ETV Bharat / state

অস্থায়ী কর্মী ও পড়ুয়াদের বিক্ষোভে ফের অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Turmoil in North Bengal University: একদিকে অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধির নির্দেশিকা জারি করেও, তা খারিজ করে দেওয়া ৷ আর অন্যদিকে, প্রথম ও পঞ্চম সেমেস্টারের 90 শতাংশ পড়ুয়ার অকৃতকার্য হওয়া ৷ এই দুই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তাল হয়ে রইল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 7:02 PM IST

দার্জিলিং, 28 ফেব্রুয়ারি: দু’টি পৃথক আন্দোলনকে ঘিরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ একদিকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের আন্দোলন ৷ অন্যদিকে, প্রথম ও পঞ্চম সেমেস্টারের 90 শতাংশ পড়ুয়ার অকৃতকার্য হওয়া ৷ দুই তরফে অবস্থান বিক্ষোভে উত্তাল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর ৷ বুধবার দিনভর আন্দোলন চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিতরে ও বাইরে ৷

অস্থায়ী কর্মচারীরা জানিয়েছেন, সম্প্রতি 16 শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন তাঁরা ৷ সেই আন্দোলনের জেরে কর্মীদের 10 শতাংশ হারে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারিও করা হয় ৷ সেই মতো মার্চ মাস থেকে বেতন বৃদ্ধির প্রক্রিয়াও শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু, হঠাৎই তা বাতিল হয়ে যায় ৷ অস্থায়ী কর্মচারীদের অভিযোগ, আচমকাই উপাচার্য এস রবীন্দ্রন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে আরেকটি নির্দেশিকা জারি করেন ৷ সেখানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানান উপাচার্য ৷

বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ৷ এদিন সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ-আন্দোলন ৷ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তন্ময় বাগচী বলেন, "বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করার পর, কেন তা প্রত্যাহার করলেন রাজ্যপাল এবং উপাচার্য ৷ অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে ৷ তা না হলে, ফের বৃহত্তর আন্দোলন করা হবে ৷"

অন্যদিকে, এদিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশকিছু কলেজের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের প্রথম ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষায় 90 শতাংশ পড়ুয়া ফেল করেছে ৷ একসঙ্গে এত পড়ুয়া কীভাবে ফেল করতে পারে ? এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অকৃতকার্য পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভরতি নেওয়া হয়নি ৷ দেরিতে ভরতি প্রক্রিয়া শেষ হওয়ায় অধিকাংশ পড়ুয়া সিলেবাস শেষ করতে পারেননি ৷ পাশাপাশি পরীক্ষার উত্তরপত্রের সঠিক মূল্যায়ণ হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে ৷

মুন্সী প্রেমচাঁদ কলেজের ছাত্রী রুকসানা খাতুন বলেন, "একসঙ্গে 90 শতাংশ পড়ুয়া ফেল করা কখনই সম্ভব নয় ৷ মাত্র পাঁচজন পাশ করেছে ৷ আমাদের খাতা ঠিক করে দেখাই হয়নি ৷ আবার প্রতিটা পেপারের পুনর্মূল্যায়ণের জন্য 100 টাকা করে দিতে বলা হয়েছে ৷ আমরা চাই আমাদের খাতা বিনামূল্যে ফের দেখা হোক ৷ না হলে আমাদের আবার পরীক্ষার ব্যবস্থা করা হোক ৷"

আরও পড়ুন:

  1. অচলাবস্থা কাটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, 10 শতাংশ হারে বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের
  2. অস্থায়ী কর্মীদের বিক্ষোভে অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ঘেরাও উপাচার্যকে

দার্জিলিং, 28 ফেব্রুয়ারি: দু’টি পৃথক আন্দোলনকে ঘিরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ একদিকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের আন্দোলন ৷ অন্যদিকে, প্রথম ও পঞ্চম সেমেস্টারের 90 শতাংশ পড়ুয়ার অকৃতকার্য হওয়া ৷ দুই তরফে অবস্থান বিক্ষোভে উত্তাল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর ৷ বুধবার দিনভর আন্দোলন চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিতরে ও বাইরে ৷

অস্থায়ী কর্মচারীরা জানিয়েছেন, সম্প্রতি 16 শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন তাঁরা ৷ সেই আন্দোলনের জেরে কর্মীদের 10 শতাংশ হারে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারিও করা হয় ৷ সেই মতো মার্চ মাস থেকে বেতন বৃদ্ধির প্রক্রিয়াও শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু, হঠাৎই তা বাতিল হয়ে যায় ৷ অস্থায়ী কর্মচারীদের অভিযোগ, আচমকাই উপাচার্য এস রবীন্দ্রন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে আরেকটি নির্দেশিকা জারি করেন ৷ সেখানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানান উপাচার্য ৷

বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ৷ এদিন সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ-আন্দোলন ৷ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তন্ময় বাগচী বলেন, "বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করার পর, কেন তা প্রত্যাহার করলেন রাজ্যপাল এবং উপাচার্য ৷ অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে ৷ তা না হলে, ফের বৃহত্তর আন্দোলন করা হবে ৷"

অন্যদিকে, এদিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশকিছু কলেজের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের প্রথম ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষায় 90 শতাংশ পড়ুয়া ফেল করেছে ৷ একসঙ্গে এত পড়ুয়া কীভাবে ফেল করতে পারে ? এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অকৃতকার্য পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভরতি নেওয়া হয়নি ৷ দেরিতে ভরতি প্রক্রিয়া শেষ হওয়ায় অধিকাংশ পড়ুয়া সিলেবাস শেষ করতে পারেননি ৷ পাশাপাশি পরীক্ষার উত্তরপত্রের সঠিক মূল্যায়ণ হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে ৷

মুন্সী প্রেমচাঁদ কলেজের ছাত্রী রুকসানা খাতুন বলেন, "একসঙ্গে 90 শতাংশ পড়ুয়া ফেল করা কখনই সম্ভব নয় ৷ মাত্র পাঁচজন পাশ করেছে ৷ আমাদের খাতা ঠিক করে দেখাই হয়নি ৷ আবার প্রতিটা পেপারের পুনর্মূল্যায়ণের জন্য 100 টাকা করে দিতে বলা হয়েছে ৷ আমরা চাই আমাদের খাতা বিনামূল্যে ফের দেখা হোক ৷ না হলে আমাদের আবার পরীক্ষার ব্যবস্থা করা হোক ৷"

আরও পড়ুন:

  1. অচলাবস্থা কাটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, 10 শতাংশ হারে বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের
  2. অস্থায়ী কর্মীদের বিক্ষোভে অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ঘেরাও উপাচার্যকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.