ETV Bharat / state

বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর বহরমপুরে ! গ্রেফতার 2 মহিলা - SEX RACKET BUSTED - SEX RACKET BUSTED

Sex Racket Busted: মধুচক্রের পর্দা ফাঁস বহরমপুরে ৷ বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চালানোর অভিযোগ ৷ গ্রেফতার দুই মহিলা দালাল ৷ উদ্ধার হয়েছে 5 লক্ষের বেশি নগদ টাকাও ৷

Sex Racket
মধুচক্রের পর্দা ফাঁস বহরমপুরে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 1:08 PM IST

বহরমপুর, 29 জুলাই: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চালানোর অভিযোগ ৷ হানা দিয়ে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বহরমপুরের কদবেলতলায় ৷ পলাতক বাড়ির মালিক রামু শেখ ৷ বাড়ির মালিক এবং অন্য মেয়েদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ । আজ ধৃতদের আদালতে তোলা হবে ।

জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পায়, বহরমপুরের কদবেলতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চলছে । সেই খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা রবিবার সন্ধ্যা নাগাদ ওখানে হানা দেয় । পুলিশ আসার খবর পেয়ে বাড়ির মালিক রামু শেখ পালিয়ে যান । এরপরেই বাড়ি থেকে দুই মহিলা দালালকে পাকড়াও করে পুলিশ । তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় । তাঁদের একজনের বাড়ি বীরভূম জেলায় । অপরজন হরিণঘাটার বাসিন্দা ।

পুলিশ জানিয়েছে, এই মহিলারা বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে ওই বাড়ির দু'টি ঘরে মধুচক্রের আসর বসাত । তবে বাড়ি থেকে মধুচক্রের সঙ্গে জড়িত এরকম কোনও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ । কারণ তারা পুলিশ আসার আগেই পালিয়ে যায় বলে খবর । তবে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী ও নগদ 5 লক্ষ 20 হাজার টাকা উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে । একইসঙ্গে বেশ কিছু মেয়েদের জামাকাপড় ও সোনার গয়নাও পুলিশ উদ্ধার করেছে ।

বহরমপুর থানার এক আধিকারিক জানান, "মধুচক্রের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হত । দু'জনকে আমরা গ্রেফতার করেছি । তারা সব কথা স্বীকার করেছে । তবে এই চক্রের আরও বেশ কয়েকজন পলাতক । তাদের খোঁজ চলছে । ঘটনাস্থল থেকে বেশকিছু টাকা ও সোনার গয়না পাওয়া গিয়েছে ।" জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, "শহরের পাশেই এই মধুচক্রের আসর বসানো হত । ওই দুই মহিলা 12-15 বছর ধরে এই কাজ করার কথা স্বীকার করেছে । পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম । আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি ।"

বহরমপুর, 29 জুলাই: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চালানোর অভিযোগ ৷ হানা দিয়ে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বহরমপুরের কদবেলতলায় ৷ পলাতক বাড়ির মালিক রামু শেখ ৷ বাড়ির মালিক এবং অন্য মেয়েদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ । আজ ধৃতদের আদালতে তোলা হবে ।

জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পায়, বহরমপুরের কদবেলতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চলছে । সেই খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা রবিবার সন্ধ্যা নাগাদ ওখানে হানা দেয় । পুলিশ আসার খবর পেয়ে বাড়ির মালিক রামু শেখ পালিয়ে যান । এরপরেই বাড়ি থেকে দুই মহিলা দালালকে পাকড়াও করে পুলিশ । তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় । তাঁদের একজনের বাড়ি বীরভূম জেলায় । অপরজন হরিণঘাটার বাসিন্দা ।

পুলিশ জানিয়েছে, এই মহিলারা বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে ওই বাড়ির দু'টি ঘরে মধুচক্রের আসর বসাত । তবে বাড়ি থেকে মধুচক্রের সঙ্গে জড়িত এরকম কোনও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ । কারণ তারা পুলিশ আসার আগেই পালিয়ে যায় বলে খবর । তবে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী ও নগদ 5 লক্ষ 20 হাজার টাকা উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে । একইসঙ্গে বেশ কিছু মেয়েদের জামাকাপড় ও সোনার গয়নাও পুলিশ উদ্ধার করেছে ।

বহরমপুর থানার এক আধিকারিক জানান, "মধুচক্রের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হত । দু'জনকে আমরা গ্রেফতার করেছি । তারা সব কথা স্বীকার করেছে । তবে এই চক্রের আরও বেশ কয়েকজন পলাতক । তাদের খোঁজ চলছে । ঘটনাস্থল থেকে বেশকিছু টাকা ও সোনার গয়না পাওয়া গিয়েছে ।" জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, "শহরের পাশেই এই মধুচক্রের আসর বসানো হত । ওই দুই মহিলা 12-15 বছর ধরে এই কাজ করার কথা স্বীকার করেছে । পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম । আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.