ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসায় থামল সেলাই মেশিনের চাকা! ফিরোজার মাথায় 'বজ্রপাত' - Post Poll Violence

POST POLL VIOLENCE IN DURGAPUR: ফলপ্রকাশ হতেই ভোট পরবর্তী হিংসার সাক্ষী দুর্গাপুর ৷ সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল ৷

Post Poll Violence
ভোট পরবর্তী হিংসায় পুড়ে ছাই দোকান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 6:48 PM IST

দুর্গাপুর, 5 জুন: বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে আয়ের দিশা দেখিয়েছিলেন ফিরোজা খাতুন । ভোট পরবর্তী হিংসার আগুনে ভস্মীভূত সেই দোকান। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকায় ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মহুয়াবাগান এলাকায় সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মহম্মদ আলী শেখ । সেই অপরাধেই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে।

সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের সেলাইয়ের দোকানে আগুন (ইটিভি ভারত)

মহম্মদ আলী শেখের অভিযোগ, "লোকসভা নির্বাচনের আগে থেকেই নানা ভাষায় হুমকি দিত তৃণমূলের লোকেরা । নির্বাচনের ফলাফল ঘোষণার পরের রাতেই জ্বালিয়ে দেওয়া হল মেয়ের দোকান । ঋণ নিয়ে চারটি সেলাই মেশিন কিনেছিল মেয়ে । পাড়ার বেশ কয়েকটা মেয়েও ফিরোজার দোকানে কাজ করে সংসার চালাত। কিন্তু মেয়ে কোনও দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে বড়ই সর্বনাশ করে দিল তৃণমূলের বাহিনী ।"

ফিরোজা খাতুন বলেন, "আমি কোনও রাজনৈতিক দলই করতাম না । ঋণ নিয়ে চারটি সেলাই মেশিন কিনেছিলাম । এই দোকান থেকে যেটুকু রোজগার হতো তাতেই কোনওরকমে সংসার চলত আমাদের। আমার দোকানে কয়েকজন কাজও করত ৷ দোকান জ্বালিয়ে দেওয়ায় তাঁদেরও রোজকার থেমে গেল। আমিও এখন অথৈ জলে পড়ে গেলাম । কিভাবে মাথা তুলে দাঁড়াব ভেবে কূল পাচ্ছি না।"

এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে না। এই কাজ বিজেপির। আমাদের প্রতিনিধি দল এলাকায় এলাকায় পৌঁছে যাবে । যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানাচ্ছি পুলিশকে ।"

দুর্গাপুর, 5 জুন: বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে আয়ের দিশা দেখিয়েছিলেন ফিরোজা খাতুন । ভোট পরবর্তী হিংসার আগুনে ভস্মীভূত সেই দোকান। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকায় ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মহুয়াবাগান এলাকায় সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মহম্মদ আলী শেখ । সেই অপরাধেই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে।

সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের সেলাইয়ের দোকানে আগুন (ইটিভি ভারত)

মহম্মদ আলী শেখের অভিযোগ, "লোকসভা নির্বাচনের আগে থেকেই নানা ভাষায় হুমকি দিত তৃণমূলের লোকেরা । নির্বাচনের ফলাফল ঘোষণার পরের রাতেই জ্বালিয়ে দেওয়া হল মেয়ের দোকান । ঋণ নিয়ে চারটি সেলাই মেশিন কিনেছিল মেয়ে । পাড়ার বেশ কয়েকটা মেয়েও ফিরোজার দোকানে কাজ করে সংসার চালাত। কিন্তু মেয়ে কোনও দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে বড়ই সর্বনাশ করে দিল তৃণমূলের বাহিনী ।"

ফিরোজা খাতুন বলেন, "আমি কোনও রাজনৈতিক দলই করতাম না । ঋণ নিয়ে চারটি সেলাই মেশিন কিনেছিলাম । এই দোকান থেকে যেটুকু রোজগার হতো তাতেই কোনওরকমে সংসার চলত আমাদের। আমার দোকানে কয়েকজন কাজও করত ৷ দোকান জ্বালিয়ে দেওয়ায় তাঁদেরও রোজকার থেমে গেল। আমিও এখন অথৈ জলে পড়ে গেলাম । কিভাবে মাথা তুলে দাঁড়াব ভেবে কূল পাচ্ছি না।"

এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে না। এই কাজ বিজেপির। আমাদের প্রতিনিধি দল এলাকায় এলাকায় পৌঁছে যাবে । যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানাচ্ছি পুলিশকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.