ETV Bharat / state

পান্ডুয়ায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ লকেটের - Mysterious Death in Pandua

Woman Body Recovered in Pandua: পান্ডুয়াতে চাষের জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এবার ষড়যন্ত্রের অভিযোগ ৷ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোরপাধ্যায় অভিযোগ করেছেন, পুলিশ ঘটনার তদন্ত ঠিক মতো করছে না ৷ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আগামিকাল পান্ডুয়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন লকেট ৷

ETV BHARAT
পান্ডুয়া অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 3:20 PM IST

Updated : May 7, 2024, 6:19 PM IST

পান্ডুয়ায় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের (ইটিভি ভারত)

পান্ডুয়া, 7মে: মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ হুগলির পান্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটির ঘটনা এটি ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সূত্রের খবর, পুলিশ অনুমান করছে মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ যা নিয়ে সাংসদ প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থলে রক্ত পড়ে রয়েছে ৷ সেখানে পুলিশ কীভাবে বজ্রাঘাতে মৃত্যু বলে দিতে পারে ?

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে স্থানীয় লোকজন মাঠে গরু চড়াতে এসেছিলেন ৷ সেই সময় মাঠের আলের ধারে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ৷ তৎক্ষণাৎ তাঁরা পাণ্ডুয়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ স্থানীয়দের দাবি অনুযায়ী, পুলিশ তাদের জানায়, সোমবার রাতের প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে ৷ বজ্রপাতের ফলে মহিলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, রক্তপাত কেন হয়েছে, তা নিয়ে কোনও জবাব পুলিশ দেয়নি ৷

খবর পেয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান ৷ তিনি সেখানে গিয়ে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে চারদিকে রক্ত পড়ে রয়েছে ৷ অথচ পুলিশ সেই জায়গাটি না ঘিরে, খোলা রেখে দিয়েছে ৷ যা নিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্তে দায়সারা মনোভাব দেখানোর অভিযোগ তুলেছেন বিদায়ী সাংসদ ৷ একইসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷

তাঁর অভিযোগ, "মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ পুলিশ পুরো ঘটনা ধামাচাপা দিতে চাইছে ৷ সেই কারণে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করেছে ৷ একজন মহিলা রাতের অন্ধকারে বৃষ্টিতে এখানে কী করতে আসবেন ? এখনকার যুগে সবার কাছে মোবাইল ফোন থাকে ৷ এটা কখনই হতে পারে না, ওনার কাছে ফোন ছিল না ৷ পুলিশ বলছে, ভ্যানিটি ব্যাগ খালি ছিল ৷ এটা হতে পারে না ৷ একজন মহিলার ভ্যানিটি ব্যাগ খালি, তাঁর মোবাইল নেই, পরিচয় জানা যাচ্ছে না ৷ পুলিশ স্পষ্টত বিষয়টাকে ঘোরাতে চাইছে ৷"

এ প্রসঙ্গে গতকাল পান্ডুয়া এলাকায় এক নাবালকের বোমার আঘাতে মৃত্যু ও দুই নাবালকের আহত হওয়ার ঘটনা তুলে ধরেন ৷ যা নিয়ে লকেট অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলিতে এলেও এনিয়ে একটি মন্তব্যও করেননি ৷ এই সবের বিরুদ্ধে আগামিকাল পান্ডুয়া থানার বাইরে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি ৷ লকেট আরও অভিযোগ করেছেন, চুঁচুড়া হাসপাতালে মহিলার দেহের ময়নাতদন্ত হবে ৷ সেখানে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে মনগড়া তথ্য বসাবে চিকিৎসকদের দিয়ে ৷ তবে, তা আটকাতে তিনি চুঁচুড়া হাসপাতালে যাচ্ছেন বলে জানান ৷

আরও পড়ুন:

  1. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
  2. মালদায় দু'টি পৃথক ঘটনায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুন ! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সাংসদের

পান্ডুয়ায় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের (ইটিভি ভারত)

পান্ডুয়া, 7মে: মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ হুগলির পান্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটির ঘটনা এটি ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সূত্রের খবর, পুলিশ অনুমান করছে মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ যা নিয়ে সাংসদ প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থলে রক্ত পড়ে রয়েছে ৷ সেখানে পুলিশ কীভাবে বজ্রাঘাতে মৃত্যু বলে দিতে পারে ?

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে স্থানীয় লোকজন মাঠে গরু চড়াতে এসেছিলেন ৷ সেই সময় মাঠের আলের ধারে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ৷ তৎক্ষণাৎ তাঁরা পাণ্ডুয়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ স্থানীয়দের দাবি অনুযায়ী, পুলিশ তাদের জানায়, সোমবার রাতের প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে ৷ বজ্রপাতের ফলে মহিলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, রক্তপাত কেন হয়েছে, তা নিয়ে কোনও জবাব পুলিশ দেয়নি ৷

খবর পেয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান ৷ তিনি সেখানে গিয়ে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে চারদিকে রক্ত পড়ে রয়েছে ৷ অথচ পুলিশ সেই জায়গাটি না ঘিরে, খোলা রেখে দিয়েছে ৷ যা নিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্তে দায়সারা মনোভাব দেখানোর অভিযোগ তুলেছেন বিদায়ী সাংসদ ৷ একইসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷

তাঁর অভিযোগ, "মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ পুলিশ পুরো ঘটনা ধামাচাপা দিতে চাইছে ৷ সেই কারণে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করেছে ৷ একজন মহিলা রাতের অন্ধকারে বৃষ্টিতে এখানে কী করতে আসবেন ? এখনকার যুগে সবার কাছে মোবাইল ফোন থাকে ৷ এটা কখনই হতে পারে না, ওনার কাছে ফোন ছিল না ৷ পুলিশ বলছে, ভ্যানিটি ব্যাগ খালি ছিল ৷ এটা হতে পারে না ৷ একজন মহিলার ভ্যানিটি ব্যাগ খালি, তাঁর মোবাইল নেই, পরিচয় জানা যাচ্ছে না ৷ পুলিশ স্পষ্টত বিষয়টাকে ঘোরাতে চাইছে ৷"

এ প্রসঙ্গে গতকাল পান্ডুয়া এলাকায় এক নাবালকের বোমার আঘাতে মৃত্যু ও দুই নাবালকের আহত হওয়ার ঘটনা তুলে ধরেন ৷ যা নিয়ে লকেট অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলিতে এলেও এনিয়ে একটি মন্তব্যও করেননি ৷ এই সবের বিরুদ্ধে আগামিকাল পান্ডুয়া থানার বাইরে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি ৷ লকেট আরও অভিযোগ করেছেন, চুঁচুড়া হাসপাতালে মহিলার দেহের ময়নাতদন্ত হবে ৷ সেখানে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে মনগড়া তথ্য বসাবে চিকিৎসকদের দিয়ে ৷ তবে, তা আটকাতে তিনি চুঁচুড়া হাসপাতালে যাচ্ছেন বলে জানান ৷

আরও পড়ুন:

  1. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
  2. মালদায় দু'টি পৃথক ঘটনায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুন ! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সাংসদের
Last Updated : May 7, 2024, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.