ETV Bharat / state

'নির্বাচনে নাক গলাচ্ছেন রাজ্যপাল', কমিশনে নালিশ তৃণমূলের - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

TMC complains against Guv to EC: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস ৷ দলের তরফে কমিশনকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছে যে, ভোটের আগে কীভাবে 'লোগ সভা' নাম দিয়ে পোর্টাল চালু করতে পারেন রাজ্যপাল ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 5:57 PM IST

Updated : Mar 22, 2024, 6:09 PM IST

কলকাতা, 22 মার্চ: আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন নির্বাচনের ক'দিন পথেই থাকবেন তিনি । এখানেই শেষ নয়, তিনি রাজভবনে নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে আলাদা সেল খোলার কথাও জানিয়েছিলেন ৷ আর এর বিরুদ্ধেই এ বার নির্বাচন কমিশনে নালিশ জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন রাজ্যপাল ৷ সরাসরি এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, লোকসভা নির্বাচনের সময় কীভাবে 'লোগ সভা' নাম দিয়ে একটি পোর্টাল চালু করতে পারেন রাজ্যপাল । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সমান্তরাল প্রশাসন চালিয়ে লোকসভা নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করছে রাজভবন । তৃণমূলের আরজি, এই 'সমান্তরাল ব্যবস্থা' রুখতে হস্তক্ষেপ করুক কমিশন ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময়ও এভাবেই গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । সে সময়ও ভোট হিংসা রুখতে পিস রুম খুলেছিলেন তিনি । সেই সময় এবং বর্তমানে রাজ্যপালের এই সক্রিয়তাকে যে তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না তা তাদের কাজকর্ম থেকেই স্পষ্ট । আর সে কারণেই এ দিন দেওয়া চিঠিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, রাজ্যপাল হিংসামুক্ত ভোট পরিচালনার কথা বলে পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটেও সমান্তরাল প্রশাসন চালু করতে চাইছে, যা আদতে নির্বাচনী বিধিভঙ্গের সমান । অবিলম্বে কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে । শাসক দল মনে করছে পোর্টাল চালু করে শান্তির ভোটের নামে আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে । আর সেই জায়গা থেকেই এই পোর্টালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।

এ দিন এই নিয়ে ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন । তিনি বলেন, "রাজ্যপালের আচরণ সাম্প্রতিক সময়ে আদেও রাজ্যপাল সুলভ নয় । তিনি বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছেন । তাঁর দায়িত্ব যেখানে তাঁর সাংবিধানিক পার্টনার মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করা, সেখানে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন । সে কারণেই রাজ্যপালের এই পদক্ষেপে অতি সক্রিয়তা দেখছে দল । নির্বাচন পরিচালনার দায়িত্ব যেখানে নির্বাচন কমিশনের, সেখানে তিনি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন ৷"

আরও পড়ুন:

  1. জবরদখল ভোট করায় কারা? অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল
  2. 'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের
  3. নয়া উদ্যোগ! লোকসভা ভোটের সময় টোটো নিয়ে রাস্তায় ঘুরবেন রাজ্যপাল

কলকাতা, 22 মার্চ: আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন নির্বাচনের ক'দিন পথেই থাকবেন তিনি । এখানেই শেষ নয়, তিনি রাজভবনে নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে আলাদা সেল খোলার কথাও জানিয়েছিলেন ৷ আর এর বিরুদ্ধেই এ বার নির্বাচন কমিশনে নালিশ জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন রাজ্যপাল ৷ সরাসরি এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, লোকসভা নির্বাচনের সময় কীভাবে 'লোগ সভা' নাম দিয়ে একটি পোর্টাল চালু করতে পারেন রাজ্যপাল । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সমান্তরাল প্রশাসন চালিয়ে লোকসভা নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করছে রাজভবন । তৃণমূলের আরজি, এই 'সমান্তরাল ব্যবস্থা' রুখতে হস্তক্ষেপ করুক কমিশন ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময়ও এভাবেই গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । সে সময়ও ভোট হিংসা রুখতে পিস রুম খুলেছিলেন তিনি । সেই সময় এবং বর্তমানে রাজ্যপালের এই সক্রিয়তাকে যে তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না তা তাদের কাজকর্ম থেকেই স্পষ্ট । আর সে কারণেই এ দিন দেওয়া চিঠিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, রাজ্যপাল হিংসামুক্ত ভোট পরিচালনার কথা বলে পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটেও সমান্তরাল প্রশাসন চালু করতে চাইছে, যা আদতে নির্বাচনী বিধিভঙ্গের সমান । অবিলম্বে কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে । শাসক দল মনে করছে পোর্টাল চালু করে শান্তির ভোটের নামে আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে । আর সেই জায়গা থেকেই এই পোর্টালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।

এ দিন এই নিয়ে ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন । তিনি বলেন, "রাজ্যপালের আচরণ সাম্প্রতিক সময়ে আদেও রাজ্যপাল সুলভ নয় । তিনি বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছেন । তাঁর দায়িত্ব যেখানে তাঁর সাংবিধানিক পার্টনার মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করা, সেখানে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন । সে কারণেই রাজ্যপালের এই পদক্ষেপে অতি সক্রিয়তা দেখছে দল । নির্বাচন পরিচালনার দায়িত্ব যেখানে নির্বাচন কমিশনের, সেখানে তিনি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন ৷"

আরও পড়ুন:

  1. জবরদখল ভোট করায় কারা? অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল
  2. 'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের
  3. নয়া উদ্যোগ! লোকসভা ভোটের সময় টোটো নিয়ে রাস্তায় ঘুরবেন রাজ্যপাল
Last Updated : Mar 22, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.