হাওড়া, 23 নভেম্বর: যাত্রীদের জন্য সুখবর ৷ এবার ট্রেনে বসেই দেখতে পাবেন টিভি ৷ লোকাল ট্রেনে ঘণ্টাখানেকের যাত্রায় অনেকেই একঘেয়েমি অনুভব করেন । সময় কাটাতে হাতের মুঠোফোন তখন তাঁদের একমাত্র বিনোদনের মাধ্যম হয়ে ওঠে । সেই একঘেয়েমি কাটাতে হাওড়া বিভাগে লোকাল ট্রেনে টিভি বসানোর উদ্যোগ নিল পূর্ব রেল ।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন যাত্রায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যেই একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে । পূর্ব রেলের হাওড়া বিভাগের ছ'টি তিন-ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে এই উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়েছে । এই নয়া উদ্যোগ লোকাল ট্রেনের যাত্রাকে আরও সুখকর করবে ৷ পাশাপাশি তথ্যের সঙ্গে বিনোদনকে একত্রিত করে হাজার হাজার দৈনিক যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকেও উন্নত করবে বলেই আশাবাদী পূর্ব রেল ।
লোকাল ট্রেনের প্রতিটি কোচকে এখন চারটি অত্যাধুনিক এলইডি/এলসিডি টিভি দিয়ে সাজানো হচ্ছে । এগুলি দু’টি উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হবে । একদিকে তারা আকর্ষক বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করবে ৷ অন্যদিকে সরকারি প্রচারাভিযান যেমন 'ভিজিল্যান্স উইক,' 'স্বচ্ছতাই হে সেবা,' 'অমৃত ভারত,' এবং 'দেখো আপনা দেশ' ইত্যাদির সম্প্রসারণ করা হবে টিভিতে ।
অপরদিকে সময় ভাগ করে নেওয়ার ব্যবস্থার মাধ্যমে টিভি স্ক্রিনের 70 শতাংশ জায়গা বাণিজ্যিক বিষয়বস্তুর জন্য, বাকি 30 শতাংশ রেলের আপডেট এবং জনসচেতনতামূলক উদ্যোগ প্রদর্শন করবে । রেল পরিষেবা, নিরাপত্তা নির্দেশিকা এবং চলমান প্রকল্পগুলির উপর গুরুত্বপূর্ণ আপডেটগুলির মাধ্যমে যাত্রীদের অবগত করা হবে । যাত্রীদের মধ্যে নাগরিক চেতনা এবং সামাজিক দায়বদ্ধতা জাগানোর জন্য সরকারি প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে । ট্রেনগুলিতে প্রাণবন্ত এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আর উন্নত করবে টিভি ।
পূর্ব রেলের দাবি, এই ব্যবস্থাগুলির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী-কেন্দ্রিক পরিষেবাগুলির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনের দ্বারা যাত্রার অনুভূতিকে আরও সুখকর করে তোলার প্রয়াস করছে । পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ব্যবস্থা ও আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রয়াস করা হচ্ছে বলেই পূর্ব রেল জানিয়েছে ।