ETV Bharat / state

মৌসুনি দ্বীপে ভয়াবহ আগুন, ভস্মীভূত টুরিস্ট লজ - Mousuni Island Resorts - MOUSUNI ISLAND RESORTS

Fire in Mousuni Island: বৃহস্পতির ভোরে মৌসুনি দ্বীপের একটি টুরিস্ট লজে ভয়াবহ আগুন ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে ৷ ভস্মীভূত টুরিস্ট লজের সমস্ত জিনিসপত্র ৷ দুর্গাপুজোর মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে লজের মালিক ৷

Fire in Mousuni Island
মৌসুনি দ্বীপে টুরিস্ট লজে আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 12:10 PM IST

মৌসুনি দ্বীপ, 19 সেপ্টেম্বর: ভোরবেলা মৌসুনি দ্বীপে বিধ্বংসী আগুন ৷ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি টুরিস্ট লজ । বৃহস্পতিবার ভোরে দক্ষিণ 24 পরগনা জেলার মৌসুনি দ্বীপে একটি টুরিস্ট লজে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পর্যটকরা ৷ কারোর কোনও ক্ষতি হয়নি ৷

আগুনে ভস্মীভূত টুরিস্ট লজ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এ দিন ভোর 5টার দিকে হঠাৎ ওই টুরিস্ট লজ থেকে আগুনের লেলিহান শিখা বেরতে দেখেন স্থানীয়রা ৷ আগুন দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন । তড়িঘড়ি ওই টুরিস্ট লজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । তার কিছুক্ষণ পরেই একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সেখানে ৷ তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয় । প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ তাঁদের বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু ৷

স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল্লাহর কথায়, "ভোরে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে যাচ্ছিলাম ৷ তখনই দেখলাম দাউদাউ করে জ্বলছে টুরিস্ট লজটি ৷ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি ৷ এলাকাবাসী ও লজের কয়েকজন কর্মী মিলে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি । তারপর বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।"

আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ৷ এটা পর্যটনের সময় ৷ তাই মৌসুনি দ্বীপে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ৷ ফলে এ দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি । তবে দুর্গাপুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন লজের মালিক ।

এ বিষয়ে ওই টুরিস্ট লজের ম্যানেজার সুরজিৎ দাস বলেন,"হঠাৎ বৃহস্পতিবার ভোরে টুরিস্ট লজের এক অংশে আগুন দেখতে পান স্থানীয়রা ৷ এরপর তড়িঘড়ি আমাদের কাছে খবর দেয় । আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি ৷ পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাই ৷ আগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ তাই পাম্প চালাতে পারেনি ৷ তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে ৷ লজের প্রচুর টাকার ক্ষতি হয়ে গিয়েছে ৷"

মৌসুনি দ্বীপ, 19 সেপ্টেম্বর: ভোরবেলা মৌসুনি দ্বীপে বিধ্বংসী আগুন ৷ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি টুরিস্ট লজ । বৃহস্পতিবার ভোরে দক্ষিণ 24 পরগনা জেলার মৌসুনি দ্বীপে একটি টুরিস্ট লজে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পর্যটকরা ৷ কারোর কোনও ক্ষতি হয়নি ৷

আগুনে ভস্মীভূত টুরিস্ট লজ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এ দিন ভোর 5টার দিকে হঠাৎ ওই টুরিস্ট লজ থেকে আগুনের লেলিহান শিখা বেরতে দেখেন স্থানীয়রা ৷ আগুন দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন । তড়িঘড়ি ওই টুরিস্ট লজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । তার কিছুক্ষণ পরেই একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সেখানে ৷ তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয় । প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ তাঁদের বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু ৷

স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল্লাহর কথায়, "ভোরে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে যাচ্ছিলাম ৷ তখনই দেখলাম দাউদাউ করে জ্বলছে টুরিস্ট লজটি ৷ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি ৷ এলাকাবাসী ও লজের কয়েকজন কর্মী মিলে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি । তারপর বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।"

আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ৷ এটা পর্যটনের সময় ৷ তাই মৌসুনি দ্বীপে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ৷ ফলে এ দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি । তবে দুর্গাপুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন লজের মালিক ।

এ বিষয়ে ওই টুরিস্ট লজের ম্যানেজার সুরজিৎ দাস বলেন,"হঠাৎ বৃহস্পতিবার ভোরে টুরিস্ট লজের এক অংশে আগুন দেখতে পান স্থানীয়রা ৷ এরপর তড়িঘড়ি আমাদের কাছে খবর দেয় । আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি ৷ পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাই ৷ আগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ তাই পাম্প চালাতে পারেনি ৷ তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে ৷ লজের প্রচুর টাকার ক্ষতি হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.