ETV Bharat / state

যাত্রাকে সুখকর করতে লোকাল ট্রেনে বসছে টিভি, সিরিয়াল-সিনেমা দেখা যাবে কি - TVS IN LOCAL TRAIN

ট্রেনে টিভি বসলে হাজার হাজার দৈনিক যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলেই আশাবাদী পূর্ব রেল ।

tv in train
লোকাল ট্রেনে মিলবে টিভি দেখার সুযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 7:45 PM IST

হাওড়া, 23 নভেম্বর: যাত্রীদের জন্য সুখবর ৷ এবার ট্রেনে বসেই দেখতে পাবেন টিভি ৷ লোকাল ট্রেনে ঘণ্টাখানেকের যাত্রায় অনেকেই একঘেয়েমি অনুভব করেন । সময় কাটাতে হাতের মুঠোফোন তখন তাঁদের একমাত্র বিনোদনের মাধ্যম হয়ে ওঠে । সেই একঘেয়েমি কাটাতে হাওড়া বিভাগে লোকাল ট্রেনে টিভি বসানোর উদ্যোগ নিল পূর্ব রেল ।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন যাত্রায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যেই একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে । পূর্ব রেলের হাওড়া বিভাগের ছ'টি তিন-ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে এই উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়েছে । এই নয়া উদ্যোগ লোকাল ট্রেনের যাত্রাকে আরও সুখকর করবে ৷ পাশাপাশি তথ্যের সঙ্গে বিনোদনকে একত্রিত করে হাজার হাজার দৈনিক যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকেও উন্নত করবে বলেই আশাবাদী পূর্ব রেল ।

tv in local train
লোকাল ট্রেনে বসছে টিভি (নিজস্ব ছবি)

লোকাল ট্রেনের প্রতিটি কোচকে এখন চারটি অত্যাধুনিক এলইডি/এলসিডি টিভি দিয়ে সাজানো হচ্ছে । এগুলি দু’টি উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হবে । একদিকে তারা আকর্ষক বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করবে ৷ অন্যদিকে সরকারি প্রচারাভিযান যেমন 'ভিজিল্যান্স উইক,' 'স্বচ্ছতাই হে সেবা,' 'অমৃত ভারত,' এবং 'দেখো আপনা দেশ' ইত্যাদির সম্প্রসারণ করা হবে টিভিতে ।

tv in local train
একঘেয়েমি কাটাতে লোকাল ট্রেনে বসছে টিভি (নিজস্ব ছবি)

অপরদিকে সময় ভাগ করে নেওয়ার ব্যবস্থার মাধ্যমে টিভি স্ক্রিনের 70 শতাংশ জায়গা বাণিজ্যিক বিষয়বস্তুর জন্য, বাকি 30 শতাংশ রেলের আপডেট এবং জনসচেতনতামূলক উদ্যোগ প্রদর্শন করবে । রেল পরিষেবা, নিরাপত্তা নির্দেশিকা এবং চলমান প্রকল্পগুলির উপর গুরুত্বপূর্ণ আপডেটগুলির মাধ্যমে যাত্রীদের অবগত করা হবে । যাত্রীদের মধ্যে নাগরিক চেতনা এবং সামাজিক দায়বদ্ধতা জাগানোর জন্য সরকারি প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে । ট্রেনগুলিতে প্রাণবন্ত এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আর উন্নত করবে টিভি ।

tv in local train
ভ্রমণের অভিজ্ঞতা সুখকর করতে এই টিভি বসানো হচ্ছে (নিজস্ব ছবি)

পূর্ব রেলের দাবি, এই ব্যবস্থাগুলির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী-কেন্দ্রিক পরিষেবাগুলির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনের দ্বারা যাত্রার অনুভূতিকে আরও সুখকর করে তোলার প্রয়াস করছে । পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ব্যবস্থা ও আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রয়াস করা হচ্ছে বলেই পূর্ব রেল জানিয়েছে ।

tv in local train
লোকাল ট্রেনে টিভি বসানোর উদ্যোগ নিল পূর্ব রেল (নিজস্ব ছবি)

হাওড়া, 23 নভেম্বর: যাত্রীদের জন্য সুখবর ৷ এবার ট্রেনে বসেই দেখতে পাবেন টিভি ৷ লোকাল ট্রেনে ঘণ্টাখানেকের যাত্রায় অনেকেই একঘেয়েমি অনুভব করেন । সময় কাটাতে হাতের মুঠোফোন তখন তাঁদের একমাত্র বিনোদনের মাধ্যম হয়ে ওঠে । সেই একঘেয়েমি কাটাতে হাওড়া বিভাগে লোকাল ট্রেনে টিভি বসানোর উদ্যোগ নিল পূর্ব রেল ।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন যাত্রায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যেই একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে । পূর্ব রেলের হাওড়া বিভাগের ছ'টি তিন-ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে এই উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়েছে । এই নয়া উদ্যোগ লোকাল ট্রেনের যাত্রাকে আরও সুখকর করবে ৷ পাশাপাশি তথ্যের সঙ্গে বিনোদনকে একত্রিত করে হাজার হাজার দৈনিক যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকেও উন্নত করবে বলেই আশাবাদী পূর্ব রেল ।

tv in local train
লোকাল ট্রেনে বসছে টিভি (নিজস্ব ছবি)

লোকাল ট্রেনের প্রতিটি কোচকে এখন চারটি অত্যাধুনিক এলইডি/এলসিডি টিভি দিয়ে সাজানো হচ্ছে । এগুলি দু’টি উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হবে । একদিকে তারা আকর্ষক বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করবে ৷ অন্যদিকে সরকারি প্রচারাভিযান যেমন 'ভিজিল্যান্স উইক,' 'স্বচ্ছতাই হে সেবা,' 'অমৃত ভারত,' এবং 'দেখো আপনা দেশ' ইত্যাদির সম্প্রসারণ করা হবে টিভিতে ।

tv in local train
একঘেয়েমি কাটাতে লোকাল ট্রেনে বসছে টিভি (নিজস্ব ছবি)

অপরদিকে সময় ভাগ করে নেওয়ার ব্যবস্থার মাধ্যমে টিভি স্ক্রিনের 70 শতাংশ জায়গা বাণিজ্যিক বিষয়বস্তুর জন্য, বাকি 30 শতাংশ রেলের আপডেট এবং জনসচেতনতামূলক উদ্যোগ প্রদর্শন করবে । রেল পরিষেবা, নিরাপত্তা নির্দেশিকা এবং চলমান প্রকল্পগুলির উপর গুরুত্বপূর্ণ আপডেটগুলির মাধ্যমে যাত্রীদের অবগত করা হবে । যাত্রীদের মধ্যে নাগরিক চেতনা এবং সামাজিক দায়বদ্ধতা জাগানোর জন্য সরকারি প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে । ট্রেনগুলিতে প্রাণবন্ত এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আর উন্নত করবে টিভি ।

tv in local train
ভ্রমণের অভিজ্ঞতা সুখকর করতে এই টিভি বসানো হচ্ছে (নিজস্ব ছবি)

পূর্ব রেলের দাবি, এই ব্যবস্থাগুলির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী-কেন্দ্রিক পরিষেবাগুলির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনের দ্বারা যাত্রার অনুভূতিকে আরও সুখকর করে তোলার প্রয়াস করছে । পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ব্যবস্থা ও আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রয়াস করা হচ্ছে বলেই পূর্ব রেল জানিয়েছে ।

tv in local train
লোকাল ট্রেনে টিভি বসানোর উদ্যোগ নিল পূর্ব রেল (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.