ETV Bharat / state

মোদির মন্ত্রিসভা গঠনের পরই 'হকের টাকা' পেল বাংলা, কেন্দ্র দিল সাড়ে 10 হাজার কোটি - Tax Devolution - TAX DEVOLUTION

Centre Gives Rs 10,513 Crore to WB: কেন্দ্রীয় সরকার গঠনের পরই রাজ্যের জন্য এল সুখবর ! কেন্দ্রের তরফ থেকে ট্যাক্স রিটার্ন হিসেবে রাজ্যকে সাড়ে 10 হাজার কোটি টাকা দেওয়া হল ৷

Centre gives Rs 10,513 Crore to WB
বাঁ-দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 1:32 PM IST

Updated : Jun 11, 2024, 5:24 PM IST

কলকাতা, 11 জুন: সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে বাংলায়। রবিবার শপথ নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে এল রাজ্যের জন্য সুখবর। ট্যাক্স রিটার্ন বাবদ রাজ্যকে 10 হাজার 513 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলার শাসকদলের বড় ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা। অথচ সরকার শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভাতেই বাংলাকে 10 হাজার কোটি টাকা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। তবে এমনটা ভাবলে ভুল হবে, শুধু বাংলাই ট্যাক্স রিটার্ন বাবদ টাকা পেয়েছে। মোট 28টি রাজ্যকে এই বাবদ 1 লাখ 39 হাজার 750 কোটি টাকা দেওয়া হয়েছে।

  • সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ ৷ তাদের দেওয়া হয়েছে 25 হাজার 69 কোটি টাকা।
  • এরপরে ট্যাক্স রিটার্ন বাবদ টাকা পেয়েছে বিহার। তাদের প্রাপ্তির পরিমাণ 14 হাজার 56 কোটি টাকা।
  • তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যের প্রাপ্তি 10 হাজার 970 কোটি টাকা।
  • আর চতুর্থ স্থানে রয়েছে বাংলা ৷ এ ক্ষেত্রে বাংলা পেয়েছে 10 হাজার 513 কোটি টাকা।

প্রসঙ্গত 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ট্যাক্স রিটার্ন বাবদ রাজ্যগুলিকে 12 লাখ 19 হাজার 783 কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। গতকাল পর্যন্ত এক্ষেত্রে রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে 2 লাখ 79 হাজার 500 কোটি টাকা।
সাধারণত, নিয়ম হল রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ট্যাক্স সংগ্রহ করে তার একটা অংশ নিয়ম মেনে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার দেয়। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের 10 তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। এক্ষেত্রেও অতিরিক্ত কিছু নয়, রাজ্যের প্রাপ্য রাজ্যকে দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

কলকাতা, 11 জুন: সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে বাংলায়। রবিবার শপথ নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে এল রাজ্যের জন্য সুখবর। ট্যাক্স রিটার্ন বাবদ রাজ্যকে 10 হাজার 513 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলার শাসকদলের বড় ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা। অথচ সরকার শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভাতেই বাংলাকে 10 হাজার কোটি টাকা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। তবে এমনটা ভাবলে ভুল হবে, শুধু বাংলাই ট্যাক্স রিটার্ন বাবদ টাকা পেয়েছে। মোট 28টি রাজ্যকে এই বাবদ 1 লাখ 39 হাজার 750 কোটি টাকা দেওয়া হয়েছে।

  • সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ ৷ তাদের দেওয়া হয়েছে 25 হাজার 69 কোটি টাকা।
  • এরপরে ট্যাক্স রিটার্ন বাবদ টাকা পেয়েছে বিহার। তাদের প্রাপ্তির পরিমাণ 14 হাজার 56 কোটি টাকা।
  • তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যের প্রাপ্তি 10 হাজার 970 কোটি টাকা।
  • আর চতুর্থ স্থানে রয়েছে বাংলা ৷ এ ক্ষেত্রে বাংলা পেয়েছে 10 হাজার 513 কোটি টাকা।

প্রসঙ্গত 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ট্যাক্স রিটার্ন বাবদ রাজ্যগুলিকে 12 লাখ 19 হাজার 783 কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। গতকাল পর্যন্ত এক্ষেত্রে রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে 2 লাখ 79 হাজার 500 কোটি টাকা।
সাধারণত, নিয়ম হল রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ট্যাক্স সংগ্রহ করে তার একটা অংশ নিয়ম মেনে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার দেয়। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের 10 তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। এক্ষেত্রেও অতিরিক্ত কিছু নয়, রাজ্যের প্রাপ্য রাজ্যকে দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

Last Updated : Jun 11, 2024, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.