ETV Bharat / state

দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া পদক্ষেপ মমতার, শোকজ 2 কাউন্সিলরকে - MAMATA ON FACTIONALISM

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 10:10 AM IST

Updated : Jun 23, 2024, 12:40 PM IST

Mamata on factionalism: দলের গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশ পেয়েই দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরকে শোকজ করলেন সুব্রত বক্সি ৷

ETV BHARAT
দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া পদক্ষেপ মমতার (ফাইল ছবি)

কলকাতা, 23 জুন: লোকসভা নির্বাচন এখন অতীত । এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করলেও দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা মতবিরোধ রয়েছে । এসব নিয়েই লোকসভায় ভালো ফল করেছে তৃণমূল । কিন্তু নির্বাচন মিটে যেতে সংগঠনকে এবার কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চিকিৎসার কারণে সাময়িক বিরতি নিয়েছেন, সেই সময় দলনেত্রী হিসাবে সংগঠনকে চাঙ্গা করার সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তৃণমূল নেত্রী ।

প্রসঙ্গত, অভিষেকের সামরিক বিরতি ঘোষণা করার পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । দলীয় স্তরে তিনি যেমন রাফ অ্যান্ড টাফ, একইভাবে প্রশাসনিক ক্ষেত্রেও তাকে সেভাবেই রাফ অ্যান্ড টাফ ভূমিকায় দেখা গিয়েছে । বিশেষ করে সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিলরদের কাজকর্ম তিনি যে ভালো চোখে দেখছেন না, তা গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের ফাঁকেই তাঁর বক্তব্যে প্রকাশ্যে এসেছিল । বিষয়টিকে যে সেখানেই ছেড়ে দিতে চাইছেন না মমতা, তা বোঝা যায় শুক্রবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দেওয়া এক নির্দেশে ।

দলের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে কাবু করতে যেভাবে উদ্যোগী হচ্ছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ দলনেত্রী । তাঁর স্পষ্ট নির্দেশ, এসব আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না । যাঁদের কাজকর্ম দলকে বিড়ম্বনার মধ্যে ফেলছে, তাঁদের বিরুদ্ধে সুব্রত বক্সিকে কড়া ব্যবস্থা নিতে বলেন তিনি । করতে বলেন শোকজও ।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবহ সৈনিক হিসাবে কাজ করেন । দলনেত্রীর এই নির্দেশ পাওয়ার পর জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরকে শোকজ করেছেন তিনি । জানা গিয়েছে, দলনেত্রীর কাছে এই দুই কাউন্সিলরের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিযোগ জমা পড়েছিল । এর পরই দক্ষিণ কলকাতার 2 কাউন্সিলরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন তিনি ।

জানা গিয়েছে, টালিগঞ্জ এলাকায় দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মারামারি পর্যন্ত গড়ায় । শেষ পর্যন্ত এক কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় । এই বিষয়টি দলনেত্রীর কাছে পৌঁছনোর পর তিনি আর এই নিয়ে দেরি করতে চাননি । দু'জনকেই শোকজ করা হয়েছে । এখন দেখার, তারা জবাব দেওয়ার পর দল কী পদক্ষেপ করে । তবে এই ঘটনায় এটা স্পষ্ট যে, দিনের পর দিন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আর দল বরদাস্ত করবে না ।

কলকাতা, 23 জুন: লোকসভা নির্বাচন এখন অতীত । এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করলেও দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা মতবিরোধ রয়েছে । এসব নিয়েই লোকসভায় ভালো ফল করেছে তৃণমূল । কিন্তু নির্বাচন মিটে যেতে সংগঠনকে এবার কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চিকিৎসার কারণে সাময়িক বিরতি নিয়েছেন, সেই সময় দলনেত্রী হিসাবে সংগঠনকে চাঙ্গা করার সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তৃণমূল নেত্রী ।

প্রসঙ্গত, অভিষেকের সামরিক বিরতি ঘোষণা করার পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । দলীয় স্তরে তিনি যেমন রাফ অ্যান্ড টাফ, একইভাবে প্রশাসনিক ক্ষেত্রেও তাকে সেভাবেই রাফ অ্যান্ড টাফ ভূমিকায় দেখা গিয়েছে । বিশেষ করে সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিলরদের কাজকর্ম তিনি যে ভালো চোখে দেখছেন না, তা গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের ফাঁকেই তাঁর বক্তব্যে প্রকাশ্যে এসেছিল । বিষয়টিকে যে সেখানেই ছেড়ে দিতে চাইছেন না মমতা, তা বোঝা যায় শুক্রবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দেওয়া এক নির্দেশে ।

দলের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে কাবু করতে যেভাবে উদ্যোগী হচ্ছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ দলনেত্রী । তাঁর স্পষ্ট নির্দেশ, এসব আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না । যাঁদের কাজকর্ম দলকে বিড়ম্বনার মধ্যে ফেলছে, তাঁদের বিরুদ্ধে সুব্রত বক্সিকে কড়া ব্যবস্থা নিতে বলেন তিনি । করতে বলেন শোকজও ।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবহ সৈনিক হিসাবে কাজ করেন । দলনেত্রীর এই নির্দেশ পাওয়ার পর জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরকে শোকজ করেছেন তিনি । জানা গিয়েছে, দলনেত্রীর কাছে এই দুই কাউন্সিলরের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিযোগ জমা পড়েছিল । এর পরই দক্ষিণ কলকাতার 2 কাউন্সিলরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন তিনি ।

জানা গিয়েছে, টালিগঞ্জ এলাকায় দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মারামারি পর্যন্ত গড়ায় । শেষ পর্যন্ত এক কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় । এই বিষয়টি দলনেত্রীর কাছে পৌঁছনোর পর তিনি আর এই নিয়ে দেরি করতে চাননি । দু'জনকেই শোকজ করা হয়েছে । এখন দেখার, তারা জবাব দেওয়ার পর দল কী পদক্ষেপ করে । তবে এই ঘটনায় এটা স্পষ্ট যে, দিনের পর দিন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আর দল বরদাস্ত করবে না ।

Last Updated : Jun 23, 2024, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.