মগরা, 30 অগস্ট: দুই ব্যক্তিকে গুলি করার ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী । মগরার একটি বার থেকে শুক্রবার অভিজিৎ ঘোষ ও তপন শীলকে গ্রেফতার করে পুলিশ । জমি কেনাবেচা ও দালালি সংক্রান্ত বিবাদের জেরেই ধৃতরা গুলি চালিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্তদের শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয় ।
অভিযুক্তরা মগরা থানা এলাকারই বাসিন্দা এবং গুলিবিদ্ধ ব্যক্তি দুজনের পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে । শুক্রবার কামারকুন্ডু হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের হেড অফিসে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার কামনাশিস সেন জানান,বুধবার মধ্য রাতে মগরার নাকসা মোড় এলাকায় মোটর বাইক আরোহী 2 জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা । ঘটনায় আহত হন বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম নামে দুই জমি কারবারি ৷ তাঁদের মধ্যে একজন চুঁচুড়া হাসপাতাল ও অন্যজন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন । ঘটনার পরই হুগলি গ্রামীণ পুলিশ ও মগরা থানার পুলিশ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ।
তিনি আরও জানান, ধৃতরা যে ভাড়ার সুইফট গাড়ি করে এই ঘটনা ঘটিয়েছে সেটাও উদ্ধার হয়েছে । সেদিন রাতে মোট 5 রাউন্ড গুলি চালানো হয়েছিল । একটা গুলি মিস হলেও মোট 4টি গুলি লাগে আহতদের । এর মধ্যে মুইদুলের শরীরে 1টি এবং বিশ্বনাথের শরীরে 3টি গুলি লেগেছিল ।
অভিযুক্তদের বা আহতদের কোনও পুরনো ক্রাইম রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ । এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখার পাশাপাশি কী কারণে অভিযুক্তরা গুলি চালালো তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে । পাশাপাশি অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধারের চেষ্টা চালানো হবে ।