  1. শিক্ষা দুর্নীতিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা, মন্ত্রীসভার সকলকে গ্রেফতারির দাবি শুভেন্দুর
  2. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  3. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.