ETV Bharat / state

শহরের মানুষ ভোট দেয়নি, তাই উন্নয়নে এক টাকাও বরাদ্দ নয়: উদয়ন গুহ - Udayan Guha controversial comment

Udayan Guha Controversial Comment: কোচবিহারে শহরের মানুষ ভোট দেয়নি, তাই তাঁদের উন্নয়নে এক টাকাও বরাদ্দ করিনি ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এমনই বিতর্কিত মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

ETV BHARAT
মাথাভাঙার সভায় উদয়ন গুহ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 1:19 PM IST

Updated : Jun 14, 2024, 4:41 PM IST

কোচবিহার, 14 জুন: শহরের মানুষ ভোট দেয়নি । তাই শহরের উন্নয়নের জন্য এক টাকাও বরাদ্দ নয় । বৃহস্পতিবার রাতে কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর (নিজস্ব ভিডিয়ো)

এদিন তিনি বলেন, মাথাভাঙা-1 ব্লকের জন্য চার কোটি এবং 2 নং ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে । কিন্তু মাথাভাঙা শহর, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি । শহরের মানুষরা গ্রামের মানুষদের থেকে বেশি চালাক । তাই উন্নয়ন চান নাকি ধর্ম চান, সেটা শহরের মানুষকে উপলব্ধি করতে হবে । তাই শহরের উন্নয়ন হবে না ।"

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তিনি বলেন, "কেন শহরের রেজাল্ট এমনটা হল তা পর্যালোচনা করা হচ্ছে । পাশাপাশি যেভাবে আমরা আগেও শহরে উন্নয়নমূলক কাজ করেছি আগামীতেও করব ।"

এর আগেও নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে । এর আগে, পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি । আবার লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দিনহাটায় এক সভায় যখন দলের নেতারা বলছিলেন বিজেপি কর্মীদের উপর হামলা করা যাবে না, তখন উদয়ন গুহ বলেছিলেন, ছোবল না মারলেও মাঝেমধ্যে ফোঁস করতে হবে । উদয়নের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দলের অন্দরে । এদিন ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন উদয়ন গুহ ।

কোচবিহার, 14 জুন: শহরের মানুষ ভোট দেয়নি । তাই শহরের উন্নয়নের জন্য এক টাকাও বরাদ্দ নয় । বৃহস্পতিবার রাতে কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর (নিজস্ব ভিডিয়ো)

এদিন তিনি বলেন, মাথাভাঙা-1 ব্লকের জন্য চার কোটি এবং 2 নং ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে । কিন্তু মাথাভাঙা শহর, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি । শহরের মানুষরা গ্রামের মানুষদের থেকে বেশি চালাক । তাই উন্নয়ন চান নাকি ধর্ম চান, সেটা শহরের মানুষকে উপলব্ধি করতে হবে । তাই শহরের উন্নয়ন হবে না ।"

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তিনি বলেন, "কেন শহরের রেজাল্ট এমনটা হল তা পর্যালোচনা করা হচ্ছে । পাশাপাশি যেভাবে আমরা আগেও শহরে উন্নয়নমূলক কাজ করেছি আগামীতেও করব ।"

এর আগেও নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে । এর আগে, পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি । আবার লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দিনহাটায় এক সভায় যখন দলের নেতারা বলছিলেন বিজেপি কর্মীদের উপর হামলা করা যাবে না, তখন উদয়ন গুহ বলেছিলেন, ছোবল না মারলেও মাঝেমধ্যে ফোঁস করতে হবে । উদয়নের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দলের অন্দরে । এদিন ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন উদয়ন গুহ ।

Last Updated : Jun 14, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.