ETV Bharat / state

হকারমুক্ত থাকুক শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রস্তাব পুর-কমিটির - KOLKATA HAWKER EVICTION DRIVE

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর তৈরি কমিটির কাছে কলকাতা পুরনিগমের টাউন ভেন্ডিং কমিটির প্রস্তাব, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি থাকুক হকার মুক্ত ৷ শহরের কোনও স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পাশে বসবেন না হকাররা ৷

CM Mamata Banerjee
কলকাতা পৌরনিগম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 9:23 PM IST

Updated : Jul 18, 2024, 9:34 PM IST

কলকাতা, 18 জুলাই: নবান্নের বৈঠক থেকে কলকাতায় হকাররাজ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কমিটি তৈরি করে দেন। এবার কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিকে হকার মুক্ত করতে সেই কমিটির কাছেই প্রস্তাব দিল টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র। নবান্নের তৈরি এই কমিটির কাছে 58টি মোড়ের তালিকাও জমা দিয়েছে টিভিসি।

বেপরোয়া হকাররাজে অল্প হলেও রাশ টানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ধমকের পর ৷ পুলিশ ও পুরনিগমের পক্ষ থেকে শুরু হয়েছিল হকার অভিযান । নিউমার্কেট থেকে হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাটের বেশ কিছু অংশ হকার মুক্ত করা হয়েছে ৷ এখনও কমবেশি রাস্তা অর্ধেক দখল করে রয়েছেন বিভিন্ন হকার। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে টাউন ভেন্ডিং কমিটি ৷ কলকাতার গুরুত্বপূর্ণ একাধিক মোডকে চকচকে ও হকার মুক্ত করে রাখাই তাঁগের লক্ষ্য ৷

সূত্রের খবর, টিভিসি অর্থাৎ টাউন ভেন্ডিং কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ মোড় গুলিতে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। যাঁরা আছেন তাঁদের সরিয়ে বিকল্প স্থানে জায়গা করে দেওয়া হবে। প্রতিটি মোড় থেকে ফুটপাথ পর্যন্ত 50 ফুট হকার রাস্তা মুক্ত থাকবে।
উল্লেখ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়র থাকার সময়ও এমন সিদ্ধান্ত হয়েছিল। তবে সেই সবটা খাতায় কলমে রয়ে গিয়েছে দীর্ঘদিন।

টিভিসির এক সদস্যের কথায়, 58টি মোড় হকার মুক্ত করার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোনও স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের গেটের দুদিকে থাকবে না হকার। এখন অনেক হকার নন ভেন্ডিং জোনে আছেন। তাদের ও মোড় গুলিতে থাকা হকারদের পুনর্বাসন দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি ও টিভিসি আলোচনা করে পরিকল্পনা করবে।

কলকাতা, 18 জুলাই: নবান্নের বৈঠক থেকে কলকাতায় হকাররাজ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কমিটি তৈরি করে দেন। এবার কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিকে হকার মুক্ত করতে সেই কমিটির কাছেই প্রস্তাব দিল টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র। নবান্নের তৈরি এই কমিটির কাছে 58টি মোড়ের তালিকাও জমা দিয়েছে টিভিসি।

বেপরোয়া হকাররাজে অল্প হলেও রাশ টানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ধমকের পর ৷ পুলিশ ও পুরনিগমের পক্ষ থেকে শুরু হয়েছিল হকার অভিযান । নিউমার্কেট থেকে হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাটের বেশ কিছু অংশ হকার মুক্ত করা হয়েছে ৷ এখনও কমবেশি রাস্তা অর্ধেক দখল করে রয়েছেন বিভিন্ন হকার। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে টাউন ভেন্ডিং কমিটি ৷ কলকাতার গুরুত্বপূর্ণ একাধিক মোডকে চকচকে ও হকার মুক্ত করে রাখাই তাঁগের লক্ষ্য ৷

সূত্রের খবর, টিভিসি অর্থাৎ টাউন ভেন্ডিং কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ মোড় গুলিতে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। যাঁরা আছেন তাঁদের সরিয়ে বিকল্প স্থানে জায়গা করে দেওয়া হবে। প্রতিটি মোড় থেকে ফুটপাথ পর্যন্ত 50 ফুট হকার রাস্তা মুক্ত থাকবে।
উল্লেখ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়র থাকার সময়ও এমন সিদ্ধান্ত হয়েছিল। তবে সেই সবটা খাতায় কলমে রয়ে গিয়েছে দীর্ঘদিন।

টিভিসির এক সদস্যের কথায়, 58টি মোড় হকার মুক্ত করার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোনও স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের গেটের দুদিকে থাকবে না হকার। এখন অনেক হকার নন ভেন্ডিং জোনে আছেন। তাদের ও মোড় গুলিতে থাকা হকারদের পুনর্বাসন দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি ও টিভিসি আলোচনা করে পরিকল্পনা করবে।

Last Updated : Jul 18, 2024, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.