শিলিগুড়ি, 6 অক্টোবর: শনিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ 58 দিনের কর্মবিরতি শেষে সোমবার থেকে তাঁরা কাজে যোগ দেবেন ৷ সঙ্গে জানিয়েছিলেন, রবিবার সকাল থেকে 17 জন জুনিয়র ডাক্তার প্রতীকী অনশন করবেন তাঁদের দাবির স্বপক্ষে ৷ সেই মতো আজ সকাল থেকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে প্রতীকী অনশন ৷
তবে, সোমবার কাজে যোগ দেবেন না দু’জন জুনিয়র ডাক্তার ৷ আজকের প্রতীকী অনশনে থাকা জুনিয়র ডাক্তারদের মধ্যে 2 জন আমরণ অনশন চালিয়ে যাবেন ৷ শনিবার রাতে দেড় ঘণ্টা মেডিক্যাল কলেজের গভর্নিং বডি, সিনিয়র চিকিৎসক এবং অধ্যাপক চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান জুনিয়র ডাক্তাররা ৷ আরজি কর-কাণ্ড, থ্রেট কালচার বন্ধ করা-সহ মোট 10 দফা দাবিতে আমরণ অনশন চালাবেন ওই দুই জুনিয়র ডাক্তার ৷
শনিবার রাতের বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কৌস্তভ চক্রবর্তী বলেন, "আমরা এই নিয়ে দ্বিতীয়বার সিনিয়র ডাক্তার, গভর্নিং বডি ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলাম ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে কর্মবিরতি তুলে জুনিয়র ডাক্তাররা সবাই সমস্তরকম কাজে যোগ দেবেন ৷ তবে, আমরা সরকারের উপর চাপ বাড়াতে এবং আমাদের আন্দোলন চালিয়ে যেতে আমরণ অনশনের দিকে যাচ্ছি ৷ সোমবার থেকে দু’জন আমরণ অনশনে বসবেন ৷ সঙ্গে আমরা থাকব ৷ আরজি করের ঘটনা, হাসপাতালে থ্রেট কালচার, নিরাপত্তা ব্যবস্থা-সহ যে 10 দফা দাবি রয়েছে, সেই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব ৷"
আজ প্রতীকী অনশন শুরুর পর তিনি জানিয়েছেন, "মানুষের স্বার্থে আমরা পুরোপুরিভাবে কাজে ফিরছি ৷ তবে, সরকার নানাভাবে আমাদের উপর চাপ তৈরি করছে ৷ আজকে 58 দিন আন্দোলন চালিয়েও আমাদের প্রাপ্তি প্রায় শূন্য ৷ তাই সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে আমরা আর ভুলছি না ৷ নিজেদের দাবি আদায়ে সোমবার থেকে আমাদের মধ্যে 2 জন আমরণ অনশন চালিয়ে যাবেন ৷ আমরা কোনও মুখের কথায় মানছি না, গ্রাউন্ড লেভেলে কাজ দেখতে চাই ৷"