জলপাইগুড়ি, 11 মে: রাতের শহরে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বুথে ধাক্কা মেরে ফুটপাতে উঠে গেল পণ্য বোঝাই ট্রাক । অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাফিক পুলিশ কর্মীরা । তবে ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাস্তায় থাকা এক ব্যক্তি । আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘাতক ট্রাকটিকে আটক করেছে কোতয়ালি থানার পুলিশ । চালকের খোঁজ চলছে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির অসম মোড়ে ।
জানা গিয়েছে, পণ্য বোঝাই একটি ট্রাক ময়নাগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল । 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় জলপাইগুড়ি অসম মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় । জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীরা যেখান থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করেন সেই রাস্তার ধারে থাকা পুলিশের বুথে গিয়ে ধাক্কা মারে ট্রাকটি । এরপরে ট্রাফিক বুথটিকে উড়িয়ে নিয়ে ট্রাকটি ফুটপাতে উঠে যায় । ঘটনাটি রাতে হওয়ার কারণে সেই সময় ট্রাফিক বুথে কেউ ছিল না ৷ এর ফলে বড়সড় ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷ প্রাণে বেঁচে গিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মীরা ।
জলপাইগুড়ি হাইওয়ে ট্রাফিক সূত্রে খবর, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল । তার জেরে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ট্রাফিক বুথ ভেঙে দিয়ে ফুটপাতে উঠে পড়ে ৷ এটা রাতের বেলা না হয়ে দিনে ঘটলে বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত হতে পারত । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ চালক মদ্যপ অবস্থায় ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ৷
আরও পড়ুন: