বাঁকুড়া, 22 সেপ্টেম্বর: সোনামুখী পুরসভার সামনে নর্দমা থেকে উদ্ধার হল দু’টি অপরিণত ভ্রূণ ৷ রবিবার সকালে স্থানীয় এক ক্লিনিকের মহিলা কর্মচারী বালতি করে নর্দমায় ওই ভ্রূণ ফেলতে আসেন বলে অভিযোগ ৷ বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় ওই ক্লিনিকে বেআইনিভাবে গর্ভপাত করানো হচ্ছে ৷ বিষয়টি নিয়ে আজ পুলিশের অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা ৷ ক্লিনিক বন্ধ করার দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷
স্থানীয়দের দাবি, চিকিৎসক মানস মুখোপাধ্যায় ওরফে পাহাড়ীবাবু পুরসভার সামনেই শ্রীনিবাস পলিক্লিনিক চালান দীর্ঘদিন ধরে ৷ আজ সকালে মানস মুখোপাধ্যায় এবং এক মহিলা ক্লিনিকের ভিতর থেকে বেরিয়ে আসেন ৷ মহিলার হাতে একটি বালতি ছিল ৷ তিনি বালতি নিয়ে পুরসভার সামনে নর্দমায় আবর্জনা ফেলেন ৷ বিষয়টি দেখে সন্দেহ হওয়ায়, স্থানীয় কয়েকজন নর্দমায় উঁকি দিতেই দেখেন, সেখানে দু’টি অপরিণত ভ্রূণ পড়ে আছে ৷ এরপরেই তাঁরা ওই মহিলাকে পাকড়াও করেন ৷
তাঁদের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে পড়ে মহিলা জানান, গর্ভাবস্থায় ভ্রূণ দু’টির মৃত্যু হয়েছিল ৷ তাই চিকিৎসক মানস মুখোপাধ্যায় 9 হাজার টাকার বিনিময়ে শ্রীনিবাস পলিক্লিনিকে গর্ভপাত করিয়েছেন ৷ সেই ভ্রূণ দু’টি ওই মহিলা নর্দমায় ফেলেছেন ৷ স্থানীয়দের অভিযোগ, মানস মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গর্ভপাত করাচ্ছেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণ দু’টি উদ্ধার করে ৷ পুলিশের কাছে দ্রুত এই ক্লিনিক বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷ এমনকি তাঁরা বিক্ষোভও দেখান ৷
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক মানস মুখোপাধ্যায় ৷ তিনি এই কাজের সঙ্গে কোনওভাবে জড়িত নন বলে দাবি করেছেন ৷ তিনি বলেন, 2023 সালে ক্লিনিকটি তিনি একটি নার্সিংহোমকে ভাড়া দিয়েছেন ৷ তাই সেখানে কী চলছে, তা তিনি জানেন না ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷