কলকাতা, 10 সেপ্টেম্বর: একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে তখন বুধবার থেকে 72 ঘণ্টার ট্রাক ধর্মঘট ডাকল ট্রাক মালিক ও চালক পক্ষ। পরিবহণ দফতরের পক্ষ থেকে তাদের দাবি মানা না-হলে লাগাতার ধর্মঘটের পথেই হাঁটবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে ট্রাক মালিক পক্ষ। এর ফলে বাজারে জিনিসপত্রের সংকট দেখা দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
সাত দফা দাবিতে আগামিকাল থেকে রাজ্যজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক সংগঠনগুলি। ওভারলোড বন্ধ করা থেকে শুরু করে পুলিশি জুলুম প্রতিবাদের মতো একাধিক দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে ট্রাক মালিক সংগঠন ৷ পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনও সুরাহা হয়নি। তাই এবার বাধ্য হয়েই কর্মবিরতিতে ট্রাক মালিক ও চালক।
ট্রাক মালিকরা হুঁশিয়ারি দিয়েছেন, এই তিনদিন সারা রাজ্যে কোনও ট্রাক পরিবহণ হবে না এবং অন্য রাজ্যের কোন ট্রাক তারা এই রাজ্যে প্রবেশ করতে দেবেন না। এরপরেও যদি তাদের সমস্যাগুলি খতিয়ে না দেখে কোন পদক্ষেপ না করা হয় তাহলে লাগাতার অন্য পরিবহণের ধর্মঘটের ডাক দেবেন বলেই জানিয়েছেন তারা। এর ফলে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ ট্রাক পণ্য পরিবহণ করবে না।
তাঁদের সাত দফা দাবিগুলি হল-
- অবিলম্বে ওভারলোড বন্ধ করা। ট্রাক চালকদের উপর ডাক পার্টি, পুলিশ এবং সিভিক পুলিশদের জুলুমবাজি বন্ধ করতে হবে।
- যত্রযত্র নিজের খেয়াল খুশি মতো পুলিশরা যে ট্রাকগুলিকে কেস দেয় সেসব বন্ধ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই এই সমস্ত অভিযোগের কোনও সত্যতা থাকে না।
- মোটর ভেহিকেল বিভাগের ইন্সপেক্টর এবং আধিকারিকরাও নিজেদের ইচ্ছামতো মামলা চাপিয়ে দেন ট্রাক মালিককে দের উপরে সেই অবিচার বন্ধ করতে হবে।
- 15 বছরের পরিবর্তে ট্রাক বাতিলের বয়স 20 করা হোক।
- বিএলআরওরা ট্রাক মালিকদের উপরে যে জুলুমবাজি চালায় তা বন্ধ করতে হবে ৷
- বেআইনি বালি খাদানগুলিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "কিছুতেই বন্ধ হচ্ছে না ওভার লোডিংয়ের সমস্যা। যেসব ব্যবসায়ীদের লরিতে বেশি মাল লোড হচ্ছে তাদের থেকেই মাল কেনা হচ্ছে। অন্যদিকে, আমাদের কাছে কম মাল থাকছে বলে আমাদের বিক্রি পড়ে গিয়েছে। যেগুলো ওভারলোড গাড়ি সেগুলিকে অনেক ক্ষেত্রেই ছেড়ে দেওয়া হচ্ছে ৷ তাই আগামিকাল থেকে রাজ্যজুড়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হল।"