ETV Bharat / state

পিছিয়ে পড়তেই শুনলেন গো-ব্যাক স্লোগান, দিলীপের শরীরী ভাষা অন্য বার্তা দিচ্ছে ? - Lok Sabha Election Results 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 11:52 AM IST

Updated : Jun 4, 2024, 1:17 PM IST

Dilip Ghosh: পিছিয়ে পড়তেই দিলীপ ঘোষকে দেখে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ তবে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর শরীরী ভাষা যেন অন্য এক বার্তা দিল ৷

ETV BHARAT
দিলীপের শরীরী ভাষা কি অন্য বার্তা দিচ্ছে ? (নিজস্ব ছবি)

বর্ধমান, 4 জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভার গণনাকেন্দ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তখন প্রবেশ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ আর ঠিক সেই সময়ই মাইকে ঘোষণা - 23 হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ । বিজেপি প্রার্থী গণনাকেন্দ্রে প্রবেশ করার পথেই এই ঘোষণা শুনে তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ উঠল জোর গলায় 'জয় বাংলা' স্লোগান । তবে এতে আদৌ ক্ষেপে না-গিয়ে, দিলীপ ঘোষ হাসিমুখে তৃণমূল কর্মীদেরের দিকে হাত নাড়লেন ।

দিলীপের শরীরী ভাষা অন্য বার্তা দিচ্ছে ? (নিজস্ব ভিডিয়ো)

এই নিয়েই অস্বস্তির পরিবেশ তৈরি হল গণনাকেন্দ্রের বাইরে । পরিস্থিতি যাতে অপ্রীতিকর না-হয়, সে জন্য তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এরপর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, "গণনা এখনও অনেক বাকি । দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের গণনা বাকি আছে । দেখুন শেষ পর্যন্ত কী হয় ?" অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নন গেরুয়া শিবিরের প্রবীণ এই রাজনীতিক ৷

নির্বাচনের ফলাফল সংক্রান্ত আরও খবর জানুন

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বলে যান, "আমি ইতিমধ্যেই ছক্কা মেরে দিয়েছি ৷" তার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "এই কথা উনি অনেকদিন আগে থেকেই বলছেন । দেখা যাক, শেষ পর্যন্ত বিজয়ীর হাসি কে হাসেন ?" তবে 23 হাজার ভোটে পিছিয়ে পড়ার কারণে দিলীপ ঘোষের শরীরী ভাষা বদলে যাওয়ার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় ৷

এই কেন্দ্রে 13 রাউন্ড গণনা চলবে । সবে মাত্র তিন রাউন্ড শেষ হয়েছে । বাকি 10 রাউন্ডে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 22 গজে ব্যবধান আরও বাড়িয়ে এগিয়ে যাবে তৃণমূল ? নাকি শেষ পথে দাপটের সঙ্গে ব্যাটিং করে জয় ছিনিয়ে নেবে বিজেপি ? তার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা ৷

বর্ধমান, 4 জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভার গণনাকেন্দ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তখন প্রবেশ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ আর ঠিক সেই সময়ই মাইকে ঘোষণা - 23 হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ । বিজেপি প্রার্থী গণনাকেন্দ্রে প্রবেশ করার পথেই এই ঘোষণা শুনে তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ উঠল জোর গলায় 'জয় বাংলা' স্লোগান । তবে এতে আদৌ ক্ষেপে না-গিয়ে, দিলীপ ঘোষ হাসিমুখে তৃণমূল কর্মীদেরের দিকে হাত নাড়লেন ।

দিলীপের শরীরী ভাষা অন্য বার্তা দিচ্ছে ? (নিজস্ব ভিডিয়ো)

এই নিয়েই অস্বস্তির পরিবেশ তৈরি হল গণনাকেন্দ্রের বাইরে । পরিস্থিতি যাতে অপ্রীতিকর না-হয়, সে জন্য তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এরপর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, "গণনা এখনও অনেক বাকি । দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের গণনা বাকি আছে । দেখুন শেষ পর্যন্ত কী হয় ?" অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নন গেরুয়া শিবিরের প্রবীণ এই রাজনীতিক ৷

নির্বাচনের ফলাফল সংক্রান্ত আরও খবর জানুন

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বলে যান, "আমি ইতিমধ্যেই ছক্কা মেরে দিয়েছি ৷" তার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "এই কথা উনি অনেকদিন আগে থেকেই বলছেন । দেখা যাক, শেষ পর্যন্ত বিজয়ীর হাসি কে হাসেন ?" তবে 23 হাজার ভোটে পিছিয়ে পড়ার কারণে দিলীপ ঘোষের শরীরী ভাষা বদলে যাওয়ার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় ৷

এই কেন্দ্রে 13 রাউন্ড গণনা চলবে । সবে মাত্র তিন রাউন্ড শেষ হয়েছে । বাকি 10 রাউন্ডে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 22 গজে ব্যবধান আরও বাড়িয়ে এগিয়ে যাবে তৃণমূল ? নাকি শেষ পথে দাপটের সঙ্গে ব্যাটিং করে জয় ছিনিয়ে নেবে বিজেপি ? তার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা ৷

Last Updated : Jun 4, 2024, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.