কলকাতা, 19 ফেব্রুয়ারি: দিনের পরে রাতেও এবার গরমের অস্বস্তি । কয়েকদিন আগেও যে মনোরম ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল তা ক্রমেই কমছে । ফ্যান চালানোর পরিস্থিতি না হলেও কখনও কখনও তা চালালেও অস্বস্তি বোধ হচ্ছে না ৷ তবে বাচ্চারা ঘেমে যাচ্ছে বলে অনেকেই হালকা করে ফ্যান চালাচ্ছেন ৷ ফ্যানের হাওয়া প্রাথমিক অনুভূতিতে ভালো লাগছে । বেলায় রোদে বেরোলে চিটচিটে গরম বোধ হচ্ছে না ঠিকই তবে কপাল বা পিঠে ঘাম জমছে । সব মিলিয়ে ধীরে হলেও বসন্তের হাত ধরে গ্রীষ্মের আগমনী হালকা হলেও অনুভূত হচ্ছে ।
আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে ভোরে কুয়াশার দাপট থাকলেও দক্ষিণবঙ্গে মোটের ওপর শুষ্ক আবহাওয়া । বৃহস্পতিবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাতের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি বাড়বে । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ ।
আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন মোটের উপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট কমছে । ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে । সব মিলিয়ে বলাই যায় বসন্তের হাত ধরে গ্রীষ্ম কয়েকদিনের মধ্যে কড়া নাড়তে শুরু করবে । কারণ দক্ষিণ এবং উত্তর দুই জায়গাতেই পারদ চার ডিগ্রির কাছাকাছি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । ফলে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়তে আর বেশি দেরি নেই ।
আরও পড়ুন :