ETV Bharat / state

রাষ্ট্রপতি শাসনের দাবি তোলার এক্তিয়ারই নেই কেন্দ্রীয় কমিশনগুলির, রেখা শর্মাকে পালটা জবাব তৃণমূলের - President Rule

TMC on President Rule: সোমবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ৷ পরে তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্য়াগ চেয়েছেন তিনি ৷ এই নিয়ে পালটা সরব হয়েছে তৃণমূল ৷

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:51 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে পালটা সরব হল তৃণমূল কংগ্রেস ৷ সন্দেশখালি পরিদর্শনের পর যখন রেখা শর্মা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বললেন, তখন পালটা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি কেন রেখা শর্মা তোলেননি, সেই প্রশ্ন নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস ৷

সোমবার এ দিন সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এই যে একের পর এক কমিশন রাজ্যে আসছে ৷ তার পর রাষ্ট্রপতির কাছে গিয়ে ছবি তুলছেন ৷ রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন ৷ এর এক্তিয়ার তাদের নেই ৷’’

এছাড়া এই নিয়ে সোশাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী শশী পাঁজা ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ (সোমবার), রেখা শর্মা রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত বলে দাবি করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন ৷ কিন্তু মণিপুরে হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করা থেকে তাঁকে কে আটকেছিল ? কী এমন সমস্যা ছিল যে তিনি এই নিয়ে জবাবদিহি চাইতে বিরত হলেন ?’’

এ দিন সকালেও জাতীয় মহিলা কমিশনের সফর নিয়ে কটাক্ষ করেছিলেন শশী পাঁজা ৷ তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, চোপড়ায় কেন যাচ্ছেন না রেখা শর্মা ? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? কেন মণিপুরে যায়নি জাতীয় মহিলা কমিশন ? সাক্ষী মালিকদের বিরুদ্ধে অত্য়াচার নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?

অন্যদিকে সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেও এ দিন কুণাল ঘোষও সরব হয়েছেন ৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা করা যায় না ৷ তার পরই বিরোধীদের আইনজীবীরা একের পর এক পিটিশন তুলে নিচ্ছেন বলে খবর আসছে ৷ এটাই তো স্বাভাবিক ৷’’

তিনি আরও বলেন, ‘‘মণিপুর জ্বলছে ৷ এত মাস হয়ে গেল, গণহত্যা, গণধর্ষণ, লুটপাঠ, সর্বনাশ হচ্ছে মানুষের ৷ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালিতে কী হয়েছে ? একটা মিথ্যা অভিযোগ দিয়ে অতিরঞ্জিত গল্প তৈরি করে, নারী নির্যাতনের কাল্পনিক কাহিনি তৈরি করে ভূতের গল্প শোনাচ্ছে ৷ ভূত কেউ নিজের চোখে দেখেনি ৷’’

তাঁর আরও দাবি, ‘‘যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিল যে মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনাই হয় না, যারা কুৎসা করছে তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ এই কুৎসা বন্ধ হোক ৷’’

আরও পড়ুন:

  1. রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, মত মহিলা কমশিনের; মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন রেখা
  2. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
  3. 'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার

কলকাতা, 19 ফেব্রুয়ারি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে পালটা সরব হল তৃণমূল কংগ্রেস ৷ সন্দেশখালি পরিদর্শনের পর যখন রেখা শর্মা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বললেন, তখন পালটা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি কেন রেখা শর্মা তোলেননি, সেই প্রশ্ন নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস ৷

সোমবার এ দিন সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এই যে একের পর এক কমিশন রাজ্যে আসছে ৷ তার পর রাষ্ট্রপতির কাছে গিয়ে ছবি তুলছেন ৷ রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন ৷ এর এক্তিয়ার তাদের নেই ৷’’

এছাড়া এই নিয়ে সোশাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী শশী পাঁজা ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ (সোমবার), রেখা শর্মা রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত বলে দাবি করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন ৷ কিন্তু মণিপুরে হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করা থেকে তাঁকে কে আটকেছিল ? কী এমন সমস্যা ছিল যে তিনি এই নিয়ে জবাবদিহি চাইতে বিরত হলেন ?’’

এ দিন সকালেও জাতীয় মহিলা কমিশনের সফর নিয়ে কটাক্ষ করেছিলেন শশী পাঁজা ৷ তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, চোপড়ায় কেন যাচ্ছেন না রেখা শর্মা ? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? কেন মণিপুরে যায়নি জাতীয় মহিলা কমিশন ? সাক্ষী মালিকদের বিরুদ্ধে অত্য়াচার নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?

অন্যদিকে সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেও এ দিন কুণাল ঘোষও সরব হয়েছেন ৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা করা যায় না ৷ তার পরই বিরোধীদের আইনজীবীরা একের পর এক পিটিশন তুলে নিচ্ছেন বলে খবর আসছে ৷ এটাই তো স্বাভাবিক ৷’’

তিনি আরও বলেন, ‘‘মণিপুর জ্বলছে ৷ এত মাস হয়ে গেল, গণহত্যা, গণধর্ষণ, লুটপাঠ, সর্বনাশ হচ্ছে মানুষের ৷ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালিতে কী হয়েছে ? একটা মিথ্যা অভিযোগ দিয়ে অতিরঞ্জিত গল্প তৈরি করে, নারী নির্যাতনের কাল্পনিক কাহিনি তৈরি করে ভূতের গল্প শোনাচ্ছে ৷ ভূত কেউ নিজের চোখে দেখেনি ৷’’

তাঁর আরও দাবি, ‘‘যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিল যে মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনাই হয় না, যারা কুৎসা করছে তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ এই কুৎসা বন্ধ হোক ৷’’

আরও পড়ুন:

  1. রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, মত মহিলা কমশিনের; মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন রেখা
  2. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
  3. 'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.