মালদা, 8 সেপ্টেম্বর: মেয়েদের রাত দখল কর্মসূচির পর মালদা শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূলের দলীয় পতাকা রাস্তায় পড়ে থাকতে দেখা যায় । এ নিয়ে জেলা তৃণমূলের সভাপতি বিজেপি কর্মীদের দায়ী করে চামড়া খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন । এবার রাস্তায় ফেলে পেটানোর হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ।
শনিবার বিকেলে মালদা শহরে আয়োজিত আরজি কর-কাণ্ডের প্রতিবাদ সভার মঞ্চ থেকে তিনি বলেন, "রাতের অন্ধকারে সাধারণ মানুষের আন্দোলনে মিশে, ছাত্র আন্দোলনের পেছনে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলা হয়েছে । এমনকি আমাদের দলীয় পতাকাতে আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে । কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে । আমরা মনে করলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের পিটিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম । কিন্তু আমরা কাউকে পেটাইনি বা মারিনি ।"
তাঁর কথায়, "আমরা মারধর করিনি কারণ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন । আমরা যাকে মারব, তার মৃত্যুও হতে পারে । সেই কারণে আমরা কিছু করিনি । সিপিএম-বিজেপির লোকজন মনে করবেন না, তৃণমূল ভয় পেয়ে গিয়েছে । যারা এই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে সিপিএম-বিজেপির দালালি করছে, তাদের আমরা চিহ্নিত করে শিক্ষা দিতে পারি । আগামিদিনে এ ধরনের ঘটনা ঘটলে আমরা চুপ করে থাকব না ।"
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু পালটা তৃণমূলকে কটাক্ষ করেছেন ৷ তিনি বলেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি । শুধুমাত্র তৃণমূলের কর্মীরা নন, রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন । এরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতার আসনে টিকে থাকতে চাইছে । আর স্বয়ং মুখ্যমন্ত্রী এদের মদত দিচ্ছেন ।"
উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর সারা রাজ্যের পাশাপাশি মালদা শহরেও মেয়েদের রাত দখল কর্মসূচি আয়োজিত হয় । আন্দোলনকারীদের মধ্যে আরজি কর ইস্যুতে শাসকের বিরুদ্ধে ক্ষোভ সঞ্চার হওয়ার বিষয়টি প্রতিটি স্লোগানেই বোঝা যাচ্ছিল । সেই কর্মসূচি শেষে দেখা যায়, কেউ বা কারা পোস্ট অফিস মোড়ে থাকা তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয় । এই ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করে তৃণমূল ৷ বিজেপি কর্মীদের চামড়া টেনে খুলে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি । এবার সেই ইস্যুতেই বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে পেটানোর হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ।