কলকাতা, 9 ফেব্রুয়ারি: শীত ফিরল রাজ্যে । তবে ফিরলেও তা আগের মতো জাঁকিয়ে নয় ৷ গত কয়েকদিনের পারদ চড়ার যে জোরালো ইঙ্গিত ছিল তা বৃহস্পতিবার থেকে উলটো খাতে বইতে শুরু করেছে । চার ডিগ্রি নিচে নেমেছে পারদ । ফলে বিদায় নিতে চলা ঠান্ডাও ফিরেছে ।
কনকনে না হলেও ঠান্ডার শিরশিরানি ভালোরকম অনুভূত হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে । রাতেও তা অব্যাহত । ফলে একটা মনোরম ঠান্ডা আবহাওয়া এখন দক্ষিণবঙ্গজুড়ে । শুক্রবার আরও নামবে সর্বনিম্ন তাপমাত্রা । উত্তরবঙ্গেও একই ছবি । দার্জিলিং-সহ সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে । সেখানেও রাতের তাপমাত্রা চার ডিগ্রি নেমেছে ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিমী বাতাস এখন রাজ্যজুড়ে । ফলে পারদ নামবে । আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে । রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই এখনই । আপাতত 15 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডার এই হ্রাস এবং বৃদ্ধি চলতে থাকবে । এরপর রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে শুরু করবে ।
অর্থাৎ, মনে করা হচ্ছে যাবার বেলায় মনোরম ঠান্ডার আমেজ ছড়িয়ে বিদায় নেবে শীত । যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না শীত কবে বিদায় নেবে ৷ তবে সপ্তাহান্তে সরস্বতী পুজো পর্যন্ত হালকা সোয়েটার-চাদর গায়ে দিতে হতে পারে ৷ তবে পৌষ-মাঘ মিলিয়ে শীতের ইনিংস যথেষ্ট ভালো । যা শীত বিলাসীদের কাছে আনন্দেরও বটে ।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । তবে ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ও 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :