ETV Bharat / state

তৃণমূল নেতার কালীপুজোর ভাসানে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য; পাপের প্রায়শ্চিত্ত, কটাক্ষ বিজেপির

রতন টাটার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো ছিল ৷ পর্যাপ্ত জমি না-পেয়ে ন্যানো কারখানা সরেছিল ৷ কালীপুজোর ভাসানের শোভাযাত্রা থেকে দাবি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ৷

TRIBUTE TO RATAN TATA BY TMC
রায়গঞ্জে তৃণমূল নেতার কালীপুজোর শোভাযাত্রা ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 2:35 PM IST

রায়গঞ্জ, 5 নভেম্বর: রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের কালীপুজোর বিসর্জনে ৷ তাঁর ছবি দেওয়া ট্যাবলো দেখা গেল বিসর্জনের শোভাযাত্রায় ৷ যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও ৷ আর তৃণমূল নেতার পুজোয় রতন টাটাকে শ্রদ্ধাজ্ঞাপনের ঘটনায় হতবাক রায়গঞ্জবাসী ৷ এমনকি জেলার রাজনৈতিক মহলেও কানাঘুষো শুরু হয়েছে ৷ যদিও, এই শ্রদ্ধার্ঘ্যকে 'পাপের প্রায়শ্চিত্ত' বলে কটাক্ষ করেছে জেলার বিজেপি নেতৃত্ব ৷

সোমবার সন্ধেয় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরোয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও ৷ গত কয়েকবছর ধরে বড় করে এই কালীপুজোর আয়োজন হয় ৷ এবার সেই কালীপুজোর বিসর্জনে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে শ্রদ্ধা জানানো হয়েছে ৷

তৃণমূল নেতার কালীপুজোয় রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ৷ (ইটিভি ভারত)

যা দেখে চোখ কপালে উঠেছে একাংশের ৷ কানাঘুষো চলছে, যে রতন টাটা তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির প্রজেক্ট সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই তৃণমূলেরই এক নেতার পুজোয় রতন টাটাকে শ্রদ্ধা জানানো হচ্ছে ! এ নিয়ে শাসকদলকে কটাক্ষও করেছে বিরোধী বিজেপি ৷

যদিও, রায়গঞ্জের বিধায়কের দাবি অন্য ৷ তাঁর মতে, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য রতন টাটা সিঙ্গুর থেকে শিল্প সরিয়ে নিয়ে যাননি ৷ সেই সময় বাম সরকার পর্যাপ্ত জমি দিতে পারেনি বলেই ন্যানো গাড়ির কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিল টাটা গোষ্ঠী ৷

TRIBUTE TO RATAN TATA BY TMC
রায়গঞ্জে তৃণমূল নেতার কালীপুজোর শোভাযাত্রা ৷ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "রতন টাটা ভারতকে গর্বিত করেছেন ৷ তাঁর চলে যাওয়াটা ভারতের বড় ক্ষতি ৷ তাঁকে সারা দেশ ভালোবাসে, শ্রদ্ধা করে ৷ সেইজন্য কালীপুজোর শোভাযাত্রায় আমরা তাঁকে শ্রদ্ধা জানালাম ৷ আর সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরে গিয়েছিল অন্য কারণে ৷ সেই সময় সরকার পর্যাপ্ত জমি গাড়ি কারখানার জন্য দিতে পারেনি ৷ তবে, গাড়ি কারখানা তৈরি করতে না-পারলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল ৷"

বিধায়কের এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বাসুদেব সরকার ৷ তিনি বলেন, "এ তো তৃণমূল কংগ্রেসের পাপের প্রায়শ্চিত্ত ৷ এটা জুতো মেরে, গরু দান করছে ৷ শিল্পবিমুখ এই রাজ্যে টাটাগোষ্ঠী গাড়ির কারখানা তৈরি করার উদ্যোগ নিয়েছিল ৷ এই কারখানা হলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হত ৷ এখন নাটক করে রতন টাটাকে শ্রদ্ধা জানানো হচ্ছে ৷ এই নাটকে মানুষ ভুলছে না ৷ সঠিক জায়গায় তার জবাব দেবে সাধারণ মানুষ ৷"

রায়গঞ্জ, 5 নভেম্বর: রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের কালীপুজোর বিসর্জনে ৷ তাঁর ছবি দেওয়া ট্যাবলো দেখা গেল বিসর্জনের শোভাযাত্রায় ৷ যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও ৷ আর তৃণমূল নেতার পুজোয় রতন টাটাকে শ্রদ্ধাজ্ঞাপনের ঘটনায় হতবাক রায়গঞ্জবাসী ৷ এমনকি জেলার রাজনৈতিক মহলেও কানাঘুষো শুরু হয়েছে ৷ যদিও, এই শ্রদ্ধার্ঘ্যকে 'পাপের প্রায়শ্চিত্ত' বলে কটাক্ষ করেছে জেলার বিজেপি নেতৃত্ব ৷

সোমবার সন্ধেয় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরোয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও ৷ গত কয়েকবছর ধরে বড় করে এই কালীপুজোর আয়োজন হয় ৷ এবার সেই কালীপুজোর বিসর্জনে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে শ্রদ্ধা জানানো হয়েছে ৷

তৃণমূল নেতার কালীপুজোয় রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ৷ (ইটিভি ভারত)

যা দেখে চোখ কপালে উঠেছে একাংশের ৷ কানাঘুষো চলছে, যে রতন টাটা তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির প্রজেক্ট সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই তৃণমূলেরই এক নেতার পুজোয় রতন টাটাকে শ্রদ্ধা জানানো হচ্ছে ! এ নিয়ে শাসকদলকে কটাক্ষও করেছে বিরোধী বিজেপি ৷

যদিও, রায়গঞ্জের বিধায়কের দাবি অন্য ৷ তাঁর মতে, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য রতন টাটা সিঙ্গুর থেকে শিল্প সরিয়ে নিয়ে যাননি ৷ সেই সময় বাম সরকার পর্যাপ্ত জমি দিতে পারেনি বলেই ন্যানো গাড়ির কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিল টাটা গোষ্ঠী ৷

TRIBUTE TO RATAN TATA BY TMC
রায়গঞ্জে তৃণমূল নেতার কালীপুজোর শোভাযাত্রা ৷ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "রতন টাটা ভারতকে গর্বিত করেছেন ৷ তাঁর চলে যাওয়াটা ভারতের বড় ক্ষতি ৷ তাঁকে সারা দেশ ভালোবাসে, শ্রদ্ধা করে ৷ সেইজন্য কালীপুজোর শোভাযাত্রায় আমরা তাঁকে শ্রদ্ধা জানালাম ৷ আর সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরে গিয়েছিল অন্য কারণে ৷ সেই সময় সরকার পর্যাপ্ত জমি গাড়ি কারখানার জন্য দিতে পারেনি ৷ তবে, গাড়ি কারখানা তৈরি করতে না-পারলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল ৷"

বিধায়কের এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বাসুদেব সরকার ৷ তিনি বলেন, "এ তো তৃণমূল কংগ্রেসের পাপের প্রায়শ্চিত্ত ৷ এটা জুতো মেরে, গরু দান করছে ৷ শিল্পবিমুখ এই রাজ্যে টাটাগোষ্ঠী গাড়ির কারখানা তৈরি করার উদ্যোগ নিয়েছিল ৷ এই কারখানা হলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হত ৷ এখন নাটক করে রতন টাটাকে শ্রদ্ধা জানানো হচ্ছে ৷ এই নাটকে মানুষ ভুলছে না ৷ সঠিক জায়গায় তার জবাব দেবে সাধারণ মানুষ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.