ETV Bharat / state

ডুলি ছিঁড়ে পড়ল খনিতে, আসানসোল ইসিএলে মৃত্যু দুই শ্রমিকের - Coal Mine Accident - COAL MINE ACCIDENT

Accident in Asansol ECL: খনি অঞ্চলে ফের দুই শ্রমিকের মৃ্ত্যু ৷ ঘটনায় বিক্ষোভ কর্মীদের৷ এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী ৷

ECL Colliery in Asansol
ইসিএলে মৃত্যু দুই শ্রমিকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 8:20 PM IST

আসানসোল, 2 এপ্রিল: খনির ভিতর ডুলি ছিঁড়ে পড়ে মৃত্যু দুই শ্রমিকের ৷ ঘটনাটি ঘটেছে ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি এক-দুই নম্বর পিটে। মৃত দুই শ্রমিক ঠিকা সংস্থার কর্মী বলে খনি সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঝুলন্ত ডুলির মেরামত করছিলেন পাঁচ শ্রমিক। কিন্তু তাঁদের জন্য নাকি পর্যাপ্ত কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। আচমকাই কাজ করার সময় ডুলিটি ছিঁড়ে পড়ে ৷ ক্ষণিকের মধ্যে তিন শ্রমিক ডুলি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও বাকি দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ একজন খনির ভিতর তলিয়ে যান, অন্যজন ডুলির উপরেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ৷ সিআইএসএফ বাহিনী ও ইসিএলে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি রয়েছেন আধিকারিকরাও। এখনও পর্যন্ত এই ঘটনায় বেসরকারি খনি সংস্থার কোনও মন্তব্য করা হয়নি ৷

জানা গিয়েছে, ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি খনিতে বেসরকারি সংস্থা দ্বারা কয়লা উত্তোলিত হয়। মঙ্গলবার বিকেলে চিনাকুড়ি এক-দুনম্বর পিটে খনিতে নামার লিফট বা ডুলি মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎ ডুলির গাডার ছিঁড়ে যায়। খনি গহ্বরে ডুলিটি পড়ে যায়। খনির এক শ্রমিকও নিচে পড়ে যান। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। অন্য আরেক শ্রমিক ডুলির উপরে গিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চিনাকুড়ি খনিতে। অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যেতে বাধা দেয় অন্য খনি শ্রমিকরা। তাঁদের দাবি, বেসরকারি খনি সংস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শ্রমিক বিক্ষোভে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য মজুত রয়েছে পুলিশ বাহিনী ৷

আরও পড়ুন:

1. কয়লা চুরি রুখতে এবার ইসিএলে ডিজিটাল ইনট্রিগ্রেটেড সিস্টেম, রক্ষীদের বিশেষ প্রশিক্ষণ

2. উত্তরকাশীর জন্য প্রার্থনা মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিক-উদ্ধারকারীর, শোনালেন 34 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা

3. জামুড়িয়ায় কয়লা খনিতে পাথর চাপা পড়ে নাবালকের মৃত্যু

আসানসোল, 2 এপ্রিল: খনির ভিতর ডুলি ছিঁড়ে পড়ে মৃত্যু দুই শ্রমিকের ৷ ঘটনাটি ঘটেছে ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি এক-দুই নম্বর পিটে। মৃত দুই শ্রমিক ঠিকা সংস্থার কর্মী বলে খনি সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঝুলন্ত ডুলির মেরামত করছিলেন পাঁচ শ্রমিক। কিন্তু তাঁদের জন্য নাকি পর্যাপ্ত কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। আচমকাই কাজ করার সময় ডুলিটি ছিঁড়ে পড়ে ৷ ক্ষণিকের মধ্যে তিন শ্রমিক ডুলি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও বাকি দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ একজন খনির ভিতর তলিয়ে যান, অন্যজন ডুলির উপরেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ৷ সিআইএসএফ বাহিনী ও ইসিএলে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি রয়েছেন আধিকারিকরাও। এখনও পর্যন্ত এই ঘটনায় বেসরকারি খনি সংস্থার কোনও মন্তব্য করা হয়নি ৷

জানা গিয়েছে, ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি খনিতে বেসরকারি সংস্থা দ্বারা কয়লা উত্তোলিত হয়। মঙ্গলবার বিকেলে চিনাকুড়ি এক-দুনম্বর পিটে খনিতে নামার লিফট বা ডুলি মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎ ডুলির গাডার ছিঁড়ে যায়। খনি গহ্বরে ডুলিটি পড়ে যায়। খনির এক শ্রমিকও নিচে পড়ে যান। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। অন্য আরেক শ্রমিক ডুলির উপরে গিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চিনাকুড়ি খনিতে। অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যেতে বাধা দেয় অন্য খনি শ্রমিকরা। তাঁদের দাবি, বেসরকারি খনি সংস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শ্রমিক বিক্ষোভে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য মজুত রয়েছে পুলিশ বাহিনী ৷

আরও পড়ুন:

1. কয়লা চুরি রুখতে এবার ইসিএলে ডিজিটাল ইনট্রিগ্রেটেড সিস্টেম, রক্ষীদের বিশেষ প্রশিক্ষণ

2. উত্তরকাশীর জন্য প্রার্থনা মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিক-উদ্ধারকারীর, শোনালেন 34 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা

3. জামুড়িয়ায় কয়লা খনিতে পাথর চাপা পড়ে নাবালকের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.