কোচবিহার, 14 জুন: শহরের মানুষ ভোট দেয়নি । তাই শহরের উন্নয়নের জন্য এক টাকাও বরাদ্দ নয় । বৃহস্পতিবার রাতে কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।
এদিন তিনি বলেন, মাথাভাঙা-1 ব্লকের জন্য চার কোটি এবং 2 নং ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে । কিন্তু মাথাভাঙা শহর, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি । শহরের মানুষরা গ্রামের মানুষদের থেকে বেশি চালাক । তাই উন্নয়ন চান নাকি ধর্ম চান, সেটা শহরের মানুষকে উপলব্ধি করতে হবে । তাই শহরের উন্নয়ন হবে না ।"
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তিনি বলেন, "কেন শহরের রেজাল্ট এমনটা হল তা পর্যালোচনা করা হচ্ছে । পাশাপাশি যেভাবে আমরা আগেও শহরে উন্নয়নমূলক কাজ করেছি আগামীতেও করব ।"
এর আগেও নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে । এর আগে, পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি । আবার লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দিনহাটায় এক সভায় যখন দলের নেতারা বলছিলেন বিজেপি কর্মীদের উপর হামলা করা যাবে না, তখন উদয়ন গুহ বলেছিলেন, ছোবল না মারলেও মাঝেমধ্যে ফোঁস করতে হবে । উদয়নের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দলের অন্দরে । এদিন ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন উদয়ন গুহ ।