নদিয়া, 30 মে: নির্বাচনী আবহে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় দুই বিজেপি কর্মীকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পদ্ম শিবিরে যোগ দেওয়ার কারণে মারধরের ঘটনা বলে অভিযোগ স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের ৷
সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম চলছিল। সেখানে উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ মাঝি এবং আরেক বিজেপি কর্মী ৷ জানা গিয়েছে, বিশ্বজিৎ মাঝি যখন বাড়ি ফিরছিলেন, তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুরহাটের কাছে, ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের 177 নম্বর বুথের তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তাঁর দলবল তাদের উপর আক্রমণ করে ৷ অভিযোগ, লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷
রাজ্যে এখনও শেষ দফার নির্বাচন বাকি ৷ যদিও এই কেন্দ্রের নির্বাচন আগেই হয়ে গিয়েছে ৷ তার মধ্যে বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কর্মীদের উপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যান বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ৷ তিনি জখম তৃণমূল কর্মীদের উদ্ধার করে শক্তিনগর হাসপাতাল নিয়ে যান ৷ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "শুধুমাত্র বিজেপি করার জন্যই এই ঘটনা ৷ তবে যেভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক ৷"
বিজেপি পঞ্চায়েত সদস্যের উপর হামলার খবর পেয়েই তাঁকে হাসপাতালে দেখতে যান কৃষ্ণনগর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অমৃতা রায় ৷ বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস জানান ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশকে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷ অন্যথায় বিজেপির পক্ষ থেকে বড় আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷