ঝাড়গ্রাম, 6 অগস্ট: পর্যটকের হঠাৎ বুকে ব্যথা, ঘেমে যাচ্ছে । হার্ট অ্যাটাক নাকি শরীরের অন্য কোনও সমস্যা হয়েছে ! এই অবস্থায় কী করণীয় ? ঝাড়গ্রামে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিলেন ঝাড়গ্রামের বেশকয়েকজন চিকিৎসক ।
সারা বছরই ঝাড়গ্রাম বেড়াতে আসছেন পর্যটকরা । পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবার হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ এবং গাড়ির চালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয় ঝাড়গ্রাম ট্যুরিজমের পক্ষ থেকে। সোমবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সিধু-কানু হলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ঝাড়গ্রাম ব্রাঞ্চের সহযোগিতায় বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী উপস্থিত হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ এবং গাড়ির চালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেন ।
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা বলেন, "বাংলার পর্যটন মানচিত্রের ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা । সারা বছর পর্যটক বেড়াতে আসছেন । আজকের এই প্রশিক্ষণ শিবিরটি খুবই গুরুত্বপূর্ণ । তার কারণ জঙ্গলের ভিতরে আমাদের যে সমস্ত হোম-স্টেগুলি রয়েছে, সেখানে কোনও পর্যটক অসুস্থ হয়ে পড়লে তাঁদের কী প্রাথমিক চিকিৎসা করা উচিত, তা হোমস্টে কর্তৃপক্ষদের জানা থাকলে পর্যটকদের জীবন সুরক্ষিত থাকবে । ঝাড়গ্রাম ট্যুরিজমের এই উদ্যোগটি খুবই ভালো উদ্যোগ ।"
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা, ঝাড়গ্রামের মহাকুমাশাসক শুভজিৎ গুপ্ত ৷ ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ঝাড়গ্রাম শাখার সেক্রেটারি ডা. প্রণবরঞ্জন মজুমদার-সহ ঝাড়গ্রামের বিশিষ্ট চিকিৎসকরা । এদিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বিভিন্ন রোগের উপসর্গ দেখে প্রাথমিক চিকিৎসা করার বিষয়টি তুলে ধরেন পর্যটন ব্যবসায়ীদের কাছে ।
প্রশিক্ষণ শিবিরে যাঁরা প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেন তাঁরা হলেন,
- মেডিসিন বিভাগের চিকিৎসক সুদেষ্ণা ঘোষ
- শল্য চিকিৎসক সুব্রত হাজরা
- অস্থি শল্য চিকিৎসক ধনঞ্জয় পাণ্ডা
- চেস্ট মেডিসিনের চিকিৎসক অর্নাশিস হোতা
- ইএনটি বিশেষজ্ঞ ডা. শঙ্খ চৌধুরী
- চক্ষু চিকিৎসক পার্থপ্রতিম ঘোষ
- শিশুরোগ বিশেষজ্ঞ রাজু আঢ্য
- অ্যানাস্থেশিয়ার চিকিৎসক ডা. প্রসূন ঘোষ
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ঝাড়গ্রাম শাখার সেক্রেটারি ডা. প্রণবরঞ্জন মজুমদার বলেন, "পর্যটকদের কীভাবে প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে, বিভিন্ন রোগের মেডিসিন, সার্জারি, আই, ইএনটি সমস্ত বিষয়ে আলোচনা হয় । আলোচনার শেষে হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ এবং গাড়ির চালকদের হাতে একটি প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট তুলে দেওয়া হয় । এই প্রশিক্ষণ জেলার পর্যটন শিল্পের জন্য বিশেষ গুরুত্ব রাখবে । তার কারণ পর্যটক অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত প্রাথমিক চিকিৎসা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাই করতে পারবেন ।"
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ঝাড়গ্রাম ট্যুরিজমের কর্ণধার সুমিত দত্ত বলেন, "ঝাড়গ্রামে সারা বছর পর্যটক বেড়াতে আসছেন । পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ঝাড়গ্রাম ট্যুরিজমের পক্ষ থেকে হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ এবং গাড়ির চালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয় ৷ আগামী দিনে এই ধরনের প্রশিক্ষণ শিবির আরও করা হবে পর্যটন ব্যবসার উন্নতির জন্য ।"